৩০০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন - ১১ ) | Gk Guide Monthly [PDF] Version 11.0
হ্যালো বন্ধুরা ,
তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন - ১১ ) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন ৩০০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে |
তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-
নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>
❐ 1. হোমিপ্যাথির জনক কাকে বলা হয় ?
Ans : হ্যানিম্যান
Ans : হ্যানিম্যান
❐ 2. পোলিও টিকার জনক কাকে বলা হয় ?
Ans : জোনাস সল্ক
❐ 3. ইন্ডিয়ান প্যালিও বোটানির জনক কাকে বলা হয় ?
Ans : বীরবল সাহানি
❐ 4. কেমোথেরাপির জনক কাকে বলা হয় ?
Ans : পল ইহারলিচ
❐ 5. রক্ত চলাচল বা সংবহনের জনক কাকে বলা হয় ?
Ans : উইলিয়াম হার্ভে
❐ 6. রেডিয়েশন জেনেটিকের জনক কাকে বলা হয় ?
Ans : এইচজে মুলার
❐ 7. বার্ধক্যবিদ্যার জনক কাকে বলা হয় ?
Ans : কোরেনচিভিক্স
❐ 8. ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক কাকে বলা হয় ?
Ans : গ্যারড
❐ 9. স্ট্রেস ফিজিওলজির জনক কাকে বলা হয় ?
Ans : হ্যানস সেলয়ি
❐ 10. প্যাথলজির জনক কাকে বলা হয় ?
Ans : রুডল্ফ ভিরচাউ
🎯 11. সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?
Ans : 356 ধারা
🎯 12. ভারত সরকার প্রথম কবে পরিবার কল্পনার কথা ঘোষণা করেন ?
Ans : 1952 সালে
🎯 13. পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা ?
Ans : জাতীয় উন্নয়ন পরিষদ
🎯 14. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ইমপীচমেন্ট করা যেতে পারে ?
Ans : 61 নং
🎯 15. ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয় ?
Ans : অস্ট্রেলিয়া
🎯 16. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
Ans : স্পিকার
🎯 17. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?
Ans : সি ডি দেশমুখ
🎯 18. লোকসভা প্রথম কত সালে গঠিত হয় ?
Ans : 1952 সালে
🎯 19. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অনুসরণ করে তৈরি হয় ?
Ans : হ্যারোড ডোমার মডেল
🎯 20. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গড়ে ওঠে ?
Ans : রাজস্থান
⦿ 21. ঝুমুর লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : হরিয়ানা
⦿ 22. ছৌকরি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : রাজস্থান
⦿ 23. পানথি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : ছত্তিশগড়
⦿ 24. পানওয়ারিয়া লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : ঝাড়খন্ড
⦿ 25. ওজাপালি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : অসম
⦿ 26. পান্ডবানী লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : মধ্যপ্রদেশ
⦿ 27. পাটকু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : অরুণাচল প্রদেশ
⦿ 28. চির লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : মিজোরাম
⦿ 29. মহারাস লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : মণিপুর
⦿ 30. কুনিথা লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
Ans : কর্ণাটক
➥ 31. প্রথম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : দেবিকা রানী চৌধুরী (1969)
➥ 32. দ্বিতীয় কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : বীরেন্দ্রনাথ সরকার (1970)
➥ 33. তৃতীয় কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : পৃথ্বীরাজ কাপুর (1971)
➥ 34. চতুর্থ কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : পঙ্কজ মল্লিক (1972)
➥ 35. পঞ্চম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : রুবি মেয়ারস (সুলোচনা) (1973)
➥ 36. ষষ্ঠ কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : বি এন রেড্ডি (1974)
➥ 37. সপ্তম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (1975)
➥ 38. অষ্টম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : কানন দেবী (1976)
➥ 39. নবম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : নীতিন বসু (1977)
➥ 40. দশম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
Ans : রাইচাঁদ বড়াল (1978)
➢ 41. মহাবীরের দীক্ষাগুরু কে ছিলেন ?
Ans : মাংখলিপুত্র গোসাল
➢ 42. সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
Ans : উপগুপ্ত
➢ 43. শ্রীচৈতন্যের দীক্ষাগুরু কে ছিলেন ?
Ans : ঈশ্বরপুরি/কেশব ভারত
➢ 44. টরিসেলির শিক্ষাগুরু কে ছিলেন ?
Ans : গ্যালিলিও
➢ 45. প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন ?
Ans : সক্রেটিস
➢ 46. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : গোপালকৃষ্ণ গোখলে
➢ 47. ক্ষুদিরাম বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : সত্যেন বোস
➢ 48. প্রীতিলতা ওয়াদ্দেদার এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : সূর্য সেন
➢ 49. মীরা বেন এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : মহাত্মা গান্ধী
➢ 50. বি আর আম্বেদকরের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে
আরো পড়ুন :
❖
51. আনন্দবাজার পত্রিকার স্লোগান কি ?
Ans : পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় / বাংলার, বাঙালির । পাঠকই প্রথম
Ans : পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় / বাংলার, বাঙালির । পাঠকই প্রথম
❖
52. আজকাল পত্রিকার স্লোগান কি ?
Ans : আলাদা কিছু বলে
Ans : আলাদা কিছু বলে
❖ 53. উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার স্লোগান কি ?
Ans : উত্তরবঙ্গের আত্মার আত্মীয়
❖ 54. এবেলা পত্রিকার স্লোগান কি ?
Ans : আমি আমার মতো
❖ 55. বর্তমান পত্রিকার স্লোগান কি ?
Ans : ভগবান ছাড়া কাউকে ভয় পায় না
❖ 56. দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার স্লোগান কি ?
Ans : জার্নালিজম অব কারেজ
❖ 57. হিন্দুস্তান টাইমস পত্রিকার স্লোগান কি ?
Ans : বিকজ ইউ ডিসার্ভ টু নো
❖ 58. দ্য ইকোনমিক টাইমস পত্রিকার স্লোগান কি ?
Ans : দ্য পাওয়ার অব নলেজ
❖ 59. এই সময় পত্রিকার স্লোগান কি ?
Ans : দুগ্গা দুগ্গা
❖60. বিজনেস ওয়ার্ল্ড পত্রিকার স্লোগান কি ?
Ans : প্লে দ্য গেম
❐ 61. সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি ?
Ans : পাতার মেসোফিল কলা
❐ 62. সালোকসংশ্লেষের একক কোনটি ?
Ans : কোয়ান্টাজোম বা ক্লোরোফিল অনু
❐ 63. সালোকসংশ্লেষের অঙ্গ কোনটি ?
Ans : পাতা
❐ 64. সালোকসংশ্লেষেকারী অঙ্গানু কোনটি ?
Ans : ক্লোরোপ্লাস্ট
❐ 65. সালোকসংশ্লেষকারী প্রাণী হলো ?
Ans : ক্রাইসামিবা ও ইউগ্লিনা
❐ 66. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে ?
Ans : ক্লোরোপ্লাস্টের গ্রানা
❐ 67. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে ?
Ans : ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা
❐ 68. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় কোথায় ?
Ans : ক্লোরেল্লা সামুদ্রিক শৈবালে
❐ 69. সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষ সম্পন্ন হয় ?
Ans : 400 - 700 nm
❐ 70. কোন বর্ণের আলোয় সালোকসংশ্লেষ সবথেকে বেশিমাত্রায় কার্যকরী হয় ?
Ans : লাল ও নীল
✪ 71. উল্লেখযোগ্য নিদর্শন আনন্দ ভবন কোথায় অবস্থিত ?
Ans : এলাহাবাদ
✪ 72. উল্লেখযোগ্য নিদর্শন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ?
Ans : কোনারক, ওড়িশা
✪ 73. উল্লেখযোগ্য নিদর্শন বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত ?
Ans : ফতেপুর সিকরি
✪ 74. উল্লেখযোগ্য নিদর্শন ভাকরা বাঁধ কোথায় অবস্থিত ?
Ans : পাঞ্জাব
✪ 75. উল্লেখযোগ্য নিদর্শন গোলগম্বুজ কোথায় অবস্থিত ?
Ans : বিজাপুর
✪ 76. উল্লেখযোগ্য নিদর্শন আইল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত ?
Ans : উদয়পুর
✪ 77. উল্লেখযোগ্য নিদর্শন কন্যাকুমারী মন্দির কোথায় অবস্থিত ?
Ans : তামিলনাড়ু
✪ 78. উল্লেখযোগ্য নিদর্শন পদ্মনাভ মন্দির কোথায় অবস্থিত ?
Ans : তিরুবনন্তপুরম
✪ 79. উল্লেখযোগ্য নিদর্শন সোমনাথপুর মন্দির কোথায় অবস্থিত ?
Ans : মহীশুর
✪ 80. উল্লেখযোগ্য
নিদর্শন পার্সি টাওয়ার কোথায় অবস্থিত ?
Ans : মুম্বাই
Ans : মুম্বাই
◓ 81. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : ভারতরত্ন
◓ 82. বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অনন্যপুরুষ
◓ 83. পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : নিশান-ই-পাকিস্তান
◓ 84. নেপালের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : নেপালরত্ন মান পদবী
◓ 85. সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অর্ডার অফ জায়েদ
◓ 86. ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : লিজিয়ন অব অনার
◓ 87. জাপানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অর্ডার অব দ্য রাইজিং সান
◓ 88. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অর্ডার অব অস্ট্রেলিয়া
◓ 89. সৌদি আরবের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : কিং আব্দুল আজিজ পুরস্কার
◓ 90. ভিয়েতনামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : দ্য অর্ডার অব দ্য গোল্ডেন স্টার
➲ 91. 'Daughter of the East' - নামক বইটি লিখেছেন ?
Ans : বেনজির ভুট্টো
➲ 92. 'The light that failed' - নামক বইটি লিখেছেন ?
Ans : রুডিয়ার্ড কিপলিং
➲ 93. 'La devine comedia' - নামক বইটি লিখেছেন ?
Ans : দান্তে
➲ 94. 'Years of Pilgrims' - নামক বইটি লিখেছেন ?
Ans : ড: রাজা রামান্না
➲ 95. 'The grapes and the wind' - নামক বইটি লিখেছেন ?
Ans : পাবলো নেরুদা
➲ 96. 'Being Indian' - নামক বইটি লিখেছেন ?
Ans : পবন ভার্মা
➲ 97. 'Mononwalk' - নামক বইটি লিখেছেন ?
Ans : মাইকেল জ্যাকসন
➲ 98. 'The Future of India' - নামক বইটি লিখেছেন ?
Ans : বিমল জালান
➲ 99. 'Satyajit Ray : The inner eye' - নামক বইটি লিখেছেন ?
Ans : অ্যান্ড্রু রবিনসন
➲ 100. 'Golden Thresold' - নামক বইটি লিখেছেন ?
Ans : সরোজিনী নাইডু
বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও
File Details ::
File Type : PDF
File Location : Google Drive
File Size : 545 kb
No. of Pages : 10
File Location : Google Drive
File Size : 545 kb
No. of Pages : 10
Download :: Click Here To Download
Also Download :


0 Comments
Please do not share any spam link in the comment box