Daily Current Affairs in Bengali (19/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (19/09/2020) for WBCS/PSC/Rail/SSC



Daily Current Affairs in Bengali (19/09/2020) for WBCS/PSC/Rail/SSC








 

Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও : 



Q.1. নিম্নের কোন ব্যাংক গ্রাহক পরিষেবা আরো উন্নত করতে 'i - Lead 2.0' লঞ্চ করলো ?

[A] পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
[B] ব্যাংক অফ ইন্ডিয়া
[C] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
[D] কানারা ব্যাংক

Ans : [D] কানারা ব্যাংক

কানারা ব্যাংকের এই লিড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রাহক দের অনেকবেশি সাহায্য করবে পরিষেবা পেতে,তারা যেখানেই থাকুক না কেন
মোবাইল ব্যাংকিং, কল সেন্টার, ইন্টারনেট ব্যাংকিং, sms অ্যালার্ট,missed call ইত্যাদি সমস্ত পরিষেবা পাবে যেকোনো গ্রাহক অতি সহজেই
কানারা MD & CEO - L.V. Pravakar
HQ - ব্যাঙ্গালোর, কর্ণাটক
ট্যাগলাইন - Together we can



Q.2. নিম্নের কোন রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা' লঞ্চ করলো ?

[A] গুজরাট
[B] ওড়িশা
[C] বিহার
[D] মহারাষ্ট্র

Ans : [A] গুজরাট

গুজরাট রাজ্য সরকার এই স্কিম লঞ্চ করলো,এই স্কিমের ফলে মহিলারা সুদমুক্ত লোন পাবে, গ্রামে গ্রামে joint liability and Earning group (JLEG) 50,000 গঠন করা হবে
প্রতিটা গ্রুপে 10 জন করে মহিলা থাকবেন,প্রতিটা গ্রুপ কে এই সুদ মুক্ত লোন দেওয়া হবে, রাজ্য সরকার নিজে এই সুদ বহন করবে
এর জন্য খুব শীঘ্রই গুজরাট সরকার বিভিন্ন ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করবে
গুজরাট রাজধানী - গান্ধীনগর
মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট



Q.3. নিম্নের কাকে 'Dayton Literary Peace Prize' পুরস্কারে পুরস্কৃত করা হলো ?

[A] Magaret Mohima
[B] Margaret Atwood
[C] Margaret Almeida
[D] Margaret Janes

Ans : [B] Margaret Atwood

সাহিত্যের মাধ্যমে  যারা সমাজের শান্তির বার্তা পৌঁছে দেয়, সোশ্যাল জাস্টিস এর গুরুত্ব দেন তাদের কেই এই পুরস্কার দেওয়া হয়
Margaret Atwood একজন খুবই প্রসিদ্ধ আমেরিকান লেখিকা,তার ফিকশন, নন-ফিকশন এর উপর প্রচুর লেখা আছে, এছাড়া প্রবন্ধধর্মী প্রচুর লেখা তিনি লিখেছেন
1985 সালে তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া উপন্যাস 'The Handmaid's Tale' তাকে খুব খ্যাতি এনে দেয়


Q.4. নিম্নের কোন মন্ত্রীকে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো ?

[A] রমেশ পোখরিয়াল
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] নরেন্দ্র সিং তোমার
[D] নরেন্দ্র সিং প্রধান

Ans : [C] নরেন্দ্র সিং তোমার

নরেন্দ্র সিং তোমার বর্তমানে এগ্রিকালচার মন্ত্রী, তাকে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো
ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার থেকে Harsimrat Kaur Badal পদত্যাগ করার পর তাকে এই দায়িত্ব দেওয়া হলো




Q.5. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যে বেশি মাত্রায় কর্মসংস্থান করতে বৃহৎ রিক্রুইটমেন্ট ড্রাইভ লঞ্চ করলো ?

[A] মধ্যপ্রদেশ
[B] রাজস্থান
[C] বিহার
[D] উত্তরপ্রদেশ

Ans : [D] উত্তরপ্রদেশ

বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর পরিমানে শূন্যপদে নিয়োগ করতে বিশেষত বেকার যুবক/যুবতী দের কর্মসংস্থান জোগাতে এই রিক্রুইটমেন্ট ড্রাইভ লঞ্চ করা হলো
রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন 
আগামী 3 মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং 6 মাসের মধ্যে নিয়োগ পত্র প্রদান করতে হবে
এছাড়া কোন দপ্তরে কেমন শূন্যপদ রয়েছে তার তালিকাও নির্ধারিত হচ্ছে
উত্তরপ্রদেশ রাজধানী - লখনৌউ
মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল



Q.6. কেন্দ্র সরকার ডিফেন্স সেক্টরে FDI লিমিট বাড়িয়ে কত নির্ধারিত করলো ?

[A] 50%
[B] 60%
[C] 84%
[D] 74%

Ans : [D] 74%

কেন্দ্র সরকার ডিফেন্স সেক্টরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লিমিট 49% থেকে বাড়িয়ে 74% নির্ধারিত করলো
এর ফলে Ease of Doing Business এ সুবিধা হবে এবং ইনভেস্টমেন্ট গ্রোথ বৃদ্ধি পাবে,আয় বৃদ্ধি পাবে
এছাড়া ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে ফরেন ইনভেস্টমেন্ট কে বার বার স্ক্রুটুনির মধ্যে দিয়ে যেতে হবে



Q.7. নিম্মের কোন ভারতীয় কিশোর কে সম্মিলিত জাতীপুঞ্জের 'Class of 17 Young Leaders' 2020 তালিকায় নির্বাচিত করা হলো ?

[A] উদিত সিংহল
[B] উদিত ভৌমিক
[C] উদিত সিনহা
[D] উদিত শর্মা

Ans : [A] উদিত সিংহল

'Sustainable Development Goals' এর জন্য তৈরি করা সম্মিলিত জাতীপুঞ্জের এই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে উদিত সিংহল জায়গা করে নিল
এদের প্রত্যেকেই SDG কে প্রোমোট করবে
উদিত সিংহল হল Glass2Sand এর প্রতিষ্ঠাতা, দিল্লী গ্লাস ওয়েস্ট ম্যাটেরিয়াল কে পুনরায় ব্যবহার করার একটি ইনিশিয়েটিভ এটি
UN সেক্রেটারি জেনারেল - Antonio Guterres



Q.8. ভারতের প্রথম সম্পূর্ণ রূপে 'প্রাইভেট জেট টার্মিনাল প্রজেক্ট' নিম্নের কোথায় শুরু করা হলো ?

[A] দিল্লী
[B] ব্যাঙ্গালুরু
[C] মুম্বাই
[D] কলকাতা

Ans : [A] দিল্লী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টে এটা খোলা হলো
ইউ টার্মিনাল টির মাধ্যমে দিনে 150 টি জেট যাওয়া আসা করতে পারবে
প্রতি ঘন্টায় 50 জন প্যাসেঞ্জার এই সুবিধা ভোগ করতে পারবে, ভারতের ধনিব্যক্তিরা অনেকদিন ধরেই প্রাইভেট জেট এর জন্য একটি নেটওয়ার্ক চাইছিলেন,সেটা বর্তমানে পূরণ হলো
দিল্লী মুখ্যমন্ত্রী -  অরবিন্দ কেজরিওয়াল
লেফটেন্যান্ট রাজ্যপাল - অনিল বাইজল



Q.9. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  নিম্নের কোন রাজ্যে কোসি রেল ব্রিজ সমেত মোট 13 টি রেলওয়ে প্রজেক্টের উদ্বোধন করলেন ?

[A] উত্তরপ্রদেশ
[B] বিহার
[C] জম্মু কাশ্মীর
[D] হরিয়ানা

Ans : [B] বিহার

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঐতিহাসিক কোসি রেল মহাসেতু, কিউল রিভার ব্রিজ , দুটো নতুন রেল লাইন, 5 টি ইলেক্ট্রিফিকেশন প্রজেক্ট এর উদ্বোধন করলেন
এই উদ্বোধন রেলওয়ে মন্ত্রী পীযুষ গোয়েলও উপস্থিত ছিলেন
মেগা ব্রিজ অর্থাৎ কোসি রেল মহাসেতু দৈঘ্যে 1.9 কিমিজ মোট খরচ হয়েছে 516 কোটি টাকা, এর ফলে মিথিলা এবং কোসি রিজিয়ন সংযুক্ত হবে 
বিহার রাজধানী - পাটনা
মুখ্যমন্ত্রী - নীতিশ কুমার
রাজ্যপাল - ফাগু চৌহান



Q.10. নিম্নের কোন রাজ্য সরকার 'ই-স্কুটার, ই-রিকশা সাবসিডি' স্কিম লঞ্চ করলো ?

[A] মহারাষ্ট্র
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] গুজরাট

Ans : [D] গুজরাট

রাজ্যে বায়ু দূষণ কমাতে ইলেক্ট্রিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য এই স্কিম লঞ্চ করা হল,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70তম জন্মদিন উপলক্ষে পাঁচটি ডেভেলপমেন্ট স্কিম লঞ্চ করা হয়,তার মধ্যে এটি অন্যতম
ই-স্কুটার এর জন্য স্টুডেন্টরা 12000 টাকা সাবসিডি পাবে, 10,000 এমন দুচাকার গাড়ি প্রদান করাই প্রধান লক্ষ্য
এছাড়া রাজ্য সরকার 5000 ব্যাটারির ই-রিকশা কিনতে 48,000 টাকার অর্থ সাহায্য করবে
আগের মাসের 7 ই আগস্ট গুজরাট নতুন শিল্পনীতি ঘোষণা করেছিল 
গুজরাট রাজধানী - গান্ধীনগর
মুখ্যমন্ত্রী - বিজয় রূপানি
রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট





      Daily Current Affairs One-Liner :


1) কানারা ব্যাংক গ্রাহক পরিষেবা আরো উন্নত করতে 'i - Lead 2.0' লঞ্চ করলো
 
2) গুজরাট রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা' লঞ্চ করলো 

3) Margaret Atwood কে 'Dayton Literary Peace Prize' পুরস্কারে পুরস্কৃত করা হলো

4) এগ্রিকালচার মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো

5) উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাজ্যে বেশি মাত্রায় কর্মসংস্থান করতে বৃহৎ রিক্রুইটমেন্ট ড্রাইভ লঞ্চ করলো

6) কেন্দ্র সরকার ডিফেন্স সেক্টরে FDI লিমিট 49% থেকে বাড়িয়ে 74% নির্ধারিত করলো

7) ভারতীয় কিশোর উদিত সিংহল কে সম্মিলিত জাতীপুঞ্জের 'Class of 17 Young Leaders' 2020 তালিকায় নির্বাচিত করা হলো

8) ভারতের প্রথম সম্পূর্ণ রূপে 'প্রাইভেট জেট টার্মিনাল প্রজেক্ট' দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টে লঞ্চ করা হল

9) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে কোসি রেল ব্রিজ সমেত মোট 13 টি রেলওয়ে প্রজেক্টের উদ্বোধন করলেন

10) গুজরাট রাজ্য সরকার 'ই-স্কুটার, ই-রিকশা সাবসিডি' স্কিম লঞ্চ করলো



  

Read More .....

         ➤  18th September, 2020

Post a Comment

0 Comments