Daily Current Affairs in Bengali (21/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রী সম্প্রতি রাজ্যসভার সদস্যপদ গ্রহন করলেন ?
[A] H D Deve Gowda
[B] M L Sinha
[C] J P Bromhochary
[D] M D Deve Gowda
Ans : [A] H D Deve Gowda
❂ H D Deve Gowda কর্ণাটক থেকে রাজ্য সভার সদস্যপদ গ্রহণ করলেন
❂ তিনি 1st জুন, 1996 থেকে 21st এপ্রিল, 1997 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন
❂ এছাড়াও তিনি 1994 থেকে 1996 পর্যন্ত কর্ণাটকের 14 তম মুখ্যমন্ত্রী ছিলেন
Q.2. 'World Alzheimer's Day' কবে পালন করা হয় ?
[A] 20 সেপ্টেম্বর
[B] 22 সেপ্টেম্বর
[C] 21 সেপ্টেম্বর
[D] 23 সেপ্টেম্বর
Ans : [C] 21 সেপ্টেম্বর
❂ প্রতিবছর 21 শে সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়
❂ অ্যালজেইমার রোগ এবং এর ফলে স্মৃতিনষ্ট হয়ে যাওয়া সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটি পালিত হয়, এই রোগের ফলে মানুষ সব কিছু ভুলতে শুরু করে এমনকি মস্তিস্ক বিকলাঙ্গতাও দেখা দিতে পারে
❂ এ বছরের থিম - 'Let's talk about dementia'
❂ প্রথমবার এই দিনটি পালিত হয় 21 শে সেপ্টেম্বর, 1994
❂ এছাড়াও এই দিনটি 'International Day of Peace' হিসেবে পালিত হয়
❂ এ বছরের থিম - Shaping Peace Together
Q.3. ভারতীয় রেলওয়ে নিম্নের কোনটি বর্তমানে পালন করছে ?
[A] Swachh Surveksham
[B] Swachh Jatra
[C] Swachh Rail
[D] Swachh Pakhwara
Ans : [D] Swachh Pakhwara
❂ ভারতীয় রেলওয়ে 16 থেকে 30 শে সেপ্টেম্বর পর্যন্ত Swachh Pakhwara পালন করছে বর্তমানে
❂ ভারতীয় রেলওয়ে বোর্ড , ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) এর সাথে মিলে 'স্বচ্ছতা এবং পরিবেশ' এর উপর ওয়েবিনার আয়োজন করেছিল
❂ প্লাস্টিক কে বর্জন, জল সংরক্ষণ, শক্তি সংরক্ষণ এর মত কমসূচী গুলো এই Swachh Pakhwara তে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে
❂ রেলওয়ে কেন্দ্রীয় মন্ত্রী - পীযুষ গোয়েল
Q.4. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী VAIBHAV শীর্ষসম্মেলন উদ্বোধন করতে চলেছেন ?
[A] নির্মলা সীতারামন
[B] অমিত শাহ
[C] পীযুষ গোয়েল
[D] নরেন্দ্র মোদী
Ans : [D] নরেন্দ্র মোদী
❂ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2nd অক্টোবর VAIBHAV শীর্ষসম্মেলনের উদ্বোধন করবেন
❂ VAIBHAV - Vaishwik Bharatiya Vaigyanik Summit
❂ ভারতে রিসার্চ এবং ডেভেলপমেন্ট কালচার আরো উন্নত করতে এই ধরনের সম্মেলন যথেষ্ট উপযোগী
❂ ভারতের বিভিন্ন অ্যাকাডেমিক এবং সায়েন্টিফিক সংস্থা গুলো উপস্থিত থাকবে এই সম্মেলনে
Q.5. Fitch Solution সম্প্রতি ভারতের জিডিপি কত নির্ধারিত করেছে ?
[A] -9.6%
[B] -8.6%
[C] -7.6%
[D] -9%
Ans : [B] -8.6%
❂ প্রথমে Fitch Solution ভারতের জিডিপি -4.5% নির্ধারিত করলেও, পরে তা -8.6% নির্ধারিত করে
❂ এছাড়া তারা 2021 - 22 অর্থবর্ষে ভারতের জিডিপি 5% নির্ধারিত করেছে
❂ ADB এর নির্ধারিত GDP - (-9%)
❂ MOODY এর নির্ধারিত GDP - (-11.5)%
Q.6. নিম্নের কোন ক্রিকেটার জম্মু কাশ্মীরে একটি ক্রিকেট একাডেমি গড়ে তুলতে চলেছে ?
[A] বিরাট কোহলি
[B] হরভজন সিং
[C] সুরেশ রায়না
[D] মাহেন্দ্র সিং ধোনি
Ans : [C] সুরেশ রায়না
❂ ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না জম্মু কাশ্মীরে একটি ক্রিকেট একাডেমি তৈরি করবেন
❂ জম্মু কাশ্মীরের কিশোরদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এবং জম্মু কাশ্মীরে ক্রিকেটীয় পরিবেশ গড়ে তুলতে এই একাডেমি সাহায্য করবে
❂ সুরেশ রায়না জম্মু ডিভিশনে 5 টি এবং কাশ্মীর ডিভিশনেও 5 টি স্কুল তৈরি করবেন ক্রিকেটের প্রশিক্ষণের জন্য
❂ কিছু দিন আগে অনলাইন পোকার প্লাটফর্ম 9stacks সুরেশ রায়না কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিয়োগ করলো
Q.7. ভারতের বৃহত্তম ফিল্ম সিটি নিম্নের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে ?
[A] বিহার
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] তামিলনাড়ু
Ans : [C] উত্তরপ্রদেশ
❂ রাজ্যের গৌতম বুদ্ধ নগরে, নয়ডা তে সব থেকে সুন্দর ফিল্ম সিটি গড়ে উঠবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
❂ মিরাট ডিভিশনে ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে মিটিং এর সময় তিনি এটা ঘোষণা করলেন
❂ উত্তরপ্রদেশ রাজধানী - লখনৌউ
❂ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
❂ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
Q.8. অপুষ্টি নিয়ন্ত্রণের জন্য ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট (WCD) নিম্নের কোন মন্ত্রকের সাথে চুক্তি স্বাক্ষর করলো ?
[A] মিনিস্ট্রি অফ আফফায়ার্স
[B] এক্সটার্নাল মিনিস্ট্রি
[C] মিনিস্ট্রি অফ ট্রাইবাল আফফায়ার্স
[D] আয়ুশ মিনিস্ট্রি
Ans : [D] আয়ুশ মিনিস্ট্রি
❂ অপুষ্টি রুখতে কিছু আয়ুশ ভিত্তিক সমাধান গ্রহণের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হলো
❂ এই চুক্তিটি 'POSHAN অভিযান' এরই অংশ একটি
❂ AYUSH - Ayurveda, Yoga & Naturopathy,Unani,Siddha and Homeopathy
❂ প্রতিষ্ঠা - 9 নভেম্বর, 2014
❂ অফিস হোল্ডার - শ্রীপদ নায়েক
❂ HQ - নতুন দিল্লী
Q.9. ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ( IMF ) নিম্নের কাকে এক্সিকিউটিভ ডিরেক্টর এর উপদেষ্টা পদে নিয়োগ করল ?
[A] Simanchala Dash
[B] Simona Pradhan
[C] Simanchala More
[D] Simanchala Sharma
Ans : [A] Simanchala Dash
❂ অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেট (ACC) এর প্রস্তাব অনুযায়ী তাকে এই পদে নিয়োগ করা হবে
❂ 3 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ করা হল
❂ IMF প্রতিষ্ঠা - 1944
❂ সদস্য দেশ - 189
❂ HQ - ওয়াশিংটন
❂ IMF ম্যানেজিং ডিরেক্টর - Kristalina Georgieva
❂ IMF Chief Economist - গীতা গোপীনাথ
Q.10. প্রাক্তন কোন IAS অফিসার কে ভারতের Culture Secretary পদে নিয়োগ করা হলো ?
[A] রাঘবেন্দ্র সিনহা
[B] রাঘবেন্দ্র সিং
[C] রাঘবেন্দ্র সিং চৌহান
[D] রাঘবেন্দ্র প্যাটেল
Ans : [B] রাঘবেন্দ্র সিং
❂ তার আগে এই পদে ছিলেন আনন্দ কুমার
❂ আনন্দ কুমার ব্যাকওয়ার্ড ক্লাসের ন্যাশনাল কমিশনের সেক্রেটারি পদের দায়িত্ব নিলেন তাই রাঘবেন্দ্র সিং কে এই দায়িত্ব দেওয়া হল
❂ এর আগে রাঘবেন্দ্র সিং ডেভেলপমেন্ট অফ মিউজিয়ামস এন্ড কালচার স্পেসেস এর CEO ছিলেন
❂ বর্তমানে Culture Minister - প্রল্লাদ সিং প্যাটেল
Daily One-Liner Current Affairs
❂ 1) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী H D Deve Gowda সম্প্রতি কর্ণাটক থেকে রাজ্যসভার সদস্যপদ গ্রহন করলেন
❂ 2) 'World Alzheimer's Day' পালন করা হয় 21 শে সেপ্টেম্বর, থিম - 'Let's talk about dementia', এছাড়া এই দিনটি 'International Day of Peace' হিসেবে পালিত হয়, এ বছরের থিম - Shaping Peace Together
❂ 3) ভারতীয় রেলওয়ে 16 থেকে 30 শে সেপ্টেম্বর পর্যন্ত Swachh Pakhwara পালন করছে বর্তমানে
❂ 4) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2nd অক্টোবর VAIBHAV শীর্ষসম্মেলন উদ্বোধন করতে চলেছেন
❂ 5) Fitch Solution সম্প্রতি ভারতের জিডিপি -8.6% নির্ধারিত করেছে
❂ 6) জম্মু কাশ্মীরের কিশোরদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এবং জম্মু কাশ্মীরে ক্রিকেটীয় পরিবেশ গড়ে তুলতে ক্রিকেটার সুরেশ রায়না জম্মু কাশ্মীরে একটি ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তুলতে চলেছে
❂ 7) ভারতের বৃহত্তম ফিল্ম সিটি উত্তরপ্রদেশের নয়ডায় গড়ে উঠতে চলেছে
❂ 8) অপুষ্টি নিয়ন্ত্রণের জন্য ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট (WCD) AYUSH মন্ত্রকের সাথে চুক্তি স্বাক্ষর করলো
❂ 9) ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ( IMF ) এক্সিকিউটিভ ডিরেক্টর এর উপদেষ্টা পদে Simanchala Dash কে নিয়োগ করল
❂ 10) প্রাক্তন IAS অফিসার রাঘবেন্দ্র সিং কে ভারতের Culture Secretary পদে নিয়োগ করা হলো

0 Comments
Please do not share any spam link in the comment box