Daily Current Affairs in Bengali (04/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
★ 1. ফিজিওলজি/মেডিসিন এর উপর নোবেল প্রাইজ 2021 যৌথভাবে জিতলেন David Julius এবং Ardem Patapoution
★ 2. গুজরাটের আহমেদাবাদে ভারতের প্রথম স্পোর্টস আরবিট্রেশন সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু
★ 3. ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর সারা ভারত জুড়ে গাড়ির র্যালি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ এর শুভ সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
★ 4. প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার ( এ বছর 4 ই অক্টোবর ) ওয়ার্ল্ড হ্যাবিটাট দিবস পালন করা হয়, এ বছরের থিম – ‘Accelerating urban action for a carbon-free world’
★ 5. সাস্টেনেবল ডেভেলপমেন্ট এ সহযোগিতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার ‘Waste to Wealth’ নামক ওয়েব পোর্টাল লঞ্চ করলো
★ 6. টিউনিশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Najla Bouden Romdhane কে নিযুক্ত করা হলো
★ 7. ডিজিটাল লেন্ডিং স্টার্টআপ CreditMate এর 100% মালিকানা কিনে নিলো অনলাইন পেমেন্ট প্লাটফর্ম Paytm
★ 8. উত্তরপ্রদেশের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রডাক্ট স্কিমের ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কে নিযুক্ত করা হলো
★ 9. ভারতীয় হকি খেলোয়াড় বিরেন্দ্র লাকরা এবং এস ভি সুনীল আন্তর্জাতিক হকি থেকে অবসর গ্রহণ করলেন
★ 10. প্রতিবছর 2 রা অক্টোবর থেকে 8 ই অক্টোবর জাতীয় বন্যপ্রাণ সপ্তাহ পালন করা হয়, এ বছরের থিম – ‘Forets and Livelihoods : Sustaining People and Planet’

0 Comments
Please do not share any spam link in the comment box