Daily Current Affairs in Bengali (10/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (10/09/2020) for WBCS/PSC/Rail/SSC







Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇👇

***********************************************


1.প্রশ্ন : 'ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন দিবস' কবে পালন করা হয় ?

[A] 10 সেপ্টেম্বর
[B] 9 সেপ্টেম্বর
[C] 8 সেপ্টেম্বর
[D] 11 সেপ্টেম্বর


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : নিম্নের কোন কোন দেশের মধ্যে ইকোনমিক স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জের উপর প্রথম ত্রিদেশীয় ডায়ালগ (মিটিং) সম্পন্ন হলো ?

[A] ভারত
[B] ফ্রান্স
[C] অস্ট্রেলিয়া
[D] উপরের সবগুলি

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : নিম্নের কে স্টেট কাউন্সিল অফ এডুকেশন,রিসার্চ এন্ড ট্রেনিং - এর উদ্বোধন করলেন ?

[A] বি ডি মিশ্র
[B] মনোজ সিনহা
[C] জগদীপ ধানকার
[D] অনিল বাইজল

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : বাড়ি বাড়ি রেশন সরবরাহের জন্য নিম্নের কোন রাজ্য সরকার ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে চুক্তিবদ্ধ হলো ?

[A] মধ্যপ্রদেশ
[B] মহারাষ্ট্র
[C] হরিয়ানা
[D] উত্তরপ্রদেশ

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : রোবোটিক প্রসেস অটোমেশন সফটওয়ার কোম্পানি UiPath নিম্নের কোন রাজ্যের সাথে চুক্তিবদ্ধ হলো যুবক/যুবতীদের রোবোটিক স্কিল প্রশিক্ষণের জন্য ?

[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] গুজরাট

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : সম্মিলিত জাতীপুঞ্জের সদ্য প্রকাশিত চাইল্ড মর্টালিটি রিপোর্ট 2020 অনুযায়ী, পাঁচ বছরের নীচে শিশু মৃত্যুহার কত হয়েছে বর্তমানে (প্রতি হাজারে) ? 

[A] 34
[B] 60
[C] 126
[D] 90

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : ভারতের সাথে নিম্নের কোন দেশের প্রথম জয়েন্ট কমিশন মিটিং সম্পন্ন হলো ? 

[A] Egypt
[B] Netherlands
[C] Angola
[D] Albania

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : নিম্নের কোন মন্ত্রী দশম ইস্ট এশিয়া সামিট ফরেন মিনিস্টার্স মিটিং -এ অংশগ্রহণ করলেন ?

[A] ভি. মুরালিধরন
[B] ডি. সুমব্রমনিয়াম
[C] এস. জয়শঙ্কর
[D] এন. নারায়ণস্বামী

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : অর্থমন্ত্রী নিমলা সীতারামন সম্প্রতি পাবলিক সেক্টর ব্যাংকের জন্য নিম্নের কোন সার্ভিস লঞ্চ করলেন ?

[A] Banking Together
[B] Banking Ahead
[C] Doorstep Banking
[D] Door to Door Banking

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : নিম্নের কোন ব্যক্তিত্বকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হলো ?

[A] নরেন্দ্র মোদী
[B] ভ্লাদিমির পুতিন
[C] ডোনাল্ড ট্রাম্প
[D] জাস্টিন টুডু 

--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফাইরস পড়ুন .......

  ⚜️   9th সেপ্টেম্বর ,  2020

Post a Comment

0 Comments