Historic Book and name of the Book writer || প্রাগৈতিহাসিক যুগের গ্রন্থ, রচয়িতা এবং রচয়িতার পরিচয় || [pdf] Download

 Historic Book and name of the Book writer || প্রাগৈতিহাসিক যুগের গ্রন্থ, রচয়িতা এবং রচয়িতার পরিচয় || [pdf] Download 




Hello friends,
                     আজ www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রাগৈতিহাসিক যুগের গ্রন্থ, রচয়িতা এবং রচয়িতার পরিচয় pdf | এখান থেকে প্রতিবছর রাজ্য -কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় ২/৩ নম্বর আসে তাই আজ তোমাদের আমরা এই লিস্ট তা দিচ্ছি  | নিচে দেওয়া টেবিল থেকে তথ্য় গুলো নোট করে নাও কিনবা চাইলে নিচে দেওয়া লিংক থেকে pdf  টিও সংগ্রহ করে নিতে পারো |

গ্রন্থের নাম
রচয়িতা
রচয়িতার পরিচয়
বিক্রমাঙ্কদেব চরিত
বিলহন
কল্যানের চালুক্য বংশীয় রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের অন্যতম কবি
ঋতুসংহার
কালিদাস
গুপ্তরাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম কবি
প্রজ্ঞাপারমিতা সূত্র
নাগার্জুন
কুষাণ সম্রাট কনিস্কের রাজসভার একজন দার্শনিক ও রচয়িতা
সূর্যসিদ্ধান্ত
আর্যভট্ট
গুপ্তরাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম কবি
গীতগোবিন্দ
জয়দেব
সেন রাজা লক্ষণ সেনের রাজসভার বিখ্যাত কবি ও রচয়িতা
বল্লাল চরিত
আনন্দভট্ট
আনন্দভট্ট সেন রাজা বল্লাল সেনের সমসাময়িক একজন কবি ও রচয়িতা
রামচরিত
সন্ধ্যাকর নন্দী
পাল রাজা রামপালের সভাকবি
কীরাতার্জুনিয়
ভারবি
পল্লবরাজ সিংহবিষ্ণুর রাজসভার একজন রচয়িতা
দশকুমার চরিত
দন্ডিন
পল্লবরাজ দ্বিতীয় নরসিংবর্মনের রাজসভার একজন রচয়িতা
সি-ইউ-কি
হিউয়েন সাং
পুষ্যভুতি বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের সময় আগত এক চীন পরিব্রাজক
হর্ষচরিত
বানভট্ট
পুষ্যভুতি বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের সভাকবি ও প্রশস্তিকার
ফো-ফূয়ো-কি
ফা-হিয়েন
গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বের সময় ভারতে আগত অত চীন পরিব্রাজক
চরকসংহিতা
চরক
কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিত্সক
শুশ্রুতসংহিতা
শুশ্রুত
কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার একজন চিকিত্সক

বুদ্ধচরিত
অশ্বঘোষ
কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার একজন বৌদ্ধ দার্শনিকও রচয়িতা
মিলিন্দ প্রশ্ন বা মিলিন্দ পঞ্চহ
নাগসেন
একজন বৌদ্ধপন্ডিত
কামসূত্র
বাত্সায়ন
সাতবাহন যুগের একজন রচয়িতা
মৃচ্ছকটিকম
শূদ্রক
সাতবাহন যুগের একজন সংস্কৃত নাট্য রচয়িতা
মালবিকাগ্নিমিত্রম
কালিদাস
কালিদাসকে ভারতীয় সাহিত্যের শেক্সপিয়ার বলা হয় | গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম সদস্য
দেবীচন্দ্রগুপ্তম
বিশাখদত্ত
বিখ্যাত সংস্কৃত কবি ও নাটক রচয়িতা
মুদ্রারাক্ষস
বিশাখদত্ত
বিখ্যাত সংস্কৃত কবি ও নাটক রচয়িতা
ইন্ডিকা
মেগাস্থিনিস
সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত
অর্থশাস্ত্র
চানক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার প্রধানমন্ত্রী


File Details : 

File Type : pdf
File Size : 283 kb
No. of pages : 2
File Location : Google Drive
Click Here To Download 


Post a Comment

0 Comments