500 Tense Examples with Bengali Meaning for WBCS/WBP/WBPSC/SSC | আগামী পরীক্ষার জন্য ৫০০+ টি ইংরেজি-বাংলা অনুবাদ বাক্য | [PDF] Book

 

500 Tense Examples with Bengali Meaning for WBCS/WBP/WBPSC/SSC | আগামী পরীক্ষার জন্য ৫০০+ টি ইংরেজি-বাংলা অনুবাদ বাক্য | [PDF] Book 



500 Tense Examples with Bengali Meaning for WBCS/WBP/WBPSC/SSC

হ্যালো বন্ধুরা , 

                       তোমাদের প্রত্যেককে www.jobguidee.com  এ অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 500 Tense Examples with Bengali Meaning for WBCS/WBP/WBPSC/SSC ( আগামী পরীক্ষার জন্য ৫০০+ টি ইংরেজি-বাংলা অনুবাদ বাক্য )  PDF বই | 

                    WBCS হোক বা পুলিশের পরীক্ষা যেকোনো পরীক্ষায় ইংলিশের Tense এর উপর প্রশ্ন আসে বা ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয় আর তাই এই বিশেষ পিডিএফ টি তোমাদের এমন ধরনের প্রশ্ন গুলোর উত্তর দিতে সাহায্য করবে -

 

তোমাদের বোঝার সুবিধার্থে নিচে কিছু উদাহরণ দেওয়া হলো -


Present Indefinite Tense

গঠন : Subject + মূল Verb + object


সূর্য পূর্ব দিকে উদিত হয়
=> The Sun rises in the east.

পাখিরা আকাশে ওড়ে 
=> Birds fly in the sky. 

সে ভালো ইংরেজি জানে 
=> He knows english well.

তিনি সম্মানীয় লোক 
=> He is an honourable man.

রানা অঙ্কে দুর্বল 
=> Rana is weak in math.

চাকর টি বিশ্বাসী 
=> The servant is faithful.

মা বাবা কে মান্য করো 
=> Obey your parents.

লোকটি মিথ্যা কথা বলে 
=> The man tells a lie.

তিনি একজন কৃষক 
=> He is a farmer.

মৌমাছি ক্ষুদ্র পোকা 
=> Bee is a small insect.

ইহার একটি লেজ আছে 
=> It has a tail.

পিঁপড়ার ছয়টি পা আছে 
=> The ant has six legs.

আমি রোজ স্কুলে যাই
=> I go to school everyday.

ইহা একটি একমুখো রাস্তা 
=> It is a one way road.

ময়না সুন্দর পাখি
=> The Mayna is pretty.

এখন সাড়ে চারটে 
=> Now, it is half past four.

চাঁদ উঠেছে 
=> The moon is up.

পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে 
=> The earth moves round the sun.

হিমালয় ভারতের উত্তরে
=> The Himalayas are in the north of India.

আমি একটায় স্কুল থেকে আসি 
=> I come from school at 1.00 p.m.

আমাকে একটি এক টাকার নোট দাও 
=> Give me a one rupee note 

লোহা একটি প্রয়োজনীয় জিনিস 
=> Iron is a useful thing.

বাকি Tense সহ নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও
 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
File Size : 2.7 mb
No. of pages : 16

Also Download ::

Post a Comment

0 Comments