Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 12
1) ‘ইয়ং ইন্ডিয়া’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
Ans : মহাত্মা গান্ধী
2) ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
Ans : সতীশচন্দ্র মুখোপাধ্যায়
3) ‘তুঘলকনামা’ গ্রন্থটির রচয়িতা কে ?
Ans : আমীর খসরু
4) জাপানের পার্লামেন্টের নাম কি ?
Ans : ডায়েট
5) কোন নদীর উপর আলমতি বাঁধ অবস্থিত ?
Ans : কৃষ্ণানদী
6) হাইড্রোজেন কথার অর্থ কি ?
Ans : জল উৎপাদক
7) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ?
Ans : মমতা ব্যানার্জী
8) হাতঘড়ি কে আবিষ্কার করেছিলেন ?
Ans : পাটেক ফিলিপ
9) মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি ?
Ans : যকৃত
10) ভারতের প্রথম ট্রেন কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চলেছিল ?
Ans : মুম্বাই থেকে থানে
আরো জিকে গাইড পড়ুন :
⬛ GK Guide Part - 11

0 Comments
Please do not share any spam link in the comment box