Daily Current Affairs in Bengali (24/08/2020) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (24/08/2020) for WBCS/PSC/Rail/SSC










Hello বন্ধুরা, 

                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇


1.প্রশ্ন : সম্প্রতি নিম্নের কাকে ICC - র হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা হলো ?
[A] জ্যাক কালিস
[B] লিসা কাপরিনি স্থালেকার 
[C] সাঈদ জাহির আব্বাস কিরমানি
[D] উপরের সবাই


-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : নিম্নের কোন অ্যাপে ভারত সরকার 'Open API সার্ভিস' চালু করলো ?
[A] MyGov
[B] UMANG
[C] Aarogya Setu
[D] ePathshala

-----------------------------------------------------------------------
3.প্রশ্ন : সম্প্রতি কেন্দ্র সরকার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সুরক্ষা,অধিকার মনিটর করার জন্য ন্যাশনাল কাউন্সিল গঠন করলো,তাতে কজন মেম্বার থাকবে ?
[A] 40
[B] 30
[C] 20
[D] 10

-----------------------------------------------------------------------
4.প্রশ্ন : নিম্নের কোন দেশ নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট 'Gaofen-9 05' সফল ভাবে উৎক্ষেপণ করলো ?
[A] জাপান
[B] উত্তর কোরিয়া
[C] দক্ষিণ কোরিয়া
[D] চীন

-----------------------------------------------------------------------
5. প্রশ্ন : ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে কোথায় উদ্বোধন করা হলো ?
[A] গুয়াহাটি, আসাম
[B] কলকাতা, পশ্চিমবঙ্গ
[C] জয়পুর, রাজস্থান
[D] সুরাট, গুজরাট

-----------------------------------------------------------------------
6.প্রশ্ন : নিম্নের কোন রাজ্য ড্রাগনফ্লাই ফেস্টিভাল 'Thumbimahotsavam 2020' লঞ্চ করলো ?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] মহারাষ্ট্র
[D] তেলেঙ্গানা

-----------------------------------------------------------------------
7. প্রশ্ন : সদ্য প্রকাশিত বই 'One Arranged Murder' কে লিখেছেন ?
[A] অরুন্ধতী রয়
[B] চেতন ভগৎ
[C] বিক্রম শেঠ
[D] অমিতাভ ঘোষ

-----------------------------------------------------------------------
8.প্রশ্ন : নিম্নের কোন ব্যাংক 'Gig-a-Opportunities' নামে কর্মী নিয়োগের উদ্যোগ শুরু করলো ?
[A] Yes Bank
[B] Axis Bank
[C] HDFC Bank
[D] ICICI

----------------------------------------------------------------------
9.প্রশ্ন : হিমাচল প্রদেশের ষষ্ঠ রাজ্য ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ?
[A] Satpal Biren Singh
[B] Amrut Setti
[C] Nispal Singh
[D] Satpal Singh Satti

---------------------------------------------------------------------
10.প্রশ্ন : UEFA চ্যাম্পিয়নস লীগ 2020 জয়ী হলো কোন দল ?
[A] Bayern Munich
[B] Paris Saint German
[C] Manchester City
[D] Juventus

--------------------------------------------------------------------


For Daily Current Affairs do Visit us.

Thank You.





Post a Comment

0 Comments