Know Your State - West Bengal || Important Questions and Facts || PDF Downnload

 Know Your State - West Bengal || Important Questions and Facts || PDF Downnload





Hello Friends,
                        আজ  www.jobguidee.com তোমাদের জন্য  নিয়ে এসেছে নিজের রাজ্য  - পশ্চিমবঙ্গ পরিচিতি | রাজ্যের আয়তন,সর্বোচ্চ শৃঙ্গ , নানা গুরুত্বপূর্ণ থাকবে আজকের এই আর্টিকেলে | WBPSC/WBCS/MISC/Rail/SSC যেকোনো পরীক্ষায় নিজের রাজ্য থেকে খুটিনাটি প্রশ্ন এলে জতে তোমরা খুব সহজেই উত্তর দিতে পর তা নিয়েই আজকেই  আমাদের এই পোস্ট | নিচে কিছু স্যাম্পেল তথ্য় দেওয়া হলো এমনি ২০০+ তথ্য় পেতে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো :

·       একনজরে পশ্চিমবঙ্গ  

1. পশ্চিমবঙ্গের অবস্থান - .দক্ষিণে ২১º৩৮উত্তর অক্ষাংশ থেকে উত্তরে ২৭º১০উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে ৮৫º৫০পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ৮৯º৫০পূর্ব দ্রাঘিমা পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যটি বিস্তৃত।
2. পূর্ব পশ্চিমে বিস্তার--৩২৪ কিলোমিটার।
3. উত্তর দক্ষিণে বিস্তার--- ৬২৩ কিলোমিটার।
4. পশ্চিমবঙ্গের মোট আয়তন--৮৮,৭৫২ বর্গ কিলোমিটার বা ৩৪,২৬৭ বর্গ মাইল।
5. আয়তনের বিচারে বর্তমানে ভারতের ১৩তম রাজ্য।(কিছুদিন আগেও ১৪তম ছিল।জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই এক ধাপ ওপরে উঠেছে)।
6. ভারতের মোট আয়তনের ২.৬৭ শতাংশ।
7. পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা হাঙ্গেরির মত।
8. কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট ৫ টি জেলার মধ্যে দিয়ে গেছে--1.পুরুলিয়া,
2.নদীয়া(বাহাদুরপুর),3.বাঁকুড়া ও 4.পূর্ব বর্ধমান ও 5.পশ্চিম বর্ধমান
9. 1947 সালে পশ্চিমবঙ্গে কটি জেলা ছিল ও কি কি?
উত্তর : 14টি
1.কলকাতা, 2.হাওড়া, 3.হুগলি, 4.বাঁকুড়া 5.বর্ধমান 6.বীরভূম 7.মুর্শিদাবাদ 8.নদিয়া 9.মেদিনীপুর 10.24 পরগনা 11.পশ্চিম দিনাজপুর 12.দার্জিলিং 13.জলপাইগুড়ি 14. মালদহ।
10. পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা ও কি কি?
উত্তর : 23টি
1.কলকাতা 2.হাওড়া 3.হুগলি 4.বাঁকুড়া 5.নদিয়া 6.জলপাইগুড়ি 7.দার্জিলিং 8.আলিপুরদুয়ার 9.কোচবিহার 10.উত্তর দিনাজপুর 11.দক্ষিণ দিনাজপুর 12.ঝাড়গ্রাম 13.উত্তর 24 পরগনা 14.দক্ষিণ 24 পরগনা 15.পূর্ব মেদিনীপুর 16.পশ্চিম মেদিনীপুর 17.মালদা 18.কালিম্পং  19.পূর্ব বর্ধমান 20.পশ্চিম বর্ধমান 21.পুরুলিয়া 22.বীরভূম 23. মুর্শিদাবাদ।
11.♨️
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা কি কি?
উত্তর : 8টি
1.দার্জিলিং,2.জলপাইগুড়ি, 3.আলিপুরদুয়ার,4.কোচবিহার
5.উত্তর দিনাজপুর,6.দক্ষিণ দিনাজপুর,7.মালদাহ, 8.কালিম্পং
12. পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কোনগুলো?
উত্তর : 15টি
1.বাঁকুড়া,2.পূর্ব বর্ধমান,3.পশ্চিম বর্ধমান, 4.পুরুলিয়া, 5.মুর্শিদাবাদ,6.নদিয়া,7.পশ্চিম মেদিনীপুর,8.পূর্ব মেদিনীপুর, 9.ঝাড়গ্রাম, 10.হুগলি,11.হাওড়া, 12.কলকাতা,13.উত্তর 24 পরগনা,14.দক্ষিণ 24 পরগনা, 15.বীরভূম।
13. সর্বাধিক সীমানা ভাগ করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে(২২১৭ কিলোমিটার)।
14. পশ্চিমবঙ্গ মোট ১০ টি জেলা প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে।
1.কুচবিহার, 2.জলপাইগুড়ি ,3.উত্তর দিনাজপুর, 4.দক্ষিণ দিনাজপুর, 5.মালদা ,6.উত্তর 24 পরগনা ,7.দক্ষিণ 24 পরগনা, 8.নদীয়া, 9.দার্জিলিং, 10.মুর্শিদাবাদ।
15. পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে-- ঝাড়খন্ডের সাথে।
16.
পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য--ওড়িশা।
17. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম:
বাংলাদেশ।
18. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম :
ভুটান।
19. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত ?
3 টি -১.বাংলাদেশ,২.নেপাল ও ৩.ভুটান।
20. ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে ?
5 টি - ১.আসাম, ২.বিহার, ৩.সিকিম, ৪.ঝাড়খন্ড এবং ৫.ওড়িশা।
21. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি?
উত্তর : 5টি
1.বর্ধমান বিভাগ 2.মালদা বিভাগ 3.জলপাইগুড়ি বিভাগ 4.প্রেসিডেন্সি বিভাগ 5.মেদিনীপুর বিভাগ
22. পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোড কি কি?
কলকাতা KO, উত্তর 24 পরগনা PN, দক্ষিণ 24 পরগনা PS, হাওড়া HR, হুগলি HG, নদীয়া NA, মুর্শিদাবাদ MU, পুরুলিয়া PU, বীরভূম BI, বাঁকুড়া BN, পূর্ব বর্ধমান BR, পশ্চিম বর্ধমান BR, পূর্ব মেদিনীপুর ME, পশ্চিম মেদিনীপুর ME, কোচবিহার KB, আলিপুরদুয়ার AD, দার্জিলিং DA, জলপাইগুড়ি JA, ঝারগ্রাম JH, উত্তর দিনাজপুর UD, দক্ষিণ দিনাজপুর DD, মালদহ MA, কালিম্পং KA,
23. পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার জেলা সদর বা রাজধানী থাকে সেগুলো কি ?

হুগলি চুঁচুড়া, উত্তর 24 পরগনা-বারাসাত, দক্ষিণ 24 পরগনা-আলিপুর, নদীয়া-কৃষ্ণনগর, মুর্শিদাবাদ-বহরমপুর, বীরভূম-সিউড়ি, পূর্ব বর্ধমান-বর্ধমান, পশ্চিম বর্ধমান-আসানসোল, পশ্চিম-মেদিনীপুর মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর-তমলুক, উত্তর দিনাজপুর-রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, মালদা-ইংলিশ বাজার।
24. পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয় ?
1983 সালে ডঃ অশোক মিত্রের প্রসাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করে। 1986 সালে 1লা মার্চ জেলাটিকে উত্তর ২৪ পরগণা জেলা ও দক্ষিণ ২৪ পরগণা জেলা নামে দুটি জেলায় ভাগ করা হয়। দুটি জেলাই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত।
পশ্চিম দিনাজপুর জেলা1992 সালের 1লা এপ্রিল দুভাগে ভাগ হয়।
মেদিনীপুর জেলা 2002 সালের পয়লা জানুয়ারি দু-ভাগে হয়।
বর্ধমান জেলা 2017 সালের 7 এপ্রিল।
25. নতুন জেলার গঠন কখন হয়?
* 2017 সালের 14 ফেব্রুয়ারি কালিম্পং জেলা গঠন করা হয়।
* 2017 সালের 8 এপ্রিল ঝাড়গ্রাম জেলা গঠন করা হয়।
* 2014 সালের 25শে জুন আলিপুরদুয়ার জেলা গঠন করা হয়।
26. কোচবিহার কবে পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করে?
1950 সালের 19শে জানুয়ারি।
27. পুরুলিয়া কবে জেলার মর্যাদা লাভ করে?
1956 সালের 1লা নভেম্বর

28.
হাওড়া জেলা কবে স্বতন্ত্র জেলায় মর্যাদা লাভ করে?
1938 সালের 1লা জানুয়ারি।
29. হাওড়া জেলার গঠন কবে হয়?
1843 সালের 27শে ফেব্রুয়ারি।
30. 1795 সালে ইংরেজরা হুগলি জেলা গঠন করে।
31. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা :
উত্তর চব্বিশ পরগনা(জনসংখ্যা)
দক্ষিণ ২৪ পরগনা (আয়তন)

আগে বর্ধমান জেলা ছিলো ভাগ হয়ে ছোট হয়ে গেছে।
32. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা‌ :  কলকাতা (185 বর্গ কিঃমিঃ)
33. পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা :  কলকাতা।
34. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম : কলকাতা
35. কলকাতা কবে থেকে ব্রিটিশদের রাজধানী হয় ?
উত্তর : 1772 সালে এবং তা 1911 পর্যন্ত ছিলো।
36. মোট জেলা--২৩
37. জেলা পরিষদ--২১টি, মহকুমা পরিষদ ১টি
38. ডিভিশন--
39. সাব ডিভিশন--৬৬
40. ব্লক--৩৪২
41. মিউনিসিপাল কর্পোরেশন--
42. মিউনিসিপালিটি -- ১১৯
43. গ্রাম পঞ্চায়েত--৩৩৫৪
44. লোকসভায় আসন--৪২
45.
 বিধানসভায় আসন সংখ্যা ২৯৪
46. রাজ্যসভায় আসন--১৬
47. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা - বাংলা
48. পশ্চিমবঙ্গের রাজ্য পশু - মেছো বিড়াল(Fishing Cat)
scientific name Prionailurus viverrinus.
49পশ্চিমবঙ্গের রাজ্য পাখি :
শ্বেত কন্ঠ মাছরাঙা(White Throated Kingfisher)
scientific name - Halcyon Smyrnensis.
50. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ:
ছাতিম(Chaitim or Devil) scientific name Alstonia Scholaris.
51. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল :
শিউলি(Night Flowering jasmin...
scientific name - Nyctanthes arbor tritis.
52. পশ্চিমবঙ্গের প্রধান নদী : গঙ্গা
53. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ : সান্দাকফু (3,636 মিটার)।
54. পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন মহকুমা নেই : কলকাতায়
55. পশ্চিমবঙ্গের CMC কবে নাম পরিবর্তন করে KMC হয়?
উত্তর : 2001 সালের 1লা জানুয়ারি।
56. রাজধানী ক্যালকাটা থেকে কবে কলকাতা নাম পরিবর্তন করা হয়?
উত্তর : 2001 সালের 1লা জানুয়ারি।
57. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন: যুবভারতী ক্রীড়াঙ্গন।
58. পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ: ফারাক্কা ব্যারেজ (গঙ্গার ওপর নির্মিত ২,২৪৫ মিটার লম্বা।
59. পশ্চিমবঙ্গের বৃহত্তম বাধ: ফারাক্কা বাঁধ।
60. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু: হাওড়া ব্রিজ (দৈর্ঘ্য৪৫৭ মিটার)।
61. পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলা কে? উত্তর : নবদ্বীপ
62. পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়,1857

63. পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ: শহীদ মিনার (১৬৫ ফুট)।
64. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু: রূপনারায়ণ সেতু, কোলাঘাট (৩৩১৪ ফুট)।
65. পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল: বালিতে, রয়েল পেপার মিল।
66.
  পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ: হাজারদুয়ারি (মুর্শিদাবাদ)
67. পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামন্ডল: বিড়লা
প্ল্যানেটোরিয়াম।
68. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ?উত্তর : পদ্মজা নাইডু
69. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ? উত্তর : মমতা
বন্দ্যোপাধ্যায়
70. আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কি? উত্তর : জুলজিক্যাল গার্ডেনস্
71.
পশ্চিমবঙ্গের হাওড়া ব্রীজ 1936 সালে শুরু হয় 1942শেষ হয়, 1943 জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 1965 সালে রবীন্দ্র সেতু নাম দেওয়া হয়। ব্রীজের দৈর্ঘ্য 750 মিটার, ব্রীজটি বিশ্বের ষষ্ঠ ক্যান্টিলিভার ব্রীজ, এটা রঙ করতে 27000 লিটার রং লাগে।
72.
পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী - দূর্গাপুর।
73. পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্লাটফর্ম - খড়গপুর (1073 মিটার) বিশ্বের তৃতীয়।
74. পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন-  ঘুম(২২৬০ মিটার)।
75. পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921

76. পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় 26 টি।
77. পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ 24টি
রাজ্য সরকার প্রতিষ্ঠিত 18টি প্রাইভেট 5টি কেন্দ্রীয় 1টি।
78.
 পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাল:
*কলকাতা বিশ্ববিদ্যালয়-1857 *যাদবপুর বিশ্ববিদ্যালয়-1955
*বর্ধমান বিশ্ববিদ্যালয়-1960 *বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-2014 *কল্যাণী বিশ্ববিদ্যালয়-1960 *রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-1962
*বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-1981
*উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-1962 শিলিগুড়ি
*বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-1974নদীয়া,
*গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-2008,
*কাজী নজরুল বিশ্ববিদ্যালয়-2012 আসানসোল।
79.
 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
80.
পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল : চক্রবর্তী রাজাগােপালাচারী।
81. পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন -বার্নেস পিকক
82. পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচার পতি- মঞ্জুলা চেল্লুর।
83.
রাষ্ট্রপতির শাসন হয়েছে--- মোট ৪ বার (1962,1968,1970,1971)
84. ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোটা দাগে ৮ টি ভাগে ভাগ করা যায় ---
১.দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল।
২.পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চল।
৩.উত্তরবঙ্গের সমভূমি।
৪.গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল।
৫.রাঢ় অঞ্চল।
৬.দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল।
৭.উপকূলীয় সমভূমি।
৮.সুন্দরবন।
85.
দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ-- সান্দাকফু(সিঙ্গলিলা পর্বতমালার অন্তর্ভুক্ত, ৩৬৩৬ মিটার)
86. টাইগার হিলের উচ্চতা--২৫৭৩ মিটার।
87.
পাদদেশের তরাই অঞ্চলের আয়তন-- ৩৮ কিলোমিটার।
88.
তরাই-ডুয়ার্স অঞ্চলের গড় উচ্চতা-- ৮০ থেকে ১০০ মিটার।
89.
তিস্তা নদী এই অঞ্চলকে তরাই ও ডুয়ার্স এই দুইভাগে ভাগ করেছে।
90.
তিস্তার পশ্চিমদিকে তরাই এবং পূর্বে ডুয়ার্স বা দুয়ার।
ডুয়ার্সকে আবার অবস্থান অনুসারে ৩ ভাগে ভাগ করা যায় --
১.পশ্চিমে শিলিগুড়ি ডুয়ার্স।
২.পূর্বে আলিপুর ডুয়ার্স।
৩.মাঝে জলপাইগুড়ি ডুয়ার্স।
91.
তরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গার বামতীর অব্দি,অর্থাৎ মুর্শিদাবাদের উত্তর পর্যন্ত উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল। জলপাইগুড়ি,আলিপুর দুয়ার এবং কোচবিহারের দক্ষিণাংশ,দুই দিনাজপুর ও মালদা এর অংশ।
92.
মহানন্দা নদী মালদাকে দুই ভাগে ভাগ করেছে।পূর্ব দিক গঠিত হয়েছে প্রাচীন পলিমাটি দিয়ে।এই অংশের প্রাচীন নাম--বারিন্দ বা বরেন্দ্রভূমি।
মহানন্দার পশ্চিমভাগ তুলনামূলক নবীন পলিমাটি নির্মিত।এই অংশে কালিন্দি নদী মহানন্দার সাথে মিলেছে।
93.
কালিন্দি নদীও আবার মালদাকে দুইভাগে ভাগ করেছে-- তাল ও দিয়ারা।
উত্তরে নিচু অনুর্বর জলাভূমি হল তাল আর দক্ষিণের উর্বর পলিমাটি নির্মিত এলাকা দিয়ারা।
94.
রাঢ অঞ্চল গঠিত হয়েছে মোট ৭ টি জেলা নিয়ে--মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর।
95.
রাঢ় অঞ্চলের গড় উচ্চতা-- ৫০ থেকে ১০০ মিটার।
96.
দক্ষিণ পশ্চিম মালভূমি ও উচ্চভূমি অঞ্চলের উচ্চতার বিস্তার-- ১০০ থেকে ৫০০ মিটার। গড় উচ্চতা--৩০০ মিটার।
97.
এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ --- গোর্গাবুরু(৬৭৭ মিটার)।
98.
মৃত ব-দ্বীপ অঞ্চল-- নদীয়া,মুর্শির্দাবাদ এবং উত্তর ২৪ পরগণার উত্তরাংশ।
99. সক্রিয় বদ্বীপ অঞ্চল--উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণাংশ।
100.
  প্রধান নদী-- গঙ্গা।রাজমহল পাহাড়ের কাছে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে--- পদ্মা এবং ভাগীরথী-হুগলি।


এমনি ২০০+ তথ্য় পেতে  নিচে দেওয়া লিংক থেকে PDF টি সংগ্রহ করে নিন :

File Details :
File Type : pdfFile location : Google driveNo. of Pages : 10File size : 860 kb



Post a Comment

0 Comments