Daily Current Affairs in Bengali (30/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➲ 1. লোকসভা স্পিকার ওম বিড়লা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ডেটাবেস অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিম ( NIDHI 2.0 ) লঞ্চ করলেন
➲ 2. ‘Rupay On-the-Go’ পেমেন্ট সলিউশন লঞ্চ করার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) YES ব্যাঙ্কের সাথে জোটবদ্ধ হলো
➲ 3. সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিংহ ‘AmritGrand Challenge Program’ বা ‘জনকেয়ার’ লঞ্চ করলেন
➲ 4. সম্প্রতি উত্তর কোরিয়া নতুন হাইপারসনিক মিসাইল ‘Hwasong – 8’ এর সফল পরীক্ষণ সম্পন্ন করল
➲ 5. ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (NBA) এর ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেতা রনবীর সিং কে নিযুক্ত করা হলো
➲ 6. ইয়েমেনের ‘Jeel Albena Association for Humanitarian Development’ সংস্থা 2021 UNHCR নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড জিতলো
➲ 7. প্রতিবছর 30 শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেরিটাইম দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম – ‘Seafarers at the core of shipping future’,এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম – ‘United in Translation’
➲ 8. Indra Nooyi নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The secrets to balancing work and family life'
➲ 9. স্মল স্যাটেলাইট জয়েন্ট ডেভেলপমেন্ট এর জন্য ভারত এবং ভুটান চুক্তি স্বাক্ষর করলো
➲ 10. দুই দেশের মধ্যে মেরিটাইম সিকিউরিটি সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত এবং ওমান চুক্তি স্বাক্ষর করলো

0 Comments
Please do not share any spam link in the comment box