Daily Current Affairs in Bengali (06/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (06/09/2020) for WBCS/PSC/Rail/SSC





Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

1.প্রশ্ন : নিম্নের কোন অনলাইন পেমেন্ট সার্ভিস LazyUpi নামক ডিজিট্যাল ক্রেডিট কার্ড লঞ্চ করলো ?

[A] Amazon Pay
[B] Paytm
[C] Jio Pay
[D] Lazy Pay


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের উপর সদ্য প্রকাশিত 'Ease of Doing Business' তালিকায়, প্রথমস্থান অধিকার করলো কোন রাজ্য ?

[A] মহারাষ্ট্র
[B] উত্তরপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] তামিলনাড়ু

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায়োরিটি সেক্টর লেন্ডিং (PSL) এর উপর নতুন গাইডলাইন অনুযায়ী যেকোনো স্টার্ট আপ কে ব্যাংক কত টাকা পর্যন্ত অর্থ সাহায্য করবে ?

[A] 30 কোটি
[B] 20 কোটি
[C] 40 কোটি
[D] 50 কোটি

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : ভারতীয় উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সদ্য প্রকাশিত 'The State of Young Child in India' রিপোর্টের তালিকায় কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করলো ? 

[A] বিহার
[B] ওড়িশা
[C] কেরালা
[D] ঝাড়খন্ড

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : নন-মিনারেল সেক্টরের শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন চাকরির সুযোগ তৈরি করতে নিম্নের কোন সরকার 'Bulk Drug Park' তৈরি করতে চলেছে ? 

[A] ওড়িশা
[B] বিহার
[C] ছত্তিশগড়
[D] আসাম

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে 10 টি জেলায় 10 লাখ হেক্টর জমিতে ওয়াটারশেড প্রজেক্ট তৈরি করতে চলেছে ?

[A] তামিলনাডু
[B] কেরালা
[C] তেলেঙ্গানা
[D] কর্ণাটক

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন রাজ্যে 'Pang Lhabsol' নামক উৎসব সদ্য পালিত হলো ?

[A] ওড়িশা
[B] সিকিম
[C] মনিপুর
[D] নাগাল্যান্ড

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : নিম্নের কোন আইআইটি 'Chakr DeCov' নামক ডিভাইস লঞ্চ করলো N95 মাস্ক কে ভাইরাস মুক্ত করে পরিশুদ্ধ করতে ?

[A] আইআইটি দিল্লি
[B] আইআইটি খড়গপুর
[C] আইআইটি কানপুর
[D] আইআইটি রুরকি

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : ব্রিটিশ ম্যাগাজিন Prospect এর 'Top Thinker 2020' লিস্টে কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একমাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় নিজের জায়গা করে নিল ?

[A] মধ্যপ্রদেশ
[B] দিল্লি
[C] তামিলনাড়ু
[D] কেরালা 

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : SpaceX এর সদ্য লঞ্চ হওয়া 12 তম স্টারলিংক মিশনে কত গুলো নতুন স্যাটেলাইট কে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হলো ? 

[A] 50
[B] 40
[C] 60
[D] 70

--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

🕎   5th সেপ্টেম্বর ,  2020

Post a Comment

0 Comments