Daily Current Affairs in Bengali (09/09/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (09/09/2020) for WBCS/PSC/Rail/SSC










Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇👇

=====================================


1.প্রশ্ন : অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (AITA) নব নিযুক্ত প্রেসিডেন্ট কে হলেন ? 

[A] অনিল বক্সী
[B] অনিল গুপ্তা
[C] অনিল শর্মা
[D] অনিল জেইন


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় 'পত্রিকা গেট' এর উদ্বোধন করলেন ?

[A] জয়পুর
[B] কলকাতা
[C] সিমলা
[D] চেন্নাই

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : রাজ্যে ফুড প্রসেসিং কে আরো এগিয়ে নিয়ে যেতে Lawrencedale Agro Processing India (LEAF) এর সাথে নিম্নের কোন রাজ্য চুক্তিবদ্ধ হলো ?

[A] ওড়িশা
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] উত্তরাখন্ড

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : স্নাতক কোর্সের জন্য "Apka Mitra" নামক Chatbot লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

[A] হরিয়ানা
[B] তামিলনাড়ু
[C] কেরালা
[D] ছত্তিশগড়

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : নিম্নের কোন রাজ্যে জৈবনিক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র - এর উদ্বোধন করা হলো ?

[A] রাজস্থান
[B] উত্তরপ্রদেশ
[C] বিহার
[D] হরিয়ানা

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য দেশের মধ্যে প্রথম এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে ?

[A] মধ্যপ্রদেশ
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] তামিলনাড়ু

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন রাজ্যে 'ই-ফাইলিং কনজিউমার কমপ্লেন্ট সিস্টেম' পোর্টরাল লঞ্চ করা হলো ?

[A] পশ্চিমবঙ্গ
[B] ঝাড়খন্ড
[C] বিহার
[D] দিল্লি

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : বিশ্বের প্রথম সোলার টেকনোলজি সম্মেলন 2020 ভার্চুয়ালি নিম্নের কে উদ্বোধন করলেন ?

[A] ডোনান্ড ট্রাম্প
[B] জাস্টিন টুডু
[C] স্কট মরিশন
[D] নরেন্দ্র মোদি

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : দিল্লী-মিরাট RRTS করিডর এর জন্য ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর মধ্যে কত টাকার লোন চুক্তি হলো ?

[A] $300 মিলিয়ন
[B] $400 মিলিয়ন
[C] $500 মিলিয়ন
[D] $600 মিলিয়ন

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নের কোন স্কিম সম্প্রতি লঞ্চ করলেন ?

[A] প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনা
[B] প্রধানমন্ত্রী মৎস যোজনা
[C] কেন্দ্র মৎস সম্পদ যোজনা
[D] মৎস কেন্দ্রিক যোজনা

--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফাইরস পড়ো :

⚛️   8th সেপ্টেম্বর , 2020

Post a Comment

0 Comments