Important Tourist Spot of different states of India | ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা | [PDF]

 Important Tourist Spot of different states of India | ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা | [PDF]


Important Tourist Spot of different states of India

হ্যালো বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি  Important Tourist Spot of different states of India ( ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা ) PDF | 


                     বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আর দেরি না করে তালিকাটি মুখস্থ করে নাও কিংবা নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -

ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের তালিকা :-


 

রাজ্যের নাম

গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র

1

অরুনাচল প্রদেশ

তাওয়াং, দিরাং, বমডিলা, ঢিপি, ইটানগর, তেজু, রোয়িং, নামদাফা অভয়ারন্য , পরশুরাম কুন্ড, খোনসা, খেনজিমানি গিরিপথ, স্টিলওয়েল রোড, কিবিথু, দোং গ্রাম

2

মিজোরাম

আইজল, চম্ফাই, তামডিল হ্রদ, ভানতং জলপ্রপাত, আইজলে সলোমনস টেম্পল

3

মনিপুর

শ্রী গোবিন্দরাজ মন্দির, নুপি লান, এই এন এ স্মৃতিস্তম্ভ, লোকটাক হ্রদ, কেইবুল লামজাও জাতীয় উদ্যান, জুকো উপত্যকা, শিরয় গ্রাম, বিষ্ণুমন্দির

4

মেঘালয়

শিলং, নার্তিয়াং, উনিয়াম হ্রদ, চেরাপুঞ্জি, নোকালিকাই জলপ্রপাত

5

নাগাল্যান্ড

কোহিমা, মককচুং, মন, ফেক, তুয়েংসাং, জুনেবটো, লুইতসোহাম গ্রামের বালিপাথরের গুহা (ক্রেম পুরি)

6

অসম

শিবসাগর, বরপেটা, ধুবরি, ডিব্রুগড়, কামাক্ষা মন্দির, গুয়াহাটি, হাফলং, মানস অভয়ারন্য, রিপু চিরাং অভয়ারন্য, নামেরি অভয়ারন্য, কাজিরাঙ্গা অভয়ারন্য, মাজুলি দ্বীপ, পিকক আইল্যান্ড, বোগিবিল ব্রিজ

7

ত্রিপুরা

নীরমহল প্রাসাদ, রুদ্রসাগর হ্রদ, সিপাহিজলা অভয়ারন্য, ডম্বরু লেক, কমলাসাগর, জুমপই পাহাড়, উনকোটি, জগন্নাথ মন্দির, বুদ্ধমন্দির, ভুবনেশ্বরী মন্দির, ত্রিপুরাসুন্দরী মন্দির, আগরতলা, বিশালগড়, সোনামুড়া, সাবব্রুম

8

সিকিম

গ্যাংটক, বাকখিম, তাসিং মঠ, পেসিয়াংসি, ইয়ুমথাং, সংরি, ফোডংমঠ, রুমটেক, ছাঙ্গু লেক, ডুবডি

9

ঝাড়খন্ড

রাঁচি, দুমকা, ধানবাদ, বোকারো, সাহেবগঞ্জ, হাজারিবাগ লেক, পালামৌ, ম্যাসাঞ্জোর, কোডারমা, স্বর্ণজয়ন্তী উদ্যান, চেরোবাজার দুর্গ, বেতলা, টেগোর হিল, নেতারহাটের সূর্যাস্ত, রাজারাপ্পা, লোধ, হুদ্রু জলপ্রপাত, পত্রাতু উপত্যকা

10

ছত্তিশগড়

চিত্রকুট জলপ্রপাত, তিরথগড়, কোন্দারি জলপ্রপাত, কেশকাল উপত্যকা, কৈলাশ গুহা, অচানকুমার, কাঙ্গেরঘাটি, উদান্তি অভয়ারন্য, রায়পুর, বিলাসপুর, অম্বিকাপুর, বৈকুন্ঠপুর, চম্পা, জগদলপুর

11

বিহার

রাজগির, নালন্দা বিশ্ববিদ্যালয়, গয়া, বুদ্ধগয়া, দশম জলপ্রপাত, পাটনা, বৈশালী, শোনপুর পশুমেলা, পাওয়াপুরী, মধুবনী, সাসারাম, বিক্রমশীলা বিহার

12

ওড়িশা

ভুবনেশ্বর, পুরী, কোনারক, উদয়গিরি, খন্ডগিরি, খুরদা, ধৌলি, তপ্তপানি, সিমলিপাল জাতীয় উদ্যান, গোপালপুর, চাঁদিপুর, চিল্কা হ্রদ, নন্দনকানন, হুমা মন্দির

13

অন্ধ্রপ্রদেশ

তিরুপতি মন্দির, আদিলাবাদ, হায়দ্রাবাদ, গুন্টুর, চিত্তুর, কুদাপ্পা, কাকিনাড়া, নাগার্জুন সাগর, নিজামবাদ, ওরাঙ্গল, ওয়ালটেয়ার, বিশাখাপত্তনম

14

তেলেঙ্গানা

চারমিনার, গোলকুন্ডা দুর্গ, সালার জং মিউজিয়াম, রামোজি ফিল্ম সিটি, ফলকনামা রাজপ্রাসাদ, ভঙ্গির দুর্গ, ওয়ারাঙ্গল, ভদ্রচালাম মন্দির, মান্থানিতে ভগবান শিবের মন্দির, সেকেন্দ্রাবাদ শহর, আদিলাবাদ, নিজামাবাদ দুর্গ, নাগার্জুন সাগর বাঁধ, ওসমান সাগর হ্রদ

15

তামিলনাডু

চেন্নাই, ভেলোর, আন্নামালাই, চিদাম্বরম, ইলাগিরি, কন্যাকুমারী, মাদুরাই, মহাবলীপুরম মন্দির, মুদুমালাই, রামেশ্বরম, তুতিকোরিন, তান্জাভুর, বৃহদেশ্বর মন্দির

16

কেরালা

আলেপ্পি, অলওয়ে, কালিকট, কুন্নুর, এর্নাকুলাম, কালাডি, কোঝিকোড়, কোভালাম, পালাক্কাড়, পেরিয়ার, কুইলন, তিরুবনন্তপুরম, তেনমালা প্রজাপতি উদ্যান, অস্তমুদি লেক, ভেম্বানাদ লেক

17

কর্নাটক

বাদামি, বেঙ্গালুরু, বেলগাঁও, ভদ্রাবতী, বিদর, বিজাপুর, চিকমাগালুর, শ্রবনাবেলাগোলা, শ্রীরঙ্গপত্তনম, বিজয়নগর, রায়্চুড়, যোগ জলপ্রপাত, জলবিদ্যুত প্রকল্প সিমসা, ম্যাঙ্গালোর, হুবলি, হাসান, হাম্পি, গুলবর্গা, হেলবিদু, হোয়শালেশ্বরা মন্দির

18

মহারাষ্ট্র

অজন্তা ও ইলোরা, এলিফ্যান্টা, কানহেরি, কারলা গুহা, মহাবালেশ্বর, মাথেরন, পাঞ্চগণি, আম্বলি, নাসিক, সিরভি, গণপতিহুলে, ভীমশঙ্কর, নাগপুর, লোনাভলা, ওসমানাবাদ, শোলাপুর, ওয়ার্ধা, তাজেবা জাতীয় পার্ক, পুনে, থানে, মুম্বাই

19

মধ্যপ্রদেশ

বাগ, বালাঘাট, ধরা, গুনা, ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, জব্বলপুর, খাজুরাহো, পান্না, সাতনা, উজ্জয়িনী, পাঁচমারি, রেওয়া মান্ডু, সাঁচি, বিদিশা

20

গুজরাট

সোমনাথের মন্দির, সবরমতী আশ্রম, ভারুচ, ভদ্রেশ্বর, দ্বারকা, খেদা, কচ্ছ, পোরবন্দর, রাজকোট, সাসান, গির অভয়ারন্য, বরোদা, সুরাট, গান্ধীনগর, ভুজ, কাম্বে, গোধরা, জুনাগর, সাপুতারা, স্ট্যাচু অফ ইউনিটি

21

রাজস্থান

জয়পুর, যোধপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, ভরতপুর, তোলপুর, চুরু, মাউন্ট আবু, সরিক্ষা, উদয়পুর, সিরোহী, বিকানির

22

গোয়া

পানাজি, ডালোলিম, অন্জুনা, মিরামার সমুদ্র সৈকত, কোলভা বিচ, পুরনো গোয়া, বাগা, বন্ডলা অভয়ারন্য, চাপোরা, মার্মাগাঁও, ভাস্কো-দা-গামা, টেরিখোল, ভেগাটোর

23

পাঞ্জাব

অমৃতসরের স্বর্ণমন্দির, জালিয়ানওয়ালাবাগ, আনন্দপুর সাহিব, রোপার, ফরিদকোট, লুধিয়ানা, ভাতিন্দা, ভাকরা বাঁধ, হোসিয়ারপুর, জলন্ধর, গুরুদাসপুর, মোতিবাগ রাজপ্রাসাদ

24

হরিয়ানা

আম্বালা, গুরুগাঁও, হিসার, কুরুক্ষেত্র, রোহটাক, পানিপথ, কার্নাল, ঝিন্দ, ফরিদাবাদ, সুলতানপুর পাখি অভয়ারন্য, ভিয়ানি

25

উত্তরাখণ্ড

আলমোড়া, মুসৌরী, নৈনিতাল, রানিক্ষেত্র, হরিদ্বার, ঋষিকেশ, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, দেবপ্রয়াগ, রুদ্রপুর, করবেট জাতীয় উদ্যান

26

হিমাচল প্রদেশ

বিলাসপুর, ছাম্বা, ধর্মশালা, কুলু, মানালি, সিমলা, কাংড়া উপত্যকা, স্পিতি উপত্যকার ডাংখার হ্রদ ও গুহা, জ্বালামুখী, ডালহৌসি

27

উত্তরপ্রদেশ

আগ্রাড় তাজমহল , লাখনৌ, অযোধ্যা, বালিয়া, ফতেপুর সিক্রি, ফৈজাবাদ, ঝাঁসী, কানপুর, মথুরা, পিলফিট, মোরাদাবাদ, রায়বেরিলি, সারনাথ, সিংপুর, বারানসী, কাশী, এলাহাবাদ, কানপুরে প্রজাপতি পার্ক

28

পশ্চিমবঙ্গ

দার্জিলিং, দীঘা, কোচবিহার, মালদা, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, মায়াপুর, মুর্শিদাবাদ, সাগরদ্বীপ, সুন্দরবন, বক্সা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারকেশ্বর, শান্তিনিকেতন, রায়চক, বকখালি,  এবং কলকাতা

29

দিল্লী

বুদ্ধ জয়ন্তী পার্ক, সংসদ ভবন, রাষ্ট্রপতির ভবন, জাতীয় জাদুঘর, রাজঘাট, শান্তিবন, কুতুবমিনার, হুমায়ুনের সমাধি, লালকেল্লা, ইন্ডিয়া গেট, যন্তর-মন্তর, জামা মসজিদ, বিড়লা মন্দির

30

চন্ডিগড়

বোউগেনভিলা উদ্যান, হরিন পার্ক, আন্তর্জাতিক পুতুল জাদুঘর, রক গার্ডেন, শান্তিকুঞ্জ, সুখানা হ্রদ, জাকির গোলাপী উদ্যান

31

আন্দামান ও নিকোবর

পোর্ট ব্লেয়ার, ভাইপার দ্বীপপুঞ্জ, ওয়ানডোড় সৈকতভূমি, নৃতত্ত্ব জাদুঘর, সেলুলার জেল, ডিগলিপুর

32

দাদরা নগর হাভেলি

সিলভাসা, বনবিহার উদ্যান, বনগঙ্গা উদ্যান, বাই উদ্যান, তারকেশ্বর মন্দির, বৃন্দাবন

33

দমন এবং দিউ

দেবকা সৈকতভূমি, জামপুর সৈকতভূমি, ননী দমন, জেটি গার্ডেন, ঘোগলা, নাগোয়া সৈকতভূমি

34

লাক্ষাদ্বীপ

আগাত্তি, আমিনি, আন্দ্রথ, বনগরম, কালপেনি, কিলতান, সুহেলি, কাভারাত্তি, কাদমাট, মিনিকয়

35

পুদুচেরী

কারিকল, মাহে, অরবিন্দ আশ্রম, ইয়ানম, পুদুচেরী জাদুঘর, বোট ক্লাব, বোটানিক্যাল গার্ডেন, ফরাসী ইনস্টিটিউট, গভর্নমেন্ট স্কোয়ার

36

জম্মু-কাশ্মীর

অনন্তনাগ, ডোডা, কার্গিল, শ্রীনগর, পুঞ্জ, ফুলওয়ারা, পহেলগাঁও, বারামুলা, গুলমার্গ, সোনমার্গ, বৈষ্ণদেবী, অমরনাথ, জম্মু, কূপওয়ারা

37

লাদাখ

জাস্কার উপত্যকা, নুব্রা উপত্যকা, কার্গিল, স্পিটুক গুম্ফা, হেমিস জাতীয়  উদ্যান, খারদুংলা পাস


File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
File Size : 274 kb
No. of Pages : 04

Also Download ::

Post a Comment

0 Comments