Daily Current Affairs in Bengali (18/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (18/09/2020) for WBCS/PSC/Rail/SSC




Daily Current Affairs in Bengali (18/09/2020) for WBCS/PSC/Rail/SSC





 

Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও : 




Q.1. সদ্য প্রকাশিত 'Azadi : Freedom. Fascism . Fiction' বইটি নিম্নের কে লিখেছেন ?

[A] অরুন্ধতী রায়
[B] অমিতাভ ঘোষ
[C] চেতন ভগৎ 
[D] সালমান রুশেদী

Ans : [A] অরুন্ধতী রায়

বইটি প্রকাশিত করেছে Penguin Books
করোনা পরিস্থিতির মধ্যে মানুষের কল্পনা, স্বাধীনতা সব কিছুর উপর বইটি তে লেখা হয়েছে 
অরুন্ধতী রায় ভারতের অন্যতম প্রসিদ্ধ লেখিকা,যার উল্লেখযোগ্য কিছু বই হলো - 'The God of Small Things','The Ministry of Utmost','My Seditious Heart','The Cost of living', Power Politics' etc
তার লেখা উপন্যাস 'The God of Small Things' (1997) এর জন্য তাকে 'Fiction' ক্যাটাগরি তে ম্যান বুকার প্রাইজ সম্মানে সম্মানিত করা হয়


Q.2. নিম্নের কে 'এশিয়া গেম চেঞ্জার আওয়ার্ড' 2020 জিতলেন ?

[A] বিকাশ দুবে
[B] সার্বজিত সিং
[C] রাজনিশ গুপ্তা
[D] বিকাশ খান্না

Ans : [D] বিকাশ খান্না

Chef বিকাশ খান্না কে 'এশিয়া গেম চেঞ্জার আওয়ার্ড' 2020 সম্মানে সম্মানিত করা হলো, করোনা পরিস্থিতিতে তার ফুড ডিস্ট্রিবিউশন ড্রাইভ 'FeedIndia' অনেকের মুখে খাবার তুলে দিয়েছে তাই তাকে এই সম্মান দেওয়া হলো
এশিয়া সোসাইটির পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়
2014 থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ,এশিয়ার মধ্যে যারা মানুষের হিতকর্মে উল্লেখযোগ্য কাজ করেন,সেই সমস্ত ব্যক্তিত্ব কে এই সম্মান দেওয়া হয়


Q.3. নিম্মের কোন দেশ বিশ্বের মধ্যে প্রথম 'Sovereign Bond' চালু করলো ?

[A] আমেরিকা যুক্তরাষ্ট্র
[B] ইতালি
[C] মেক্সিকো
[D] রাশিয়া

Ans : [C] মেক্সিকো

সম্মিলিত জাতীপুঞ্জের 'Sustainable development goals' এর সাথে সংযুক্ত হয়ে এই bond চালু করলো
মেক্সিকোর 'SDG Sovereign Bond Framework' এর অধীনে এটা চালু হলো
মেক্সিকো রাজধানী - মেক্সিকো 
কারেন্সি - মেক্সিকান পেসো
মেক্সিকো প্রেসিডেন্ট - Andres Manuel Lopez Obrador


Q.4. নিম্নের কোন ব্যাংকের Home Finance 'Apna Ghar Dreamz' নামক হোম লোন স্কিম লঞ্চ করলো ?

[A] SBI
[B] ICICI
[C] HDFC
[D] Axis

Ans : [B] ICICI

ইলেকট্রিশিয়ান,মেকানিম,পেন্টার,মুদিখানা দোকানের মালিকদের জন্য বিশেষত এই স্কিম
2 লাখ থেকে 50 লাখ পর্যন্ত লোন পাওয়া যাবে
যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তারা 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' এর অধীনে সাবসিডিও পাবে
5 লাখ টাকা পর্যন্ত লোন পেতে গেলে কমসে কম 1500 টাকা অ্যাকাউন্টে থাকতে হবে,তার বেশি পেতে গেলে 3000 টাকা থাকতে হবে


Q.5. নিম্নের কোন রাজ্য প্রথমবারের জন্য প্রকাশিত 'India Happiness Report 2020' অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো ?

[A] অন্ধ্রপ্রদেশ
[B] পাঞ্জাব
[C] মিজোরাম
[D] তেলেঙ্গানা

Ans : [C] মিজোরাম

প্রথমবারের জন্য এমন রিপোর্ট প্রকাশ করা হলো, মার্চ থেকে জুলাই 2020 পর্যন্ত 16,950 জন ব্যক্তির উপর সার্ভে করে প্রফেসর রাজেশ কে পিলানিয়া এটা তৈরি করেছেন
এই তালিকায় দ্বিতীয় স্থান পাঞ্জাব এবং তৃতীয় স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
বড় রাজ্য গুলির মধ্যে পাঞ্জাব প্রথম,গুজরাট দ্বিতীয় এবং তেলেঙ্গানা তৃতীয়
ছোটো রাজ্যগুলির মধ্যে মিজোরাম প্রথম,সিকিম দ্বিতীয় এবং অরুণাচল প্রদেশ তৃতীয় স্থানে রয়েছে
কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রথম, পুদুচেরি দ্বিতীয় এবং লাক্ষাদ্বীপ তৃতীয়


Q.6. ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (IMD) এর 'গ্লোবাল স্মার্ট সিটি ইনডেক্স 2020' অনুযায়ী কোন শহর প্রথম স্থান অধিকার করলো ?

[A] সিঙ্গাপুর
[B] হেলসিনকি
[C] জুরিখ
[D] হায়দ্রাবাদ

Ans : [A] সিঙ্গাপুর

সিঙ্গাপুর ইউনিভার্সিটি ফর টেকনলজি এন্ড ডিজাইন এবং IMD যৌথ ভাবে এই তালিকা প্রকাশ করেছে, 109 টি শহরের উপর সার্ভে করে এই সূচী তৈরি করা হয়েছে
দ্বিতীয় স্থানে হেলসিনকি এবং তৃতীয় স্থানে জুরিখ
ভারতের মধ্যে হায়দ্রাবাদ 85 তম স্থান অধিকার করেছে, নতুন দিল্লি 86 তম, মুম্বাই 93 তম এবং ব্যাঙ্গালুরু 95 তম স্থানে রয়েছে


Q.7. দশম BRICS ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার (NSA) শীর্ষসম্মেলনে ভারতের হয়ে নিম্নের কে অংশগ্রহণ করলেন ?

[A] রাজনাথ সিং
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] অমিত শাহ
[D] অজিত দোভাল

Ans : [D] অজিত দোভাল

এই মিটিং - টির আয়োজক দেশ রাশিয়া
এই মিটিং এর প্রধান লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ কে কিভাবে নির্মূল করা যায়, একটি অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাটেজি ড্রাফট ও তৈরি করা হয়েছে
BRICS এর বর্তমান প্রেসিডেন্সি - রাশিয়া ( 2021 এ ভারত হবে)
সদস্য - ব্রাজিল,রাশিয়া,ভারত,চীন এবং দক্ষিণ আফ্রিকা
BRICS প্রতিষ্ঠা - 2009
2020 থিম - BRICS Partnership for Global Stability, Shared Security and Innovative Growth


Q.8. 'World Bamboo দিবস' কবে পালন করা হয় ?

[A] 19 সেপ্টেম্বর
[B] 20 সেপ্টেম্বর
[C] 18 সেপ্টেম্বর
[D] 17 সেপ্টেম্বর

Ans : [C] 18 সেপ্টেম্বর

11 তম ওয়ার্ল্ড ব্যাম্বু দিবস এর থিম - Bamboo Now
ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন প্রেসিডেন্ট - Michel Abadie
সদর দপ্তর - Antwerp, বেলজিয়াম
এছাড়াও এই দিনটা 'World Water Monitoring' দিবস এবং 'International Equal Pay' দিবস হিসেবে পালন করা হয়


Q.9. নিম্নের কোন রাজ্যে 'স্বচ্ছতা ক্যাফে' এর উদ্বোধন করা হলো ?

[A] হিমাচল প্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] অরুণাচলপ্রদেশ

Ans : [A] হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ভার্চুয়ালি সোলান জেলার নালাগাঢ় এ এটার উদ্বোধন করা হলো
এই ক্যাফেটা চালাবে লক্ষী এবং দুর্গা ওমেন সেল্ফ হেল্প গ্রুপ
এই ক্যাফের প্রধান লক্ষ্য দেশীয় খাবার পরিবেশন করা 
হিমাচলপ্রদেশ রাজধানী - সিমলা
রাজ্যপাল - বান্দারু দাত্তারেয়া


Q.10. নিম্মের কোন রাজ্য সরকার 'রোড এক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম' লঞ্চ করলো ?

[A] বিহার
[B] ওড়িশা
[C] হরিয়ানা
[D] মহারাষ্ট্র

Ans : [D] মহারাষ্ট্র

মহারাষ্ট্র সরকার স্বর্গীয় শিব সেনা প্রধান বালাসাহেব ঠাকরে এর স্মরণে এই স্কিম লঞ্চ করেছে
এর ফলে যারা আহত হয় এক্সিডেন্টে তাদের ঠিক সময়ে ট্রিটমেন্ট করা যাবে এবং এর ফলে মৃত্যু হার কমবে
এই স্কিমের অধীনে দুর্ঘটনা স্থানের কাছাকাছি হাসপাতালে 72 ঘন্টার মধ্যে আহত ব্যক্তির ট্রিটমেন্ট করানো যাবে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি


 

              Daily One-Liner Current Affairs



1) সদ্য প্রকাশিত 'Azadi : Freedom. Fascism . Fiction' বইটি লিখেছেন অরুন্ধতী রায়

2) 'এশিয়া গেম চেঞ্জার আওয়ার্ড' 2020 জিতলেন Chef বিকাশ খান্না

3) বিশ্বের মধ্যে প্রথম 'Sovereign Bond' চালু করলো মেক্সিকো

4) ICICI ব্যাংকের Home Finance 'Apna Ghar Dreamz' নামক হোম লোন স্কিম লঞ্চ করলো

5) প্রথমবারের জন্য প্রকাশিত 'India Happiness Report 2020' অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো মিজোরাম

6) ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (IMD) এর 'গ্লোবাল স্মার্ট সিটি ইনডেক্স 2020' তে প্রথম স্থান অধিকার করলো সিঙ্গাপুর

7) দশম BRICS ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার (NSA) শীর্ষসম্মেলনে ভারতের হয়ে নিম্নের অংশগ্রহণ করলেন অজিত দোভাল

8) 'World Bamboo দিবস' পালন করা হয় 18 ই সেপ্টেম্বর, এছাড়াও এই দিনটা 'World Water Monitoring' দিবস এবং 'International Equal Pay' দিবস হিসেবে পালন করা হয়

9) হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ভার্চুয়ালি রাজ্যের মধ্যে প্রথম 'স্বচ্ছতা ক্যাফে' এর উদ্বোধন করলেন

10) মহারাষ্ট্র রাজ্য সরকার 'রোড এক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম' লঞ্চ করলো



আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন :

Post a Comment

0 Comments