Important Tourist Spot of different states of India | ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা | [PDF]
হ্যালো বন্ধুরা,
তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Important Tourist Spot of different states of India ( ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা ) PDF |
বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আর দেরি না করে তালিকাটি মুখস্থ করে নাও কিংবা নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা :-
|
|
রাজ্যের নাম |
গুরুত্বপূর্ণ
পর্যটন কেন্দ্র |
|
1 |
অরুনাচল প্রদেশ |
তাওয়াং, দিরাং, বমডিলা, ঢিপি, ইটানগর, তেজু, রোয়িং,
নামদাফা অভয়ারন্য , পরশুরাম কুন্ড, খোনসা, খেনজিমানি গিরিপথ, স্টিলওয়েল রোড,
কিবিথু, দোং গ্রাম |
|
2 |
মিজোরাম |
আইজল, চম্ফাই, তামডিল হ্রদ, ভানতং জলপ্রপাত, আইজলে সলোমনস
টেম্পল |
|
3 |
মনিপুর |
শ্রী গোবিন্দরাজ মন্দির, নুপি লান, এই এন এ স্মৃতিস্তম্ভ,
লোকটাক হ্রদ, কেইবুল লামজাও জাতীয় উদ্যান, জুকো উপত্যকা, শিরয় গ্রাম,
বিষ্ণুমন্দির |
|
4 |
মেঘালয় |
শিলং, নার্তিয়াং, উনিয়াম হ্রদ, চেরাপুঞ্জি, নোকালিকাই
জলপ্রপাত |
|
5 |
নাগাল্যান্ড |
কোহিমা, মককচুং, মন, ফেক, তুয়েংসাং, জুনেবটো, লুইতসোহাম
গ্রামের বালিপাথরের গুহা (ক্রেম পুরি) |
|
6 |
অসম |
শিবসাগর, বরপেটা, ধুবরি, ডিব্রুগড়, কামাক্ষা মন্দির,
গুয়াহাটি, হাফলং, মানস অভয়ারন্য, রিপু চিরাং অভয়ারন্য, নামেরি অভয়ারন্য,
কাজিরাঙ্গা অভয়ারন্য, মাজুলি দ্বীপ, পিকক আইল্যান্ড, বোগিবিল ব্রিজ |
|
7 |
ত্রিপুরা |
নীরমহল প্রাসাদ, রুদ্রসাগর হ্রদ, সিপাহিজলা অভয়ারন্য, ডম্বরু
লেক, কমলাসাগর, জুমপই পাহাড়, উনকোটি, জগন্নাথ মন্দির, বুদ্ধমন্দির, ভুবনেশ্বরী
মন্দির, ত্রিপুরাসুন্দরী মন্দির, আগরতলা, বিশালগড়, সোনামুড়া, সাবব্রুম |
|
8 |
সিকিম |
গ্যাংটক, বাকখিম, তাসিং মঠ, পেসিয়াংসি, ইয়ুমথাং, সংরি,
ফোডংমঠ, রুমটেক, ছাঙ্গু লেক, ডুবডি |
|
9 |
ঝাড়খন্ড |
রাঁচি, দুমকা, ধানবাদ, বোকারো, সাহেবগঞ্জ, হাজারিবাগ লেক,
পালামৌ, ম্যাসাঞ্জোর, কোডারমা, স্বর্ণজয়ন্তী উদ্যান, চেরোবাজার দুর্গ, বেতলা,
টেগোর হিল, নেতারহাটের সূর্যাস্ত, রাজারাপ্পা, লোধ, হুদ্রু জলপ্রপাত, পত্রাতু
উপত্যকা |
|
10 |
ছত্তিশগড় |
চিত্রকুট জলপ্রপাত, তিরথগড়, কোন্দারি জলপ্রপাত, কেশকাল
উপত্যকা, কৈলাশ গুহা, অচানকুমার, কাঙ্গেরঘাটি, উদান্তি অভয়ারন্য, রায়পুর,
বিলাসপুর, অম্বিকাপুর, বৈকুন্ঠপুর, চম্পা, জগদলপুর |
|
11 |
বিহার |
রাজগির, নালন্দা বিশ্ববিদ্যালয়, গয়া, বুদ্ধগয়া, দশম
জলপ্রপাত, পাটনা, বৈশালী, শোনপুর পশুমেলা, পাওয়াপুরী, মধুবনী, সাসারাম,
বিক্রমশীলা বিহার |
|
12 |
ওড়িশা |
ভুবনেশ্বর, পুরী, কোনারক, উদয়গিরি, খন্ডগিরি, খুরদা,
ধৌলি, তপ্তপানি, সিমলিপাল জাতীয় উদ্যান, গোপালপুর, চাঁদিপুর, চিল্কা হ্রদ,
নন্দনকানন, হুমা মন্দির |
|
13 |
অন্ধ্রপ্রদেশ |
তিরুপতি মন্দির, আদিলাবাদ, হায়দ্রাবাদ, গুন্টুর, চিত্তুর,
কুদাপ্পা, কাকিনাড়া, নাগার্জুন সাগর, নিজামবাদ, ওরাঙ্গল, ওয়ালটেয়ার,
বিশাখাপত্তনম |
|
14 |
তেলেঙ্গানা |
চারমিনার, গোলকুন্ডা দুর্গ, সালার জং মিউজিয়াম, রামোজি
ফিল্ম সিটি, ফলকনামা রাজপ্রাসাদ, ভঙ্গির দুর্গ, ওয়ারাঙ্গল, ভদ্রচালাম মন্দির,
মান্থানিতে ভগবান শিবের মন্দির, সেকেন্দ্রাবাদ শহর, আদিলাবাদ, নিজামাবাদ দুর্গ,
নাগার্জুন সাগর বাঁধ, ওসমান সাগর হ্রদ |
|
15 |
তামিলনাডু |
চেন্নাই, ভেলোর, আন্নামালাই, চিদাম্বরম, ইলাগিরি,
কন্যাকুমারী, মাদুরাই, মহাবলীপুরম মন্দির, মুদুমালাই, রামেশ্বরম, তুতিকোরিন,
তান্জাভুর, বৃহদেশ্বর মন্দির |
|
16 |
কেরালা |
আলেপ্পি, অলওয়ে, কালিকট, কুন্নুর, এর্নাকুলাম, কালাডি,
কোঝিকোড়, কোভালাম, পালাক্কাড়, পেরিয়ার, কুইলন, তিরুবনন্তপুরম, তেনমালা প্রজাপতি
উদ্যান, অস্তমুদি লেক, ভেম্বানাদ লেক |
|
17 |
কর্নাটক |
বাদামি, বেঙ্গালুরু, বেলগাঁও, ভদ্রাবতী, বিদর, বিজাপুর,
চিকমাগালুর, শ্রবনাবেলাগোলা, শ্রীরঙ্গপত্তনম, বিজয়নগর, রায়্চুড়, যোগ জলপ্রপাত,
জলবিদ্যুত প্রকল্প সিমসা, ম্যাঙ্গালোর, হুবলি, হাসান, হাম্পি, গুলবর্গা,
হেলবিদু, হোয়শালেশ্বরা মন্দির |
|
18 |
মহারাষ্ট্র |
অজন্তা ও ইলোরা, এলিফ্যান্টা, কানহেরি, কারলা গুহা,
মহাবালেশ্বর, মাথেরন, পাঞ্চগণি, আম্বলি, নাসিক, সিরভি, গণপতিহুলে, ভীমশঙ্কর,
নাগপুর, লোনাভলা, ওসমানাবাদ, শোলাপুর, ওয়ার্ধা, তাজেবা জাতীয় পার্ক, পুনে, থানে,
মুম্বাই |
|
19 |
মধ্যপ্রদেশ |
বাগ, বালাঘাট, ধরা, গুনা, ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, জব্বলপুর,
খাজুরাহো, পান্না, সাতনা, উজ্জয়িনী, পাঁচমারি, রেওয়া মান্ডু, সাঁচি, বিদিশা |
|
20 |
গুজরাট |
সোমনাথের মন্দির, সবরমতী আশ্রম, ভারুচ, ভদ্রেশ্বর,
দ্বারকা, খেদা, কচ্ছ, পোরবন্দর, রাজকোট, সাসান, গির অভয়ারন্য, বরোদা, সুরাট,
গান্ধীনগর, ভুজ, কাম্বে, গোধরা, জুনাগর, সাপুতারা, স্ট্যাচু অফ ইউনিটি |
|
21 |
রাজস্থান |
জয়পুর, যোধপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, ভরতপুর, তোলপুর,
চুরু, মাউন্ট আবু, সরিক্ষা, উদয়পুর, সিরোহী, বিকানির |
|
22 |
গোয়া |
পানাজি, ডালোলিম, অন্জুনা, মিরামার সমুদ্র সৈকত, কোলভা
বিচ, পুরনো গোয়া, বাগা, বন্ডলা অভয়ারন্য, চাপোরা, মার্মাগাঁও, ভাস্কো-দা-গামা,
টেরিখোল, ভেগাটোর |
|
23 |
পাঞ্জাব |
অমৃতসরের স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ, আনন্দপুর সাহিব,
রোপার, ফরিদকোট, লুধিয়ানা, ভাতিন্দা, ভাকরা বাঁধ, হোসিয়ারপুর, জলন্ধর,
গুরুদাসপুর, মোতিবাগ রাজপ্রাসাদ |
|
24 |
হরিয়ানা |
আম্বালা, গুরুগাঁও, হিসার, কুরুক্ষেত্র, রোহটাক, পানিপথ,
কার্নাল, ঝিন্দ, ফরিদাবাদ, সুলতানপুর পাখি অভয়ারন্য, ভিয়ানি |
|
25 |
উত্তরাখণ্ড |
আলমোড়া, মুসৌরী, নৈনিতাল, রানিক্ষেত্র, হরিদ্বার, ঋষিকেশ,
যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, দেবপ্রয়াগ, রুদ্রপুর, করবেট জাতীয় উদ্যান |
|
26 |
হিমাচল প্রদেশ |
বিলাসপুর, ছাম্বা, ধর্মশালা, কুলু, মানালি, সিমলা, কাংড়া
উপত্যকা, স্পিতি উপত্যকার ডাংখার হ্রদ ও গুহা, জ্বালামুখী, ডালহৌসি |
|
27 |
উত্তরপ্রদেশ |
আগ্রাড় তাজমহল , লাখনৌ, অযোধ্যা, বালিয়া, ফতেপুর সিক্রি,
ফৈজাবাদ, ঝাঁসী, কানপুর, মথুরা, পিলফিট, মোরাদাবাদ, রায়বেরিলি, সারনাথ, সিংপুর,
বারানসী, কাশী, এলাহাবাদ, কানপুরে প্রজাপতি পার্ক |
|
28 |
পশ্চিমবঙ্গ |
দার্জিলিং, দীঘা, কোচবিহার, মালদা, বর্ধমান, বাঁকুড়া,
বিষ্ণুপুর, দুর্গাপুর, মায়াপুর, মুর্শিদাবাদ, সাগরদ্বীপ, সুন্দরবন, বক্সা,
আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারকেশ্বর, শান্তিনিকেতন, রায়চক, বকখালি, এবং কলকাতা |
|
29 |
দিল্লী |
বুদ্ধ জয়ন্তী পার্ক, সংসদ ভবন, রাষ্ট্রপতির ভবন, জাতীয়
জাদুঘর, রাজঘাট, শান্তিবন, কুতুবমিনার, হুমায়ুনের সমাধি, লালকেল্লা, ইন্ডিয়া গেট,
যন্তর-মন্তর, জামা মসজিদ, বিড়লা মন্দির |
|
30 |
চন্ডিগড় |
বোউগেনভিলা উদ্যান, হরিন পার্ক, আন্তর্জাতিক পুতুল জাদুঘর,
রক গার্ডেন, শান্তিকুঞ্জ, সুখানা হ্রদ, জাকির গোলাপী উদ্যান |
|
31 |
আন্দামান ও নিকোবর |
পোর্ট ব্লেয়ার, ভাইপার দ্বীপপুঞ্জ, ওয়ানডোড় সৈকতভূমি,
নৃতত্ত্ব জাদুঘর, সেলুলার জেল, ডিগলিপুর |
|
32 |
দাদরা নগর হাভেলি |
সিলভাসা, বনবিহার উদ্যান, বনগঙ্গা উদ্যান, বাই উদ্যান,
তারকেশ্বর মন্দির, বৃন্দাবন |
|
33 |
দমন এবং দিউ |
দেবকা সৈকতভূমি, জামপুর সৈকতভূমি, ননী দমন, জেটি গার্ডেন,
ঘোগলা, নাগোয়া সৈকতভূমি |
|
34 |
লাক্ষাদ্বীপ |
আগাত্তি, আমিনি, আন্দ্রথ, বনগরম, কালপেনি, কিলতান, সুহেলি,
কাভারাত্তি, কাদমাট, মিনিকয় |
|
35 |
পুদুচেরী |
কারিকল, মাহে, অরবিন্দ আশ্রম, ইয়ানম, পুদুচেরী জাদুঘর,
বোট ক্লাব, বোটানিক্যাল গার্ডেন, ফরাসী ইনস্টিটিউট, গভর্নমেন্ট স্কোয়ার |
|
36 |
জম্মু-কাশ্মীর |
অনন্তনাগ, ডোডা, কার্গিল, শ্রীনগর, পুঞ্জ, ফুলওয়ারা, পহেলগাঁও,
বারামুলা, গুলমার্গ, সোনমার্গ, বৈষ্ণদেবী, অমরনাথ, জম্মু, কূপওয়ারা |
|
37 |
লাদাখ |
জাস্কার উপত্যকা, নুব্রা উপত্যকা, কার্গিল, স্পিটুক
গুম্ফা, হেমিস জাতীয় উদ্যান, খারদুংলা
পাস |
File Type : PDF
File Location : Google Drive
File Size : 274 kb
No. of Pages : 04
Download :: Click Here To Download
0 Comments
Please do not share any spam link in the comment box