WBPSC Current Affairs in Bengali (22/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➢ 1. তামিলনাড়ু এবং পুদুচেরি সৈকত কভেটেড 'ব্লু ফ্ল্যাগ' সার্টিফিকেশন পেলো
➢ 2. হিমালয়ান ফিল্ম উৎসব - 2021 এর প্রথম সংস্করণ 24 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত লাদাখের লেহ তে শুরু হতে চলেছে
➢ 3. ফেসবুক ইন্ডিয়া প্রাক্তন আইএএস অফিসার রাজীব আগরওয়াল কে পাবলিক পলিসি এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো
➢ 4. উত্তর প্রদেশ সরকার নয়ডার কাছে 250 একর জমির উপর 'ইলেকট্রনিক পার্ক' তৈরি করতে চলেছে
➢ 5. কামরূপ জেলার ছাগাঁও তে আসাম সরকার 'চা পার্ক' গড়ে তুলতে চলেছে
➢ 6. ভারতের গ্রান্ড মাস্টার ডি গুকেশ নরওয়ে চেস ওপেন 2021 জিতলেন
➢ 7. তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন Justin Trudeau
➢ 8. প্রতিবছর 22 শে সেপ্টেম্বর বিশ্ব রাইনো দিবস (World Rhino Day) হিসেবে পালিত হয়
➢ 9. 2022 অর্থবর্ষের জন্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (OECD) ভারতের জিডিপি 9.7% নির্ধারণ করলো এবং 2023 অর্থবর্ষের জন্য 7.9% নির্ধারণ করলো
➢ 10. ভারতীয় এয়ার ফোর্সের প্রধান হিসাবে এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী কে নিযুক্ত করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box