Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 08
প্রশ্ন 1) দশম শিখগুরুর পদ কে অলংকৃত করেন?
Ans : গুরু গোবিন্দ সিংহ
প্রশ্ন 2) কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয়?
Ans : ১৮৩৫ সালে
প্রশ্ন 3) মিলিন্দ পঞ্চহো কে লিখেছিলেন?
Ans : নাগসেন
প্রশ্ন 4) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়?
Ans : বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
প্রশ্ন 5) উত্তর -পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়?
Ans : শিলিগুড়ি
প্রশ্ন 6) কমলালেবুর শহর বলে কোন জায়গা পরিচিত?
Ans : নাগপুর
প্রশ্ন 7) উপ রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করার প্রস্তাব কার্যকর করতে কার অনুমোদন প্রয়োজন?
Ans : লোকসভার
প্রশ্ন 8) ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
Ans : প্লাসমোডিয়াম ভাইভক্স
প্রশ্ন 9) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ?
Ans : ডিরোজিও
প্রশ্ন 10) অসম পুনর্গঠন বিল কবে পাশ হয়?
Ans : ১৯৬৯ সালে

0 Comments
Please do not share any spam link in the comment box