Daily Current Affairs in Bengali (13/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (13/09/2020) for WBCS/PSC/Rail/SSC






Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇👇

=========================================================


1.প্রশ্ন : মহিলাদের ক্ষমতায়নের জন্য নিম্নের কোন রাজ্য সরকার 'YSR Aasara' স্কিম লঞ্চ করলো ?

[A] কেরালা
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তামিলনাড়ু


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : ভারতীয় ডাক বিভাগ গ্রামাঞ্চল গুলোকে 100% পোস্টাল স্কিম এর আওতায় আনার জন্য নতুন একটি স্কিম লঞ্চ করেছে, যার নাম - 

[A] Five Star Village
[B] Four Star Village
[C] India Post Scheme
[D] Scheme You Prefer

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : কোন রাজ্য সরকার ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (WSIS) Winner প্রাইজ জিতে নিলো ? 

[A] পশ্চিমবঙ্গ
[B] ঝাড়খন্ড
[C] ওড়িশা
[D] আসাম

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : গুজরাটে 220 মেগা ওয়াটের সোলার পাওয়ার প্রজেক্টের জন্য ফ্রান্সের ENGIE গ্রুপের সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর কত টাকার চুক্তি হলো ?

[A] 466 কোটি
[B] 350 কোটি
[C] 200 কোটি
[D] 500 কোটি

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : সম্প্রতি নিম্নের কোন রাজ্যে ভির সাভারকর ফ্লাইওভারের উদ্বোধন করা হলো ?

[A] কেরালা
[B] হরিয়ানা
[C] ঝাড়খন্ড
[D] কর্ণাটক

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : নিম্নের কে US ওপেন 2020 মহিলা বিভাগের খেতাব জয় করলেন ? 

[A] আজারেঙ্কা
[B] নাওমি ওসাকা
[C] মার্টিনস
[D] সেরেনা উইলিয়ামস

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন শহরে ভারতের প্রথম করোনাভাইরাস এয়ারপোর্ট টেস্টিং ফ্যাসিলিটি লঞ্চ করা হলো ?

[A] দিল্লী
[B] চেন্নাই
[C] কলকাতা
[D] মুম্বাই

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : নিম্নের কোন ভারতীয় ফিল্ম ভেনিস ফিল্ম ফেস্টিভালে Best Screenplay এর আওয়ার্ড জিতল 

[A] The Magic
[B] The Discipline
[C] The Principle
[D] The Disciple

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য সরকার 'স্মার্ট রেশন কার্ড স্কিম' লঞ্চ করলো ?

[A] ছত্তিশগড়
[B] হরিয়ানা
[C] পাঞ্জাব
[D] বিহার

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য সরকার 'My Family, My responsibility' নামক কোভিড-19 ক্যাম্পেইন শুরু করতে চলেছে ?

[A] মহারাষ্ট্র
[B] হরিয়ানা
[C] উত্তরপ্রদেশ
[D] মধ্যপ্রদেশ

--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন : 

    ⭕   12th সেপ্টেম্বর , 2020

Post a Comment

0 Comments