Daily Current Affairs in Bengali (29/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (29/08/2020) for WBCS/PSC/Rail/SSC





Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                  তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇

**************************************



1.প্রশ্ন : Q.1. জাতীয় ক্রীড়া দিবস ( National Sports Day) কবে পালন করা হয় ?

[A] 27 আগস্ট
[B] 28 আগস্ট
[C] 29 আগস্ট
[D] 30 আগস্ট



-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : নিম্নের কোন দেশের দীর্ঘসময় ধরে কার্যরত প্রধানমন্ত্রী Shinzo Abe পদত্যাগ করলেন ?

[A] চীন
[B] উত্তর কোরিয়া
[C] জাপান
[D] জার্মানি



-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : 51 তম আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম উৎসব (International Film Festival of India) কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

[A] গোয়া
[B] মুম্বাই
[C] কলকাতা
[D] দিল্লী



-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 'Black Panther' এ অভিনয় করা অভিনেতা Chadwick Boseman সদ্য প্রয়াত হলেন,তার মুভি 'Black Panther' কত গুলো অ্যাকাডেমী আওয়ার্ড বা অস্কার জিতেছিল ?

[A] 2 টো
[B] 3 টে
[C] 4 টে
[D] 1 টা



-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : নিম্নের কোন অলরাউন্ডার T-20 ক্রিকেটে 500 উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হলেন

[A] Sohail Tanvir
[B] Imran Tahir
[C] Sunil Narine
[D] Dwayne Bravo



-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Chunauti' next জেনারেশন স্টার্টআপ চ্যালেঞ্জ লঞ্চ করলেন ?

[A] ধর্মেন্দ্র প্রধান
[B] নির্মলা সীতারামন
[C] রবি শঙ্কর প্রসাদ
[D] রমেশ পোখরিয়াল



-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : নিম্নের কোন মন্ত্রী ইস্ট এশিয়া সামিট ইকোনমিক মিনিস্টার্স মিটিং (EAS-EMM) এ অংশগ্রহণ করলেন ?

[A] অমিত শাহ
[B] রাজনাথ সিং
[C] নিমলা সীতারামন
[D] পীযুষ গোয়েল



-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার জন্য নিম্নের কোন দেশের Beximco Pharmaceuticals লিমিটেড ভারতের সিরাম ইনস্টিটিউট এর সাথে চুক্তিবদ্ধ হলো ?

[A] নেপাল
[B] পাকিস্তান
[C] শ্রীলঙ্কা
[D] বাংলাদেশ



----------------------------------------------------------------------
9.প্রশ্ন : ভারতের সাথে নিম্নের কোন দেশের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 'Defence Policy Dialogue' সম্পন্ন হলো ?

[A] জাপান
[B] সিঙ্গাপুর
[C] চীন
[D] রাশিয়া



---------------------------------------------------------------------
10.প্রশ্ন : টেনিস জগতের উজ্জ্বলতম পুরুষ-যুগল Bob Bryan এবং Mike Bryan (Bryan Brothers) অবসর গ্রহণ করলেন,পুরুষ দল হিসেবে তাদের মোট গ্র্যান্ড স্ল্যাম কত গুলি ?

[A] 15 টি
[B] 18 টি
[C] 16 টি
[D] 17 টি



--------------------------------------------------------------------

আরো কারেন্ট আফফায়ার্স পড়ুন :

⬛   28 শে আগস্ট, 2020

Post a Comment

0 Comments