Daily Current Affairs in Bengali (08/10/2021) for WBCS/PSC/WBP/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➤ 1. ফোর্বস ইন্ডিয়া Rich লিস্ট 2021 অনুযায়ী শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে রয়েছে গৌতম আদানি
➤ 2. 2022 অর্থবর্ষের জন্য বিশ্ব ব্যাঙ্ক ভারতের জিডিপি 8.3% নির্ধারণ করলো এবং 2023 অর্থবর্ষের জন্য 7.5% নির্ধারণ করলো
➤ 3. 2021 নোবেল শান্তি পুরস্কার পেলেন Maria Ressa এবং Dmitry Muratov
➤ 4. প্রতিবছর 8 ই অক্টোবর ভারতীয় বায়ু সেনা দিবস পালন করা হয়, এছাড়াও এই বছরের 8 ই অক্টোবর বিশ্ব ডিম দিবস (অক্টোবরের দ্বিতীয় শুক্রবার পালিত হয় প্রতিবছর ) পালিত হল , এবছরের থিম – Eggs for all : Nature’s perfect package
➤ 5. ব্যবসায়ী ও লেখক Jaithirth Rao নতুন একটি বই লিখলেন যার শিরোনাম – ‘Economist Gandhi : The Roots and the Relevance of the Political Economy of the Mahatma’
➤ 6. পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন পি এল হারানাথ
➤ 7. আগামী 5 বছরে সাতটি নতুন মেগা টেক্সটাইল পার্ক বা PM MITRA (Mega Integrated Textile Region and Apparel Parks) পার্ক গড়ে তোলার মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার
➤ 8. মহারাষ্ট্রের পালঘর জেলার Wada Kolam চাল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো
➤ 9. ICRIER আয়োজিত 13 তম বার্ষিক ইন্টারন্যাশনাল G-20 কনফারেন্স এর সম্ভাষণ করলেন কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী পিযুষ গোয়েল
➤ 10. ভারতের প্রথম এবং বিশ্বের তৃতীয় রোপওয়ে পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবা উত্তরপ্রদেশের বারানসী তে গড়ে উঠতে চলেছে
0 Comments
Please do not share any spam link in the comment box