Bangla GK Guide || বাংলা জিকে গাইড || Part - 13

 Bangla GK Guide || বাংলা জিকে গাইড || Part - 13




1) কলকাতার নাম 'আলিনগর' কে দিয়েছিলেন ? 

Ans : সিরাজ-উদ-দৌল্লা 

2) সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয় ? 

Ans : লর্ড ক্যানিং

3) 'স্বত্ববিলোপ নীতি ' কে প্রচলন করেন ?

Ans : লর্ড ডালহৌসী 

4) সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ? 

Ans : প্লাটিনাম

5) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?

Ans : মনো সোডিয়াম গ্লুটামেট

6) কার্বন মনো অক্সাইড (CO) ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রনকে কি বলে ?

Ans : ওয়াটার গ্যাস 

7) সর্ব প্রথম অক্সিজেন আবিস্কার করেন কে ?

Ans : প্রিস্টলি

8) পচা ডিমের মত গন্ধযুক্ত গ্যাস কোনটি ?

Ans : হাইড্রোজেন সালফাইড

9) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?

Ans : আয়োডিন

10) Tear গ্যাস বা কাঁদুনে গ্যাসের অপর নাম কি ?

Ans : ক্লোরোপিকরিন


আরো জিকে গাইড পড়ুন :

  ⬛   GK Guide Part - 12








Post a Comment

0 Comments