৩১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ২৪ ) | Gk Guide Monthly [PDF] Version 24.0
হ্যালো বন্ধুরা ,
তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ২৪) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন ৩১০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে |
তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-
নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>
✪ 1. বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা ও কোন এসিডের সমন্বয়ে ?
✪ 2. সোডিয়াম ক্লোরাইডের তীব্র জলীয় দ্রবণ (30%) কে কি বলে ?
✪ 3. _____ হল এমন একটি তাপমাত্রা যেখানে সমস্ত ধাতু তার চৌম্বক ধর্ম হারায় ?
✪ 4. লালা গ্রন্থির মাধ্যমে উৎপন্ন লালারস কি প্রকৃতির ?
✪ 5. পাকস্থলীর এসিডিটি কে নিষ্ক্রিয় করতে কি ব্যবহার করা হয় ?
✪ 6. রবি এবং নীলা পাথর হল _______ এর অক্সাইড ?
✪ 7. কোন রাসায়নিক পদার্থের গন্ধ পঁচা ডিমের মত ?
✪ 8. শুষ্ক KNO3 এর সাথে গাঢ় H2SO4 যুক্ত করা হলে বাদামি বর্ণের কোন গ্যাস উৎপন্ন হয় ?
✪ 9. মুক্ত অক্সিজেন, ইথাইনের দহন এর মাধ্যমে কোন কার্য করা হয় ?
✪ 10. কোন পদ্ধতির মাধ্যমে চিনি থেকে ইথাইল এলকোহল প্রস্তুত করা হয় ?
🎯 12. মিল্ক অফ ম্যাগনেশিয়া কে রাসায়নিক ভাবে কি বলা হয় ?
🎯 13. হ্যালোজেন মৌল পরিবারের প্রথম সদস্য কোন মৌল ?
🎯 14. ক্যালসিয়াম কার্বাইডের উপর বিন্দু বিন্দু জল যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় ?
🎯 15. ডালডার মতো ভেজিটেবল ঘি অনুঘটকের সহায়তায় ______ বিক্রিয়া করে ?
🎯 16. লোহার মরিচা পড়ার প্রধান কারণ হলো _____ বিক্রিয়া ?
🎯 17. প্রত্যেকটি জীবিত প্রাণী ______ বিক্রিয়ার মাধ্যমে শ্বসন প্রক্রিয়া চালায় ?
🎯 18. একটি তেজস্ক্রিয় তরল ধাতুর উদাহরণ হলো ?
🎯 19. গ্রীনোকাইট কোন মৌলের আকরিক ?
🎯 20. এলুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও সোনার মধ্যে সর্বাধিক সক্রিয় মৌল হল ?
❏ 22. “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ?
❏ 24. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তিত হয়েছিল ?
❏ 25. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ?
❏ 26. উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?
❏ 27. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ?
❏ 28. হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ?
❏ 29. সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ?
❏ 30. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
✒ 32. হর গোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার জেতেন ?
✒ 33. 'Waiting for a Visa' - বইটি কার আত্মজীবনী ?
✒ 34. কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
✒ 35. বরাহিপানি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
✒ 36. কিনরেম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
✒ 37. বক্ষের মোট অস্থির সংখ্যা কত ?
✒ 38. মেরুদণ্ডের মোট অস্থির সংখ্যা কত ?
✒ 39. টালাও পালি হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
✒ 40. সারাং পানি হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
◒ 42. পৃথিবীর বৃহত্তম জলের ওপর নির্মিত ব্রিজ লেক পন্টচারট্রেন কসওয়ে কোন দেশে অবস্থিত ?
◒ 43. পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব কংগ্রেস কোন দেশে অবস্থিত ?
◒ 44. প্রথম কোন ভারতীয় মহিলা বুকার প্রাইজ জেতেন ?
◒ 45. স্যার উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
◒ 46. ভারতের প্রাচীনতম নিউক্লিয়ার রিসার্চ রিয়াক্টর টি হলো ?
◒ 47. দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত ওয়েলিংটন শহর টি কোন দেশে অবস্থিত ?
◒ 48. দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত বুয়েন্স আইরেস শহর টি কোন দেশে অবস্থিত ?
বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও
File Details ::
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12


0 Comments
Please do not share any spam link in the comment box