Daily Current Affairs in Bengali (05/09/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (05/09/2020) for WBCS/PSC/Rail/SSC









Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰




1.প্রশ্ন : নিম্নের কোন বলিউডের অভিনেতা কে Bajaj Allianz Life এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিয়োগ করা হলো ?

[A] অক্ষয় কুমার
[B] আয়ুষ্মান খুরানা
[C] সালমান খান
[D] রাজকুমার রাও




-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : 'International Day of Charity' কবে পালন করা হয় ?

[A] 5th সেপ্টেম্বর
[B] 6th সেপ্টেম্বর
[C] 7th সেপ্টেম্বর
[D] 4th সেপ্টেম্বর



-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নিম্নের কোন অ্যাপ লঞ্চ করলো ?

[A] TamilPro
[B] HindiPro
[C] EnglishPro
[D] SanskritPro



-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : 'SBOTOP' স্পোর্টসবুক ব্যান্ড নিম্নের কোন খেলোয়াড় কে ক্রিকেট অ্যাম্বাসাডর পদে নিয়োগ করলো ?

[A] ক্রিস গেইল
[B] বেন স্টকস
[C] ডোয়েন ব্রাভো
[D] বিরাট কোহলি



-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : ভারতের হয়ে কোন কেন্দ্রীয় মন্ত্রী 5th BRICS কালচার মিনিস্টার্স মিটিং- এ অংশগ্রহণ করলেন ? 

[A] রমেশ পোখরিয়াল
[B] অমিত শাহ
[C] নিমলা সীতারামন
[D] প্রল্লাদ সিং প্যাটেল



-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদ্য প্রকাশিত বইয়ের নাম কি ?

[A] The Little Book of Green Nudges
[B] The Little Book of Green
[C] Book of Green Nudges
[D] Green Environment



-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন রাজ্য সরকার 'SVAYEM' স্কিম পুনরায় লঞ্চ করলো ?

[A] মেঘালয়
[B] ত্রিপুরা
[C] আসাম
[D] অরুণাচল প্রদেশ



-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : কেন্দ্রীয় মন্ত্রী Thaawarchand Gehlot 24×7 মেন্টাল হেল্থ রিহাবিলিটেশন এর জন্য কোন হেল্পলাইন চালু করলো ?

[A] SURYA
[B] KIRAN
[C] SAHAYATA
[D] MENTAL HEALTH



----------------------------------------------------------------------
9.প্রশ্ন : সদ্য লঞ্চ হওয়া ভারতের প্রথম ফুটবল ট্রেনিং App টির নাম কি ?

[A] enJogo
[B] LetsFootball
[C] playFootball
[D] ScoreMore



---------------------------------------------------------------------
10.প্রশ্ন : FAO এর 35 তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স মিটিং - এ ভারতের হয়ে কোন কেন্দ্রীয় মন্ত্রী অংশগ্রহণ করলো ?

[A] পারশত্তম রূপালা
[B] কিরেন রিজিজু
[C] ধর্মেন্দ্র প্রধান
[D] রাজনাথ সিং



--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

✅   4th সেপ্টেম্বর ,  2020

Post a Comment

0 Comments