Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৪২

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৪২


Bengali GK Guide


★ 1. নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী ? 
Ans : ল্যাকটোব্যাসিলাস

★ 2. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় ? 
Ans : 1930 সালে

★ 3. কোনটির প্রস্তাবে গণপরিষদ ( Constituent Assembly) গঠন করার কথা বলা হয়েছিল ? 
Ans : ক্যাবিনেট মিশন পরিকল্পনা

★ 4. একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে ? 
Ans : একদিন পিছিয়ে যায়

★ 5. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ? 
Ans : জাহাজ

★ 6. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ? 
Ans : মেছো বিড়াল

★ 7. সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে 'বুলন্দ দরওয়াজা' নির্মাণ করেছিলেন ? 
Ans : গুজরাট

★ 8. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পন' গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন ? 
Ans : মাইকেল মধুসূদন দত্ত

★ 9. 'হুতোম প্যাঁচা' ছদ্মনামে কোন বাঙালি লেখক পরিচিত ? 
Ans : কালীপ্রসন্ন সিংহ

★ 10. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ? 
Ans : আন্টার্কটিকা






Post a Comment

0 Comments