Daily Current Affairs in Bengali (14/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (14/09/2020) for WBCS/PSC/Rail/SSC








Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇👇
______________________________________________


1.প্রশ্ন : Advertising Standards Council of India (ASCI) এর নব নিযুক্ত চেয়ারম্যান কে হলেন ?

[A] সুভাষ কামাথ
[B] সুভাষ গুহ
[C] সুভাষ সিং গুপ্তা
[D] রোহিত গুপ্তা


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : US ওপেন 2020 টেনিস ট্যুরনামেন্টের পুরুষ বিভাগের খেতাব জিতলেন কে ?

[A] Roger Federer
[B] Alexander Zverev
[C] Rafael Nadal
[D] Dominic Thiem

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : ফর্মুলা ওয়ান তাসকান গ্র্যান্ড প্রিক্স 2020 বিজেতা কে হলেন ?

[A] ভ্যালটেরি বোলটাস
[B] লুইস হ্যামিলটন
[C] আলেক্সান্ডার আলবন
[D] ডি রিকার্ডিও

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : নিম্নের কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত হলেন ?

[A] রাঘবেন্দ্র সিং
[B] রঘুবংশ প্রসাদ সিং
[C] রঘুরাম গুহ
[D] রঘুনাথ প্রসাদ সিং

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিম্নের কোন রাজ্যে 900 কোটি টাকার 3 টি পেট্রোলিয়াম প্রজেক্ট এর উদ্বোধন করলেন ?

[A] ওড়িশা
[B] ঝাড়খন্ড
[C] বিহার
[D] পশ্চিমবঙ্গ

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : G-20 এগ্রিকালচার মিনিস্টার্স এর ভার্চুয়াল মিটিং - এ নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী অংশগ্রহণ করলেন ?

[A] ধর্মেন্দ্র প্রধান
[B] নির্মলা সীতারামন
[C] গজেন্দ্র সিং শেখাওয়াত
[D] রমেশ পোখরিয়াল

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর - এর সদ্য প্রকাশিত বইটির নাম কি ?

[A] The India Way : Strategies for an Uncertain World
[B] Strategies for New India
[C] Uncertain World : New Strategies
[D] One Step towards Uncertain World

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : আমেরিকা যুক্তরাষ্ট্র নিম্নের কোন দেশের সাথে ডিফেন্স কো-অপারেশন এগ্রিমেন্ট করলো ?

[A] ফিলিপাইন
[B] মালদ্বীপ
[C] সিঙ্গাপুর
[D] মায়ানমার

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : Shinzo Abe এর পদত্যাগের পর জাপানের প্রধানমন্ত্রী কে হতে চলেছেন ?

[A] Sinzio Waga
[B] Shinzo Suga
[C] Yoshihide Niga
[D] Yoshihide Suga

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : 'হিন্দি দিবস' কবে পালন করা হয় ?

[A] 14 সেপ্টেম্বর
[B] 13 সেপ্টেম্বর
[C] 15 সেপ্টেম্বর
[D] 16 সেপ্টেম্বর

--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

   ♈   13 th সেপ্টেম্বর , 2020

Post a Comment

0 Comments