Daily Current Affairs in Bengali (20/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (20/09/2020) for WBCS/PSC/Rail/SSC













 

Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও : 


Q.1. অপরাধমূলক কাজকর্ম রুখতে ভারত নিম্মের কোন দেশের সাথে 'Joint Cordinated Border Patrolling' শুরু করতে চলেছে ?

[A] ভুটান
[B] পাকিস্তান
[C] আফগানিস্তান
[D] বাংলাদেশ

Ans : [D] বাংলাদেশ

ভারত বাংলাদেশ সীমান্তে মাদক পাচার রুখতেই এই পদক্ষেপ নিতে চলেছে দুই দেশের সরকার
50 তম বর্ডার ফোর্সের ডিরেক্টর জেনারেল কনফারেন্স এ এই পরিকল্পনা নেওয়া হয়েছে
4 দিনের এই কনফারেন্স বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্পন্ন হলো
❖ ভারত এবং বাংলাদেশের বর্ডার দৈঘ্য - 4156 কিমি যেটি ভারতের দীর্ঘতম বর্ডার ( ওয়ার্ল্ড এ পঞ্চম দীর্ঘতম ল্যান্ড বর্ডার)
❖ ভারতের আসাম,ত্রিপুরা,মিজরাম,মেঘালয় এবং পশ্চিমবঙ্গের সাথে এই বর্ডার রয়েছে
❖ বাংলাদেশ কারেন্সি - টাকা
প্রধানমন্ত্রী - শেখ হাসিনা 
রাষ্ট্রপতি - আব্দুল হামিদ



Q.2. ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (NTRO) এর মুখ্য পদে নিম্নের কাকে নিয়োগ করা হলো ?

[A] অনিল ধর্মসেনা
[B] অনিল শ্রীবাস্তব
[C] সতীশ ঝা
[D] অনিল শর্মা

Ans : [A] অনিল ধর্মসেনা

রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং (RAW) এর প্রাক্তন প্রধান অনিল ধর্মসেনা কে এই পদে নিয়োগ করা হলো
তার আগে এই পদে ছিল সতীশ ঝা
NTRO হলো ভারতের টেকনিক্যাল বডি যারা জিওস্প্যাটিকাল ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট ইমেজারি দেখাশোনা করে
NTRO HQ - নতুন দিল্লী
❖ প্রতিষ্ঠা - 2004



Q.3. নিম্নের কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম (NGDRS) লঞ্চ করা হল ?

[A] দিল্লী
[B] জম্মু কাশ্মীর
[C] মহারাষ্ট্র
[D] আন্দামান নিকোবর

Ans : [B] জম্মু কাশ্মীর

❖ জম্মু কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই সিস্টেম লঞ্চ করলেন 
 আগে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন সিস্টেম ছিল, বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম শুরু হল
❖ এর ফলে জমি বিক্রি কিংবা কেনা সবটাই অনলাইন রেজিস্ট্র্র্শনের মাধ্যমে সম্ভব
 শ্রীনগর, জম্মু, সাম্বা, কাথুয়া এবং উধামপুর জেলা গুলোতে এটি শুরু করা হল 
 জম্মু কাশ্মীরের রাজধানী - শ্রীনগর এবং জম্মু



Q.4. কালজয়ী উপন্যাস 'Forrest Gump' এর লেখক Winston Groom সম্প্রতি মারা গেলেন, তার এই উপন্যাসের উপর তৈরি সিনেমা 'Forrest Gump' কতগুলি অস্কার জিতেছিল ?

[A] 4 টি
[B] 5 টি
[C] 6 টি
[D] 3 টি

Ans : [C] 6 টি

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 77
 তাঁর লেখা উপন্যাসের উপর তৈরি Tom Hanks অভিনীত সিনেমা 'Forrest Grump' 1994 সালে 6 টি অস্কার জিতেছিল
 উপন্যাস টি লিখেছিলেন 1986 সালে, পরে এটার দ্বিতীয় পার্ট 'Gump & Co' মুক্তি পায় 1995 সালে



Q.5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিম্নের কোন রাজ্যে 9 টি হাইওয়ে প্রজেক্ট এর শিলান্যাস করলেন ?

[A] হরিয়ানা
[B] উত্তরাখন্ড
[C] উত্তরপ্রদেশ
[D] বিহার

Ans : [D] বিহার

 রাজ্য জুড়ে যোগাযোগ ব্যবস্থা কে আরো উন্নত করতে , উত্তরপ্রদেশ , ঝাড়খন্ড রাজ্য গুলির সাথে বিহারের আরো ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে এই পদক্ষেপ নেওয়া হলো, রাজ্যের অর্থনৈতিক দিকেরও উন্নতি হবে এর ফলে
 9 টি হাইওয়ে প্রজেক্টের মিলিত দৈঘ্য 350 কিমি, মোট খরচ হবে 14,250 কোটি টাকা
 এছাড়াও প্রধানমন্ত্রী বিহারে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট পরিষেবা লঞ্চ করার কথা ঘোষনা করলেন
❖ বিহারের রাজধানী - পাটনা
 মুখ্যমন্ত্রী - নীতিশ কুমার
❖ রাজ্যপাল - ফাগু চৌহান



Q.6. নিম্নের কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম ইথিকাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স , ব্লকচেন এবং সাইবার সিকিউরিটি পলিসি গ্রহণ করলো ?

[A] কেরালা
[B] তামিলনাড়ু
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তেলেঙ্গানা

Ans : [B] তামিলনাড়ু

❖ 19 তম কানেক্ট 2020 সেশনে এই পলিসি গৃহীত হলো
❖ এই প্রজেক্টটি বাস্তবায়িত করবে স্টেট ফ্যামিলি ডেটা বেস (SFDB) এবং ব্লক চেন ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার
 এমনিতেই IT এবং IT সমৃদ্ধ সার্ভিস সেক্টর  গুলোর প্রথম পছন্দ তামিলনাড়ু,তার উপর এই প্রজেক্ট রাজ্যের সাইবার সিকিউরিটি কে আরো শক্তিশালী করবে
 তামিলনাড়ু রাজধানী - চেন্নাই
 মুখ্যমন্ত্রী - Edappadi K. Palaniswami
 রাজ্যপাল - বনওয়ারিলাল পুরোহিত



Q.7. ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) মিলিটারি অ্যাপ্লিকেশনের উপর কটি টেকনোলজি সেন্টার গড়ে তুলতে চলেছে ?

[A] 6 টি
[B] 8 টি
[C] 7 টি
[D] 9 টি

Ans : [B] 8 টি

 DRDO নতুন একটি কমিটি গঠন করেছে যার প্রধান হলেন দিল্লি আইআইটি ডিরেক্টর রামগোপাল রাও, এই কমিটি ভারতের DRDO এর ল্যাবরেটরি গুলো আরো কি করে উন্নত করা যায় সেই বিষয়ে দেখাশোনা করবে
 DRDO এর প্রধান লক্ষ্য অত্যাধুনিক মিলিটারি অস্ত্র তৈরি করা
 ভারতকে ডিফেন্স সেক্টরে স্বনির্ভর করতে DRDO এমন পদক্ষেপ নিচ্ছে, বর্তমানে 50 টি ল্যাবরেটরি রয়েছে, ভবিষ্যতে আরো বাড়ানো হবে , নিত্যনতুন সিস্টেম আপগ্রেড করানো হবে



Q.8. নিম্নের কোন ব্যাংক 'Vikas Laghu Suvarna' গোল্ড লোন স্কিম লঞ্চ করলো ?

[A] বন্ধন ব্যাংক
[B]  কেরালা গ্রামীন বিকাশ ব্যাংক
[C] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
[D] কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক

Ans : [D] কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক

 যারা কম রেটে লোন পেতে চায় অতিসহজেই এই লোনে 7.25% সুদ দিতে পারবে
 সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে এই স্কিমে
 KVGB চেয়ারম্যান - P Gopal Krishna
 KVGB HQ - Dharwad



Q.9. নিম্নের কোন দেশের ক্রিকেট বোর্ডের সাথে Emirates Cricket Board চুক্তি স্বাক্ষর করলো ? 

[A] ভারত
[B] পাকিস্তান
[C] অস্ট্রেলিয়া
[D] ইংল্যান্ড

Ans : [A] ভারত

 বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট (BCCI) এর সাথে Emirates Cricket Board চুক্তি স্বাক্ষর করলো, এর ফলে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নত হবে
 UAE এর তিনটি জায়গায় (দুবাই, আবু ধাবী, শারজাহ) IPL 2020 সম্পন্ন হবে
 BCCI প্রেসিডেন্ট - সৌরভ গাঙ্গুলি ( 39 তম)
 BCCI সেক্রেটারি - জয় শাহ
 BCCI CEO - Hemang Amin



Q.10. নিম্নের কোন রাজ্য সরকার 'স্টেট টিচার আওয়ার্ড পলিসি 2020' চালু করলো ?

[A] চণ্ডীগর
[B] পাঞ্জাব
[C] হরিয়ানা
[D] উত্তরাখন্ড

Ans : [C] হরিয়ানা

 এর আগে 2016 তে এমনি একটি পলিসি গ্রহণ করা হয়েছিল, বর্তমানে এই পলিসির জায়গায় 2020 এর পলিসি গৃহীত হল
 এই পলিসির অধীনে রাজ্যের শিক্ষকদের দুটো ক্যাটাগরি তে আওয়ার্ড দেওয়া হবে, একটি হল প্রিন্সিপাল,হেডমাস্টার এবং অন্যটি হল PGT টিচার্স
 PGT টিচার দের মধ্যে প্রাথমিক টিচার, হেড টিচার এবং TGT টিচাররা অন্তর্ভুক্ত
 হরিয়ানা রাজধানী - চন্ডীগড়
 মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার
 রাজ্যপাল -  সত্যদেব নারায়ণ আর্য






Daily One-Liner Current Affairs



 1)  সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কাজকর্ম রুখতে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে  'Joint Cordinated Border Patrolling' শুরু করতে চলেছে 

 2) ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (NTRO) এর মুখ্য পদে RAW এর প্রাক্তন প্রধান অনিল ধর্মসেনা কে নিয়োগ করা হলো

 3) জম্মু কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম (NGDRS) লঞ্চ করলেন

 4) কালজয়ী উপন্যাস 'Forrest Gump' এর লেখক Winston Groom সম্প্রতি প্রয়াত হলেন, তার এই উপন্যাসের উপর তৈরি 'Forrest Gump' মুভি 6 টি অস্কার জিতেছিল

 5) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে মোট 350 কিমি দৈঘ্যের 9 টি হাইওয়ে প্রজেক্ট এর শিলান্যাস করলেন 

 6) ভারতের মধ্যে প্রথম তামিলনাড়ু রাজ্য সরকার ইথিকাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স , ব্লকচেন এবং সাইবার সিকিউরিটি পলিসি গ্রহণ করলো

 7) ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) মিলিটারি অ্যাপ্লিকেশনের উপর 8 টি টেকনোলজি সেন্টার গড়ে তুলতে চলেছে 

 8) কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক 'Vikas Laghu Suvarna' গোল্ড লোন স্কিম লঞ্চ করলো

 9) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট (BCCI) এর সাথে Emirates Cricket Board চুক্তি স্বাক্ষর করলো

 10) হরিয়ানা রাজ্য সরকার 'স্টেট টিচার আওয়ার্ড পলিসি 2020' চালু করলো







Read More ....

    

Post a Comment

0 Comments