Kolkata Police/WBP Constable/SI Practice Set | আগামী কলকাতা পুলিশ/পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য ১০০ নম্বরের প্রাকটিস সেট | প্রাকটিস সেট পর্ব - 21

 

Kolkata Police/WBP Constable/SI Practice Set | আগামী কলকাতা পুলিশ/পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য ১০০ নম্বরের প্রাকটিস সেট | প্রাকটিস সেট পর্ব  - 21    

   

Kolkata Police/WBP Constable/SI Practice Set

Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছে | খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর হাতে সময় খুব কম | তাই আজ আমরা তোমাদের প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রাকটিস সেট  পর্ব - 21 | 
                      সিলেবাস অনুযায়ী 100 নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি নাকরে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও - 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো - 


1. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন -
[a] কৌটিল্য
[b] নচিকেতা
[c] চরক
[d] জীবক


2. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
[a] মহেঞ্জদারো
[b] সুটকাগান্ডর
[c] কালিবঙ্গন
[d] লোথাল
3. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
[a] ফা হিয়েন
[b] হিউয়েন সাং
[c] মেগাস্থিনিস
[d] স্ট্রাবো


4. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত
[a] প্রথম চন্দ্রগুপ্ত
[b] সমুদ্রগুপ্ত
[c] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[d] স্কন্দগুপ্ত


5. তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
[a] আদি আর্য যুগ
[b] গান্ধার শিল্প
[c] গুপ্ত শিল্প
[d] মৌর্য শিল্প


6. শশাঙ্ক কোন রাজ বংশের রাজা ছিলেন ?
[a] পাল
[b] সেন
[c] গৌড়
[d] কামরূপ
 
7. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল -
[a] লোহা
[b] এলুমিনিয়াম
[c] দস্তা
[d] তামা


8. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
[a] ভারুত
[b] সাঁচি
[c] বুদ্ধগয়া
[d] সারনাথ


9. সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল ?
[a] লোথাল
[b] কালিবঙ্গন
[c] চানহুদারো
[d] মেহেরগড়


10. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ?
[a] মনু সংহিতা
[b] ঋক বেদ
[c] অথর্ববেদ
[d] শতপথ ব্রাহ্মন


11. কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে ?
[a] আকবর
[b] জাহাঙ্গীর
[c] শাহজাহান
[d] ঔরঙ্গজেব


12. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?
[a] কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
[b] নাসিরুদ্দিন কুবাচা
[c] ইলতুতমিস
[d] কুতুবউদ্দিন আইবক


13. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
[a] ফিরোজশাহ তুঘলক
[b] চন্দ্রগুপ্ত মৌর্য
[c] বিম্বিসার
[d] আলাউদ্দিন খলজি


14. ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পন করেন ?
[a] 1498
[b] 1409
[c] 1496
[d] 1492


15. নিম্নের কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?
[a] শাহজাহান
[b] আকবর
[c] জাহাঙ্গীর
[d] ঔরঙ্গজেব


16. ভারত যখন স্বাধীন হয়, তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?
[a] মহাত্মা গান্ধী
[b] জওহরলাল নেহেরু
[c] জে বি কৃপালিনী
[d] সর্দার প্যাটেল


17. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?
[a] 1885-1895
[b] 1885-1905
[c] 1905-1915
[d] 1895-1925


18. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রথম প্রস্তাব প্রথম গ্রহণ করে ?
[a] ওয়ার্ধা
[b] বারাণসী
[c] কলকাতা
[d] দিল্লী


19. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্য রূপে ঘোষণা করেছিল ?
[a] লাহোর, 1929
[b] লাখনৌ, 1916
[c] ত্রিপুরী, 1939
[d] বোম্বে, 1940


20. লন্ডনে অনুষ্ঠিত কোন গোল টেবিল বৈঠক গান্ধীজির কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ?
[a] 1930
[b] 1931
[c] 1932
[d] 1933


21. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ?
[a] 1940
[b] 1941
[c] 1942
[d] 1945


22. বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয় -
[a] মার্চ, 1930
[b] এপ্রিল, 1930
[c] মে, 1931
[d] জুন, 1931


23. কে 1932 সালে কমিউনাল আওয়ার্ড ঘোষণা করেছিলেন ?
[a] জিন্না
[b] সৈয়দ আহমেদ
[c] রামসে ম্যাকডোনাল্ড
[d] লর্ড কার্জন


24. সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথায় করেন ?
[a] ভারত
[b] সিঙ্গাপুর
[c] কলম্বো
[d] রেঙ্গুন


25. কাকে বলা হতো 'Grand Old Man of India' ?
[a] দাদাভাই নৌরজি
[b] জামশেদজি টাটা
[c] সুরেন্দ্রনাথ ব্যানার্জি
[d] সি রাজাগোপালাচারী


আরো পড়ুন :


26. মানস সরোবর অবস্থিত -
[a] কারাকোরাম পর্বশ্রেণীতে
[b] পিরপাঞ্জাল পর্বতশ্রেণীতে
[c] কৈলাস পর্বতশ্রেণীতে
[d] মহাভারত পর্বতশ্রেণীতে

27. নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিম ঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
[a] জাভাদি পাহাড়
[b] আন্নামালাই পাহাড়
[c] নীলগিরি পাহাড়
[d] সেভরয় পাহাড়

28. পশ্চিমবঙ্গে কোন ধরণের জলবায়ু লক্ষ্য করা যায় ?
[a] ক্রান্তীয় মৌসুমী
[b] অর্ধশুষ্ক
[c] আদ্র
[d] শুস্ক উপক্রান্তীয়

29. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ___ নামে পরিচিত
[a] ডুয়ার্স
[b] তরাই
[c] রাঢ়
[d] বারিন্দ

30. আন্দামান এবং নিকোবর কে পৃথক করেছে -
[a] 10° চ্যানেল
[b] ডানকান প্রণালী
[c] কোকো চ্যানেল
[d] কার নিকোবর

31. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
[a] অমরকণ্টক মালভূমি
[b] বিন্ধ্য পর্বত
[c] মহাকাল পর্বত
[d] পালানি পাহাড়

32. পোলাভরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হল -
[a] কাবেরী
[b] পেনির
[c] কৃষ্ণা
[d] গোদাবরী

33. কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত ?
[a] মাহি নদী, ওয়াস্কাবুরি
[b] তাপী নদী, গুজরাট
[c] কৃষ্ণা নদী, কর্ণাটক
[d] কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

34. কাবেরী নদী জলবন্টন নিয়ে কোন দুই রাজ্যের মধ্যে বিবাদ ?
[a] অন্ধ্রপ্রদেশ এবং কেরালা
[b] কর্ণাটক এবং কেরালা
[c] তামিলনাড়ু এবং কর্ণাটক
[d] অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু

35. কোন নদীর তীরে কোটা অবস্থিত ?
[a] শোন
[b] চম্বল
[c] যমুনা
[d] লুনি

36. চৌম্বক মেরুতে বিনতি কোণ -
[a] 45°
[b] 30°
[c] শূন্য
[d] 90°

37. বিশুদ্ধ জলে লবন মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে ?
[a] বাড়বে
[b] কমবে
[c] একই থাকবে
[d] উপরের কোনটি নয়

38. কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় ?
[a] পরিবহন
[b] পরিচলন
[c] বিকিরণ
[d] উপরের কোনটি নয়

39. X - রশ্মি হলো -
[a] খুব ছোটো তরঙ্গ দৈঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ
[b] ইলেকট্রন স্রোত
[c] খুব লম্বা তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ
[d] খালি চোখে দেখা যায় না এমন বিকিরণ

40. নিম্নের কোনটি স্কেলার রাশি ?
[a] বেগ
[b] বল
[c] ভরবেগ
[d] শক্তি

41. হিমায়নের জন্য শুস্ক বরফ হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
[a] অক্সিজেন
[b] হাইড্রোজেন
[c] কার্বন-ডাই-অক্সাইড
[d] ফ্লুওরিন


42. রোলিং প্লানের সৃষ্টি হয় কোন প্রধানমন্ত্রীর আমলে ?
[a] রাজীব গান্ধী
[b] ইন্দিরা গান্ধী
[c] বিশ্বনাথ প্রতাপ সিং
[d] মোরারাজি দেশাই

43. কোন সালে নীতি আয়োগ গঠিত হয় ?
[a] 2013
[b] 2014
[c] 2015
[d] 2016

44. লোকসভার ডেপুটি স্পিকার কার দ্বারা নিযুক্ত হন ?
[a] স্পিকার
[b] প্রধানমন্ত্রী
[c] রাষ্ট্রপতি
[d] এটর্নি জেনারেল

45. আর এস লোধা কমিশন নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
[a] ক্ষুদ্র শিল্প
[b] প্রত্যক্ষ কর
[c] শিক্ষাবিষয়ক
[d] আইপিএল স্পট ফিক্সিং

46. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের সহযোগী অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় ?
[a] 34 তম
[b] 33 তম
[c] 38 তম
[d] 36 তম

47. পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল ?
[a] 1974-1978
[b] 1980-1985
[c] 1969-1974
[d] 1970-1974

48. রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?
[a] স্যার অসবর্ন স্মিথ
[b] সি ডি দেশমুখ
[c] বেনেগাল রামা রাউ
[d] ভি আর আয়েঙ্গার

49. ভারতের নবরত্ন কোম্পানির মধ্যে অন্যতম হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড (HAL) কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
[a] হেলিকপ্টার, বিমান যন্ত্রাংশ
[b] বাড়িঘর নির্মাণ
[c] বিদ্যুৎ
[d] তেল

50. সুলতান জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত ?
[a] ব্যাডমিন্টন
[b] ক্রিকেট
[c] ফুটবল
[d] হকি 



উত্তর সহ সমস্ত প্রাকটিস সেটটির PDF ডাউনলোড করে নাও নিচের লিংক থেকে  
 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 10  
File Size : 620 kb 


Also Download :

Post a Comment

0 Comments