Monthly Current Affairs in Bengali | Month of September, 2021 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of September, 2021 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |



Monthly Current Affairs in Bengali

Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    September মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে September Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 


  প্রতিবছর 2 রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস (World Coconut Day) পালিত হয়, এ বছরের থিম - Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond

  প্রতি বছর 5 ই সেপ্টেম্বর 'International Day of Charity' পালিত হয়, এছাড়া এই দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবেও পালিত হয়

  প্রতিবছর 8 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়, এ বছরের থিম – Literacy for a human-centred recovery : Narrowing the digital divide

  প্রতিবছর 9 ই সেপ্টেম্বর হিমালয় দিবস পালন করা হয়, এবছরের থিম – Contribution of Himalayas and our responsibilities

  প্রতিবছর 10 ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়, এ বছরের থিম - Creating hope through action

  প্রতিবছর 15 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়, এ বছরের থিম - Strengthening democratic resilience in the face of future crises, এছাড়াও এই দিনটি জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসেবেও পালিত হয়

  প্রতি বছর 16 ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়, এ বছরের থিম - 'Montreal Protocol : keeping us, our food and vaccines cool'

  প্রতিবছর 17 ই সেপ্টেম্বর 'World Patient Safety' দিবস পালন করা হয়, এ বছরের থিম - Safe maternal and newborn care

  প্রতি বছর 18 ই সেপ্টেম্বর World Bamboo Day পালন করা হয়, এবছরের থিম - #PlantBamboo : It is Time To Plant Bamboo
 
  প্রতিবছর 21 শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার দিবস পালন করা হয়, এ বছরের থিম - Know Dementia, Know Alzheimer's, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবেও পালিত হয়, এ বছরের থিম - Recovering Better for an Equitable and Sustainable World

  প্রতিবছর 22 শে সেপ্টেম্বর বিশ্ব রাইনো দিবস (World Rhino Day) হিসেবে পালিত হয় 

  প্রতিবছর 23 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম - We Sign For Human Rights

  প্রতিবছর 25 শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়, এ বছরের থিম - 'Pharmacy : Always trusted for your health' , এছাড়াও এই দিনটি অন্তর্দয় দিবস হিসেবে পালিত হয় 

  ডিপার্টমেন্ট অফ কমার্স 20 থেকে 26 শে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্য সপ্তাহ পালন করছে

  প্রতিবছর 26 শে সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয়, এবছরের থিম - Prioritizing Environment Health for healthier communities in the global recovery 

  প্রতিবছর 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়, এ বছরের থিম - Tourism for Inclusive Growth

  প্রতিবছর 28 শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস ( World Rabies Day ) পালিত হয়, এ বছরের থিম – Rabies : Facts, not Fear

  প্রতিবছর 29 শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস পালন করা হয়, এ বছরের থিম – ‘Use Heart to Connect’ 

  প্রতিবছর 30 শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেরিটাইম দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম – ‘Seafarers at the core of shipping future’,এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম – ‘United in Translation’



 
 নিয়োগ সমূহ 

  অলিম্পিক পদক বিজেতা মীরাবাই চানু  কে Adidas সংস্থা নিজেদের ‘Stay in Play’ ক্যাম্পেইন এর জন্য নিয়োগ করলো

  তামিলনাডুর রাজ্যপাল বনওয়ারীলাল পুরোহিত কে সম্প্রতি পাঞ্জাব এবং চন্ডিগড় রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো

  IRS অফিসার JB Mahapatra কে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো 

  বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) এর ডিরেক্টর জেনারেল পদে পঙ্কজ কুমার সিং কে নিযুক্ত করা হলো, এছাড়া সঞ্জয় অরোরা কে ITBP এর ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব দেওয়া হলো

  রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে অতুল ভাট কে নিযুক্ত করা হলো

  রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু PPK Ramacharyulu কে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত করলেন

  ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা চেয়ারপারসন ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন ভার্তিকা শুক্লা

  জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম পর্যালোচনা করতে ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রক 12 জন সদস্যের একটি কমিটি গঠন করতে চলেছে, এই কমিটির চেয়ারপার্সন হবেন অশোক কুমার ট্যান্ডন 

  অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ কেবিনেট LC Goyal কে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এর CMD পদে 2022 পর্যন্ত বহাল রাখলো

  অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ কেবিনেট AG Thankappan কে তিন বছরের জন্য স্পাইস বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করলো

  দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত Cyrus Poncha কে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলো

  ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে S L Tripathy কে নিযুক্ত করলো 

  ভারতীয় মহিলা হকি প্লেয়ার রানী রামপাল এবং মহিলা ক্রিকেটার স্মৃতি মন্দনা কে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

  ইন্টারন্যাশনাল রোড ফেডারেশনের ভারতীয় শাখার প্রেসিডেন্ট পদে সতিশ পারেখ কে নিযুক্ত করা হলো, আগে এই দায়িত্বে ছিলেন শুভময় গঙ্গোপাধ্যায় 

  এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (EXIM Bank) এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে হর্ষ ভুপেন্দ্র কে নিযুক্ত করা হলো 

  আফগানিস্তানের নতুন তালিবান সরকারের প্রধানমন্ত্রী পদে মুল্লাহ হাসান আখুন্দ কে নিযুক্ত করা হলো 

  ভারত পেট্রো রিসোর্সেস লিমিটেড (BPRL) এর ম্যানেজিং ডিরেক্টর পদে এস রমেশ কে নিযুক্ত করা হলো 

  ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) ভি রামকৃষ্ণ গুপ্ত কে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) পদে নিযুক্ত করলো

  ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড নিরলেপ সিং রাই কে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে নিযুক্ত করলো 

আরো পড়ুন :-


  এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইন্সটিটিউশন এর অ্যাসেম্বলি তে জি সি মুরমু কে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হলো 

  অন্ধ্রপ্রদেশ রাজ্যসরকার প্রাক্তন SBI চেয়ারপারসন রাজনিশ কুমার কে রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত করলো

  টাটা AIA লাইফ ইন্সুরেন্স এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া কে নিযুক্ত করা হলো  

  Adobe ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে প্রতিভা মহাপাত্র কে নিযুক্ত করা হলো 

  ন্যাশনাল রেস্টুরেন্ট এসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট পদে কবির সুরি কে নিযুক্ত করা হলো

  ওয়েব সার্ভিস সংস্থা Yahoo, Jim Lanzone কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো

  ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার (In-SPACe) এর চেয়ারপারসন পদে প্রাক্তন মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা ম্যানেজিং ডিরেক্টর পবন কুমার গোয়েনকা কে নিযুক্ত করা হলো

  বিজয় রূপানির পদত্যাগের পর গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন ভুপেন্দ্র প্যাটেল

  গান্ধী স্মৃতি এবং দর্শন সমিতি (GSDS) এর ভাইস-চেয়ারম্যান হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল কে নিযুক্ত করা হলো 

  নেপালের সৈন্যবাহিনীর প্রধান হিসাবে জেনারেল প্রভু রাম শর্মা কে নিযুক্ত করা হলো

  মরক্কোর নতুন প্রধানমন্ত্রী পদে Aziz Akhannouch কে নির্বাচিত করা হলো 

  ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুনাল (NCLAT) এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন পদে এম ভেনুগোপাল কে নিযুক্ত করা হলো

  এশিয়ার অলিম্পিক কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে রাজা রন্ধির সিং  কে নিযুক্ত করা হলো

  ভারতীয় রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের চিফ টেকনোলজি অফিসার (CTO) পদের দায়িত্ব নিলেন অমিত সাক্সেনা 

  প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা কে দিল্লী এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (DDCA) ওমবাডসম্যান পদে নিযুক্ত করা হলো 

  প্রতিরক্ষা মন্ত্রক NCC সংস্থার পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো, যার চেয়ারপার্সন হলেন বয়জন্ত পান্ডা, সদস্য হিসেবে আনন্দ মাহিন্দ্রা, এম এস ধোনিও থাকবেন 

  ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে আলকা নাঙ্গিয়া অরোরা কে নিযুক্ত করা হলো 

  TAGG এর ব্র্যান্ড আম্বাসাডর পদে ক্রিকেটার রোহিত শর্মা কে এবং FOSSIL এর ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেত্রী কৃতি শানন  কে নিযুক্ত করা হলো 

  প্রাক্তন তামিলনাড়ু অধিনায়ক শ্রীধরণ শরৎ কে BCCI জুনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো 

  কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন প্রকাশ বাস্তব, আগে এই পদে ছিলেন রাজেশ বিন্দাল যাকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হলো

  ফিনো পেমেন্টস ব্যাঙ্ক বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

  ক্যাপ্টেন অমরিন্দার সিং পদত্যাগের পর, পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন চরণজিৎ সিং চান্নি

  ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে রানিন্দার সিং কে পুনরায় নির্বাচিত করা হলো

  ফেসবুক ইন্ডিয়া প্রাক্তন আইএএস অফিসার রাজীব আগরওয়াল কে পাবলিক পলিসি এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো

  তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন Justin Trudeau


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 


















File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 2 mb
No. of Pages : 27


Also Download :

Post a Comment

0 Comments