SBI Specialist Cadre Officer Recruitment 2021 | Apply Online for 606 Vacancy | স্টেট ব্যান্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ 2021 | 606 টি শুন্যপদের জন্য আবেদন চলছে
স্টেট ব্যান্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ 2021 : হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে Jobguidee.com তে অনেক অনেক স্বাগত | আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্পেশ্যালিস্ট অফিসার পদের নিয়োগের তথ্য় | স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া 606 টি শূন্যপদে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে | নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সমস্ত কিছু নিম্নে দেওয়া হলো :-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ 2021 : 606 টি শূন্যপদ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ 606 শূন্যপদ 2021-22 www.jobguidee.com Job News |
|
|
Job Details ( বিস্তারিত তথ্য )
|
|
|
Important Dates ( গুরুত্বপূর্ণ তারিখ )
|
|
|
Application Fee ( আবেদন মূল্য )
[ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে]
|
|
|
বয়স সীমা (01.01.2021 অনুযায়ী)
[রিজার্ভ প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন] |
|
|
শিক্ষাগত যোগ্যতা
|
|
|
শূন্যপদ |
|
|
পদের নাম |
মোট |
স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার |
606 |
|
প্রত্যেক পরীক্ষার্থীকে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করতে হবে |
|
|
গুরুত্বপূর্ণ লিংক |
|
|
অনলাইন আবেদন |
|
|
অফিসিয়াল বিজ্ঞপ্তি |
এই লিঙ্কে |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
|
- বিভিন্ন পদের জন্য বিভিন্ন ( সর্বনিম্ন বয়সসীমা - 21 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা - 45 বছর, বিস্তারিত জানতে অফিসিয়াল পিডিএফ টি দেখো )
- জেনারেল (অসংরক্ষিত ) : 700 /-
- SC/ST : 0 /-
- প্রিলি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ
- আবেদন শুরু : 28/09/2021
- আবেদন শেষের তারিখ : 18/10/2021
- পরীক্ষা তারিখ : 15/11/2021
- এডমিট কার্ড : পরীক্ষার 10 দিন আগে প্রকাশিত হবে (03/11/2021 থেকে পাওয়া যাবে)
- বেতন : Rs 40,000 - 88,400 /- প্রতি মাসে
- প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো যেটি হলো www.sbi.co.in
- এর পর নিয়োগ বিভাগে যাও এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ 2021 এর উপর ক্লিক করো
- প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি রেজিস্টার করে রাখতে হবে
- এরপর গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে [ যেমন জন্মের তারিখ. শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ফটোগ্রাফ, মোবাইল নম্বর প্রভৃতি ]
- শেষে প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে এপ্লিকেশন টি প্রিন্ট করে নেওয়ার জন্য
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ 2021 এর পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার তারিখের 10 - 15 দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করা হবে
- প্রত্যেক পরীক্ষার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট মারফত এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কোনো ভাবে পোস্ট মারফত বা ইমেইল মারফত এডমিট কার্ড পাঠানো হবে না
- রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ সাবমিট করে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে
- এডমিট কার্ডটি প্রিন্ট করে উল্লেখিত পরীক্ষার দিনে বৈধ আইডি কার্ড সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে


0 Comments
Please do not share any spam link in the comment box