Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 01 ||

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | Part - 01




1) ১৮৮৭ সালে ইন্ডিয়ান সোশ্যাল কংগ্রেস কে স্থাপন করেন ?

Ans : এম ডি রানাডে

2) অলিন্দ যুদ্ধ কত সালে ঘটে ?

Ans : ১৯৩০ সালে

3) জওহরলাল নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত ?

Ans : ফুটবল

4) রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে কিসে পরিণত হয় ?

Ans : মৌলিক অধিকারে

5) ভারতের প্রাচীনতম পারমানবিক বিদ্যুৎকেন্দ্রটির নাম কি ?

Ans : মহারাষ্ট্রের তারাপুর

6) অপারেশন ফ্লাড - 1 ভারতে কবে হয়েছিল ?

Ans : ১৯৭০ সালে

7) 'সংবাদ প্রভাকর' কে প্রকাশ করেন ও কবে ?

Ans : ঈশ্বরচন্দ্র গুপ্ত, ১৮৩৯ সালে

8) কে প্রথম ডাক টিকিট প্রবর্তন করেন ?

Ans : লর্ড ডালহৌসি

9) বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ?

Ans : ১৮৫৬ সালে

10) গণপরিষদের সভাপতি পদে কে নির্বাচিত হন ?

Ans : ড: রাজেন্দ্র প্রসাদ


Post a Comment

0 Comments