Daily Current Affairs in Bengali (23/08/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (23/08/2020) for WBCS/PSC/Rail/SSC









Hello বন্ধুরা, 

                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্নের নীচের লিংকে ক্লিক করে উত্তর দেখে নাও 👇👇👇👇👇



Q.1. ভারতের প্রথম প্রাইভেট সেক্টরের তৈরি রকেট পরীক্ষা করা হলো কোথায় ?


[a] পোখরান
[b] কচ্ছের রন
[c] জয়পুর
[d] বিশাখাপত্তনম


Q.2. ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি আন্তর্জাতিক শাখা NPCI international লঞ্চ করলো,যার প্রধান হলেন -


[a] ভিনেশ জোশী
[b] মহেশ শুক্লা
[c] দেবেন্দ্র মিত্র
[d] রিতেশ শুক্লা



Q.3. ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে ক্যানসার কেস 2025 সালের মধ্যে কত শতাংশ বাড়বে ?


[a] 10%
[b] 11%
[c] 12%
[d] 15%


Q.4. ওমেন এমপাওয়ারমেন্ট স্কিম YSR Cheyutha স্কিম রাজ্যে বাস্তবায়িত করার জন্য রিলায়েন্সের সাথে নিম্নের কোন রাজ্য চুক্তি স্বাক্ষর করলো ?


[a] রাজস্থান
[b] মধ্যপ্রদেশ
[c] উত্তরপ্রদেশ
[d] অন্ধ্রপ্রদেশ


Q.5. নিম্নের কোন প্রাইভেট সেক্টর 'Loan against Securities' স্কিম লঞ্চ করলো ?


[a] ICICI
[b] AXIS
[c] Yes Bank
[d] IDBI


Q.6. নিম্নের কোন কোন দেশ চীনের আধিপত্য কমানোর জন্য নিজেদের মধ্যে শক্তিশালী সাপ্লাই চেন তৈরি করার উদ্যোগ নিতে চলেছে ?


[a] ইন্ডিয়া
[b] জাপান
[c] অস্ট্রেলিয়া
[d] উপরের সবাই


Q.7. কারেন্সি নোট কে স্যানিটাইজ করার জন্য সম্প্রতি DRDO-র তৈরি করা ডিভাইসটির নাম কি ?


[a] CURRENCYCLEAN
[b] NOTESCLEAN
[c] PAISACLEAN
[d] NOTECLEAN


Q.8. নিম্নের কোন রাজ্য 2023 এর মধ্যে রাজ্যের সব বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন (100%) পৌঁছে দেবে বলে বদ্ধপরিকর হলো ?


[a] মেঘালয়
[b] অরুণাচলপ্রদেশ
[c] অন্ধ্রপ্রদেশ
[d] মহারাষ্ট্র


Q.9. ICICI Lombard জেনারেল ইন্স্যুরেন্স নিম্নের কোনটির সাথে যুক্ত হতে চলেছে ?


[a] Bharti AXA
[b] Reliance
[c] LIC
[d] New India Assurance


Q.10. নিম্নের কোন মন্ত্রক ষষ্ঠ গোল টেবিল বৈঠক ASEAN-India Network of Think Tanks (AINTT) আয়োজন করলেন ?


[a] মিনিস্ট্রি অফ হোম আফফায়ার্স
[b] মিনিস্ট্রি অফ ডিফেন্স
[c] ফাইন্যান্স মিনিস্ট্রি
[d] এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্ট্রি





                             এই লিঙ্কে ক্লিক করে উত্তর দেখে নাও 





Follow us for Daily Updates.







Post a Comment

0 Comments