Daily Current Affairs in Bengali (30/08/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (30/08/2020) for WBCS/PSC/Rail/SSC







Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                  তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇

*****************************************



1.প্রশ্ন : নিম্নের কোন ব্যাংক তার ইনিশিয়েটিভ 'Nayi Disha' এর জন্য Human Capital Management Excellence Award 2020 পেতে চলেছে ?

[A] UBI
[B] PNB
[C] SBI
[D] RBI




-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : ভারত মায়ানমার কে কত টাকা অর্থ সাহায্য দিল ভারত-মায়ানমার বর্ডার অঞ্চলের উন্নতির জন্য ?

[A] $5 mn
[B] $ 4 mn
[C] $3 mn
[D] $10 mn



-----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  নিম্নের কোন দেশ রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া সামরিক অনুশীলন 'Kavkaz 2020' থেকে নিজেদের সরিয়ে নিল ?

[A] ভারত
[B] চীন
[C] রাশিয়া
[D] বাংলাদেশ



-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : 'তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার আওয়ার্ড' এ নিম্নের কাকে সম্মানিত করা হলো ?

[A] সত্যেন্দ্র গুপ্তা
[B] সত্যেন্দ্র সিং মিশ্র
[C] সত্যেন্দ্র সিং লোহিয়া
[D] সত্যেন্দ্র সিং আলুওয়ালিয়া



-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : নিম্নের কোন মহিলা হকি প্লেয়ার কে মধ্যপ্রদেশ সরকার 'একালব্য আওয়ার্ড' প্রদান করলো ?

[A] ঈশিকা চৌধুরী
[B] ঈশিকা গুপ্তা
[C] ঈশিকা রায়
[D] ঈশিকা শানয়



-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : মানালি থেকে লে কে সংযুক্ত করা 46 কিমি দীর্ঘ অটল টানেল' নিম্নের কোন মন্ত্রী উদ্বোধন করতে চলেছেন ? 

[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদি
[C] নির্মলা সীতারামন
[D] কিরেন রিজিজু



-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন রাজ্য সরকার 'মেজর ধ্যানচাঁদ বিদ্যাপীঠ যোজনা' চালু করলো ?

[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] ওড়িশা



-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : নিম্নের কোন সংস্থা 'Pensioners Corner' নামে একটি app লঞ্চ করলো ? 

[A] IAF
[B] BSF
[C] CRPF
[D] CISF 



----------------------------------------------------------------------
9.প্রশ্ন : ভারতের প্রথম আন্তর্জাতিক মহিলা ট্রেড সেন্টার কোথায় গড়ে উঠতে চলেছে ?

[A] তামিলনাড়ু
[B] কর্ণাটক
[C] কেরালা
[D] তেলেঙ্গানা



---------------------------------------------------------------------
10.প্রশ্ন : সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরোর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হলেন ?

[A] ঊষা পাড়ে
[B] ঊষা সেন
[C]ঊষা সেনশর্মা
[D] ঊষা গুপ্তা



--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

✝️   29th আগস্ট, 2020

Post a Comment

0 Comments