Daily Current Affairs in Bengali (15/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇👇
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1.প্রশ্ন : 'International Day of Democracy' নিম্নের কোন দিনটিতে পালন করা হয় ?
[A] 15 সেপ্টেম্বর
[B] 14 সেপ্টেম্বর
[C] 16 সেপ্টেম্বর
[D] 17 সেপ্টেম্বর
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------[A] 15 সেপ্টেম্বর
[B] 14 সেপ্টেম্বর
[C] 16 সেপ্টেম্বর
[D] 17 সেপ্টেম্বর
-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিম্নের কাকে নিযুক্ত করা হলো ?
[A] নীতিশ খুল্লার
[B] নিধু সিং
[C] রমেশ খুল্লার
[D] রাজেশ খুল্লার
[A] নীতিশ খুল্লার
[B] নিধু সিং
[C] রমেশ খুল্লার
[D] রাজেশ খুল্লার
3.প্রশ্ন : নিম্নের কোন দেশ সম্মিলিত জাতীপুঞ্জের ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের (ECOSOC) সদস্য হিসেবে নির্বাচিত হল ?
[A] ভারত
[B] আফগানিস্তান
[C] চীন
[D] বাংলাদেশ
-----------------------------------------------------------------------[A] ভারত
[B] আফগানিস্তান
[C] চীন
[D] বাংলাদেশ
4.প্রশ্ন : রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান পদে নিম্নের কে পুনরায় নির্বাচিত হলেন ?
[A] এম ভেঙ্কাইয়া নাইডু
[B] হরিবংশ নারায়ণ সিং
[C] হরিবংশ নারায়ণ শর্মা
[D] জে পি নাড্ডা
-----------------------------------------------------------------------[A] এম ভেঙ্কাইয়া নাইডু
[B] হরিবংশ নারায়ণ সিং
[C] হরিবংশ নারায়ণ শর্মা
[D] জে পি নাড্ডা
5. প্রশ্ন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিম্নের কে নিযুক্ত হলেন ?
[A] সমীর কুমার পাড়ে
[B] সমীর কুমার খারে
[C] সমীর কুমার খাট্টার
[D] সমীর কুমার শর্মা
-----------------------------------------------------------------------[A] সমীর কুমার পাড়ে
[B] সমীর কুমার খারে
[C] সমীর কুমার খাট্টার
[D] সমীর কুমার শর্মা
6.প্রশ্ন : Euromoney Awards of Excellence 2020 এর পক্ষ থেকে নিম্নের কাকে লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড সম্মানে সম্মানীত করা হলো ?
[A] রাজনিশ কুমার
[B] ভারতী মিততল
[C] আদিত্য পুরী
[D] সুনীল মেহতা
-----------------------------------------------------------------------[A] রাজনিশ কুমার
[B] ভারতী মিততল
[C] আদিত্য পুরী
[D] সুনীল মেহতা
7. প্রশ্ন : সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নতুন একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) গড়ে তোলার সম্মতি নিম্নের কোন রাজ্যে দিয়েছেন ?
[A] ছত্তিশগড়
[B] ঝাড়খন্ড
[C] বিহার
[D] মধ্যপ্রদেশ
-----------------------------------------------------------------------[A] ছত্তিশগড়
[B] ঝাড়খন্ড
[C] বিহার
[D] মধ্যপ্রদেশ
8.প্রশ্ন : নিম্নের কোন ক্রিকেটার পেটিএম ফার্স্ট গেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ?
[A] হরভজন সিং
[B] সচিন তেন্ডুলকর
[C] মাহেন্দ্র সিং ধোনি
[D] গৌতম গম্ভীর
----------------------------------------------------------------------[A] হরভজন সিং
[B] সচিন তেন্ডুলকর
[C] মাহেন্দ্র সিং ধোনি
[D] গৌতম গম্ভীর
9.প্রশ্ন : সোশ্যাল নেটওয়ার্কিং জায়েন্ট ফেসবুক নিম্নের কাকে গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর পদে নিযুক্ত করলো ?
[A] অরুণ শ্রীনিবাস
[B] অরুণ শ্রীবাস্তব
[C] রামানুজ শ্রীনিবাস
[D] অরুণ শ্রীধর
---------------------------------------------------------------------[A] অরুণ শ্রীনিবাস
[B] অরুণ শ্রীবাস্তব
[C] রামানুজ শ্রীনিবাস
[D] অরুণ শ্রীধর
10.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য ক্ষুদ্র অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প (MSMEs) গড়ে তুলতে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) এর সাথে চুক্তিবদ্ধ হলো ?
[A] বিহার
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] রাজস্থান
--------------------------------------------------------------------[A] বিহার
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] রাজস্থান
আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :
🕎 14 th সেপ্টেম্বর , 2020

0 Comments
Please do not share any spam link in the comment box