Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 11

 Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 11





❏  1) ভারতের দীর্ঘতম হিমবাহ এর নাম কি ?

Ans : সিয়াচেন

❏  2) দক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

Ans : আনাইমুদি

❏  3) কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ?

Ans : চম্বল

❏  4) কোন রাজ্যে বসবাসকারী তপশালী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি ?

Ans : মধ্যপ্রদেশ

❏  5) কোন নদীর উপরে পং বাঁধ নির্মিত হয়েছে ?

Ans : বিপাশা

❏  6) কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রজেক্ট গড়ে উঠেছে ?

Ans : কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

❏  7) কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?

Ans : মধ্যপ্রদেশ

❏  8) ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি ?

Ans : ডিগবয়

❏  9) ভারতের প্রথম পারমানবিক কেন্দ্র কোনটি ?

Ans : তারাপুর

❏  10) ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

Ans : দেরাদুন



আরো জিকে গাইড করুন : 

☯️   GK Guide Part - 10

Post a Comment

0 Comments