Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 10

 Bengali GK Guide || বাংলা জিকে গাইড || Part - 10




❂ 1) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?

Ans : মঙ্গল পান্ডে

❂ 2) সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?

Ans : 1782

❂ 3) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?

Ans : ডাফরিন

❂ 4) গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে নির্বাণ লাভ করেন ?

Ans : অশ্বত্থ বৃক্ষের নীচে

❂ 5) কবীরের ভক্তিমূলক গানকে কি বলা হয় ?

Ans : দোঁহা

❂ 6) পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে ?

Ans : মর্লেমিন্টো আইন

❂ 7) মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল ?

Ans : ফার্সি

❂ 8) জামা মসজিদ কে নির্মান করেন ?

Ans : শাহজাহান

❂ 9) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

Ans : কৃষ্ণকুমার মিত্র

❂ 10) আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন ?

Ans : মালিক কাফুর



আরো জিকে গাইড পড়ুন : 

♈   GK Guide Part - 09



Post a Comment

0 Comments