Daily Current Affairs in Bengali (26/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (26/08/2020) for WBCS/PSC/Rail/SSC




Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                  তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇



----------------------------------------------------------------------
1.প্রশ্ন : পৃথিবীর দ্রুততম হিউম্যান ক্যালকুলেটর এর খেতাব কে জিতলেন ?

[a] নীলকান্ত ভানু
[b] শ্যামল মিশ্র
[c] দীপক ভানু
[d] যোজহিত জোশী



-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : দক্ষিণ রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া মাল্টি-ল্যটারাল অনুশীলন 'Kavkaz - 2020' তে ভারত কতজনের প্রতিনিধি দল পাঠাতে চলেছে ?

[a] 150
[b] 300
[c] 250
[d] 200



-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : কেরালার পর কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রানসিট হোম তৈরি করতে চলেছে ?

[a] বিহার
[b] কর্ণাটক
[c] কেরালা
[d] মহারাষ্ট্র



-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY) লোন স্কিমে প্রথম স্থান অধিকার করলো ?

[a] তামিলনাড়ু
[b] পশ্চিমবঙ্গ
[c] কর্ণাটক
[d] কেরালা



-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : নিম্নের কে ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ (IEX) এর MD এবং CEO -র পদ থেকে পদত্যাগ করলেন ?

[a] অনিল শ্রীবাস্তবা
[b] রাজীব শ্রীবাস্তবা
[c] রিজু ভাই ভালা
[d] অনিলেশ আজমী



-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : কৃষকদের লোন দেওয়ার জন্য ভারতের মধ্যে প্রথম কোন ব্যাংক স্যাটেলাইট ডেটা ব্যবহার করবে ?

[a] Axis ব্যাংক
[b] SBI
[c] ICICI
[d] Yes ব্যাংক



-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন দেশের সাথে ভারতের ট্রেড,ইকোনমিক,সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল কোঅপারেশনের উপর 17তম জয়েন্ট কমিশন মিটিং সম্পন্ন হলো ?

[a] ভিয়েতনাম
[b] ইজরায়েল
[c] জাপান
[d] রাশিয়া



-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের গ্রোথ কত দেখানো হলো ?

[a] -4.5%
[b] -3.8%
[c] -2.8%
[d] 0%



----------------------------------------------------------------------
9.প্রশ্ন : নিম্নের কে টেস্ট ক্রিকেটে 600 উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার হলেন ? 

[a] স্টুয়ার্ট ব্রড
[b] জেমস অ্যান্ডারসন
[c] গ্রেন ম্যাকগার্থ
[d] ডেল স্টেইন


---------------------------------------------------------------------
10.প্রশ্ন : নীতি আয়োগের প্রকাশিত 'Export Preparedness Index' (EPI) লিস্টে প্রথম স্থান অধিকার করলো কোন রাজ্য ?

[a] দিল্লী
[b] তামিলনাড়ু
[c] কেরালা
[d] গুজরাট



--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

✪  25th আগস্ট, 2020 

Post a Comment

0 Comments