Daily Current Affairs in Bengali (17/09/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (17/09/2020) for WBCS/PSC/Rail/SSC




Daily Current Affairs in Bengali (17/09/2020



 



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও :


1.প্রশ্ন : অনলাইন পোকার প্লাটফর্ম 9stacks নিম্নের কোন খেলোয়াড় কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিয়োগ করলো ?

[A] মাহেন্দ্র সিং ধোনি
[B] যুবরাজ সিং
[C] বিরাট কোহলি
[D] সুরেশ রায়না


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : লোকসভায় নতুন একটি বিল পাশ হলো MP দের কত % স্যালারি কেটে নেওয়ার জন্য ?

[A] 30%
[B] 20%
[C] 10%
[D] 40%

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : ভারতের পক্ষ থেকে নিম্নের কোন মন্ত্রী G20 পরিবেশ মন্ত্রক মিটিং এ অংশগ্রহণ করলেন ?

[A] নির্মলা সীতারামন
[B] নরেন্দ্র মোদি
[C] রাজনাথ সিং
[D] প্রকাশ জাভেদকর

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : Titan এর সাথে নিম্নের কোন ব্যাংক যৌথভাবে কন্ট্যাক্টলেস পেমেন্ট ঘড়ি 'Titan Pay' লঞ্চ করলো ?

[A] PNB
[B] SBI
[C] UBI
[D] HDFC

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : সদ্য প্রকাশিত 'Human Capital Index 2020' অনুযায়ী ভারতের র‍্যাঙ্ক কত ?

[A] 105
[B] 110
[C] 116
[D] 120

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : নিম্নের কোন রাজ্যে হাতি পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠতে চলেছে ?

[A] বিহার
[B] ঝাড়খন্ড
[C] হরিয়ানা
[D] ওড়িশা

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : বিশ্বের মধ্যে প্রথম কোন দেশের এয়ারপোর্ট 'COVID-19 5-Star Airport Rating' অর্জন করলো ?

[A] ইতালি
[B] রাশিয়া
[C] জার্মানি
[D] সিঙ্গাপুর

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : সম্প্রতি ভারতের শাস্ত্রীয় নৃত্য,শিল্প স্থাপত্য এবং শিল্প ইতিহাসের শীর্ষস্থানীয় পন্ডিত Kapila Vatsyayan প্রয়াত হলেন,তিনি নিম্নের কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

[A] মুম্বাই
[B] দিল্লি
[C] জয়পুর
[D] কলকাতা

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : রাজ্যের কর্মচারীদের বেতন সঠিক সময়ে পৌঁছে দিতে নিম্নের কোন রাজ্য 'E-muster Roll' লঞ্চ করলো ?

[A] মহারাষ্ট্র
[B] ওড়িশা
[C] অন্ধ্রপ্রদেশ
[D] বিহার

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য সরকার 'Arthika Spandana' নামক লোন বিতরণ প্রকল্প লঞ্চ করলো ?

[A] কেরালা
[B] তেলেঙ্গানা
[C] মহারাষ্ট্র
[D] কর্ণাটক

--------------------------------------------------------------------


Read more Current Affairs ....

         💢  16 th September , 2020

Post a Comment

0 Comments