Daily Current Affairs in Bengali (11/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇👇
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1.প্রশ্ন : নিম্নের কোন ব্যাংক 'iStartup2.0' নামক প্রোগ্রাম লঞ্চ করলো ?
[A] Axis ব্যাংক
[B] ICICI ব্যাংক
[C] HDFC ব্যাংক
[D] YES ব্যাংক
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------[A] Axis ব্যাংক
[B] ICICI ব্যাংক
[C] HDFC ব্যাংক
[D] YES ব্যাংক
-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নব গঠিত প্যানেলের 11 তম সদস্য পদে কাকে নিয়োগ করলো ?
[A] প্রীতি গুপ্তা
[B] প্রীতি সিং
[C] প্রীতি সেনশর্মা
[D] প্রীতি সুদান
[A] প্রীতি গুপ্তা
[B] প্রীতি সিং
[C] প্রীতি সেনশর্মা
[D] প্রীতি সুদান
3.প্রশ্ন : ইয়ুথ দের বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়ার জন্য ন্যাশনাল স্কীল ডেভেলপমেন্ট কর্পোরেশন(NSDC) নিম্নের কার সাথে চুক্তিবদ্ধ হলো ?
[A] Youtube
[B] Facebook
[C] Whatsapp
[D] Linkedln
-----------------------------------------------------------------------[A] Youtube
[B] Facebook
[C] Whatsapp
[D] Linkedln
4.প্রশ্ন : নিম্নের কোন সংস্থা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি লঞ্চ করলো ?
[A] মাস্টারকার্ড
[B] রূপে কার্ড
[C] ভিসা কার্ড
[D] জিও পে
-----------------------------------------------------------------------[A] মাস্টারকার্ড
[B] রূপে কার্ড
[C] ভিসা কার্ড
[D] জিও পে
5. প্রশ্ন : রাফায়েল এয়ারক্রাফটের প্রথম ব্যাচের 5 টি রাফায়েল জেট নিম্নের কোন এয়ারফোর্স স্টেশনে অন্তর্ভুক্ত করা হলো ?
[A] অবন্তিপুর
[B] অমৃত্সর
[C] আদমপুর
[D] আম্বালা
-----------------------------------------------------------------------[A] অবন্তিপুর
[B] অমৃত্সর
[C] আদমপুর
[D] আম্বালা
6.প্রশ্ন : নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী উপকূলবর্তী সেক্টরদের সমস্যা সমাধানে 'SAROD ports' লঞ্চ করলেন ?
[A] Hossain Ahmed
[B] Mansukh Sharma
[C] Mansukh Mandaviya
[D] Mansukh Bhatiya
-----------------------------------------------------------------------[A] Hossain Ahmed
[B] Mansukh Sharma
[C] Mansukh Mandaviya
[D] Mansukh Bhatiya
7. প্রশ্ন : নিম্নের কোন পুলিশ অফিসারের Wushu World চ্যাম্পিয়নশিপে জেতা সিলভার মেডেল সোনার মেডেল পরিণত হলো এবং তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিজেতা ঘোষিত হলেন ?
[A] পুনাম খাত্রী
[B] পুনাম গুহ
[C] পূনাম লোহিয়া
[D] পুনাম চাওলা
-----------------------------------------------------------------------[A] পুনাম খাত্রী
[B] পুনাম গুহ
[C] পূনাম লোহিয়া
[D] পুনাম চাওলা
8.প্রশ্ন : প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ (PMAY-G) এর অধীনে 'গৃহ প্রবেশম' অনুষ্ঠানের উদ্বোধন করতে চলেছেন নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
[A] অমিত শাহ
[B] নির্মলা সীতারামন
[C] ধর্মেন্দ্র প্রধান
[D] নরেন্দ্র মোদি
----------------------------------------------------------------------[A] অমিত শাহ
[B] নির্মলা সীতারামন
[C] ধর্মেন্দ্র প্রধান
[D] নরেন্দ্র মোদি
9.প্রশ্ন : সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(SCO) এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট (CHG) মিটিং নিম্নের কোন দেশে অনুষ্ঠিত হবে ?
[A] ভারত
[B] চীন
[C] রাশিয়া
[D] বাংলাদেশ
---------------------------------------------------------------------[A] ভারত
[B] চীন
[C] রাশিয়া
[D] বাংলাদেশ
10.প্রশ্ন : নিম্নের কোন বলিউড তারকা কে ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD) এর চেয়ারপার্সন পদে নিয়োগ করা হলো ?
[A] অনুপম খের
[B] নাজিরুদ্দিন শাহ
[C] পঙ্কজ ত্রিপাঠি
[D] পরেশ রাওয়াল
--------------------------------------------------------------------[A] অনুপম খের
[B] নাজিরুদ্দিন শাহ
[C] পঙ্কজ ত্রিপাঠি
[D] পরেশ রাওয়াল
আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :
✝️ 10th সেপ্টেম্বর , 2020

0 Comments
Please do not share any spam link in the comment box