Mock Test -1 || আসন্ন রেলের গ্রুপ D,ফুড ইন্সপেক্টরের পরীক্ষার জন্য|| খুবই গুরুত্বপূর্ণ !!

Mock Test রেলের গ্রুপ D পরীক্ষা,ফুড সাব-ইন্সপেক্টর ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই উপকারী



           Hello বন্ধুরা, জব গাইড সাইটে সবাইকে স্বাগত। যারা সরকারী চাকরী পেতে চাও কিংবা যারা রাত দিন খেটে চলেছ একটা চাকরী পাবার লক্ষ্যে তাদের পাশে জব গাইড সব সময়ই আছে।এই সাইট টির মাধ্যমে তোমরা চাকরী সংক্রান্ত যেকোনো স্টাডি ম্যাটেরিয়ালস পাবে। আমাদের নোটস,কুইজ,pdf এবং প্রশ্ন উত্তর সেট গুলো পাবার জন্য প্রতিদিন ভিসিট করো আমাদের সাইটটা।আশা করবো তোমাদের উপকারই লাগবে।




        বন্ধুরা সামনেই রেলের গ্রুপ D পরীক্ষা,আশা করি এত দিন এডমিট পেয়ে গেছো। প্রস্তুতিও তুঙ্গে নিশ্চয়। এছাড়া সামনে রয়েছে ফুড সাব ইনস্পেক্টরের পরীক্ষা । যত পরীক্ষা তত সুযোগ একটা চাকরী ছিনিয়ে নেবার।
       তোমার প্ৰস্তুতির ধার আরো বাড়াতে আজ আমরা নিয়ে এসেছি একটি Mock Test . তোমরা সবাই অংশগ্রহণ করো,বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই এটা তৈরি করা হয়েছে।

 Mock Test এর কিছু তথ্য :

 প্রশ্ন - ১৫ টি
সময় - ৫ মিনিট
প্রতিটি প্রশ্নের মান - ২ নম্বর
পূর্নমান - ৩০

 কেন Mock Test দেবে ?

 ● কারন তোমরা জানোই হয়তো রেলের গ্রুপ D পরীক্ষা টা online হতে চলেছে তাই Mock Test খুবই উপযোগী।বাড়িতে বসেই পরীক্ষার পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার জন্য। বি:দ্র: সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে Grade Me করলেই নিজের নিজের স্কোর দেখতে পাবে। একদম নীচে সঠিক উত্তর গুলো দেওয়া থাকবে। Mock Test টির শেষে মিলিয়ে নিও এবং Comment করে জানিও কত স্কোর এলো।




Mock Test-1



  1. টেলিযোগাযোগের জন্য কোন ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?

  2. অবলোহিত তরঙ্গ
    অতিবেগুনি রশ্মি
    মাইক্রো তরঙ্গ
    X - রশ্মি


  3. নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?

  4. রবার
    নাইলন 6-6
    PVC
    বেকালাইট

  5. প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব টির প্রবক্তা হলেন

  6. জে.বি.এস হোল্ডেন
    জি.জে মেন্ডেল
    এ.আই.ওপারিন
    সি.আর.ডারউইন


  7. মানুষের স্বাভাবিক রক্ত -

  8. অম্লিক
    ক্ষারীয়
    প্রশমিত
    পরিবর্তনশীল


  9. নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপদজনক

  10. আলফা
    বিটা
    গামা
    এক্স রে


  11. আলোকবর্ষ কিসের একক

  12. ময়
    দূরত্ব
    আলো
    আলোর প্রাবল্য


  13. LCD এর পুরো নাম কি ?

  14. লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
    লো কারেন্ট ডিসপ্লে
    লাইট সার্কিট ডিসপ্লে
    ওপরের কোনোটাই সত্য নয়


  15. বাযু মন্ডলের কোন বিরলতম গ্যাস কোনটি সর্বাধিক পরিমানে থাকে ?

  16. হিলিয়াম
    নিয়ন
    আর্গন
    জেনন


  17. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?

  18. প্ল্যাটিনাম
    রূপো
    লোহা
    সোনা


  19. সাধারণত বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ কোনটি ?

  20. সমান্তরাল সজ্জা
    শ্রেণী সজ্জা
    শ্রেণী ও সমান্তরাল সজ্জা
    উপরের কোনটিই নয়


  21. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?

  22. প্রতিসরণ
    অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
    বিক্ষেপ
    প্রতিফলন


  23. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?

  24. মূল
    কান্ড
    পাতা
    ফুলের মুকুল


  25. নিচের কোনটি প্রকৃত ফল নয় ?

  26. খেজুর
    কুল
    আপেল
    আঙুর


  27. নিচের কোনটি প্রোটিন এর অভাবে হয় ?

  28. পেলেগ্রা
    রিকেট
    কোয়াশিয়রকর
    রেটিনোব্লাসটোমা


  29. ছত্রাক সংক্রমনে কোন রোগটি ছড়ায় ?

  30. পোলিও
    ম্যালেরিয়া
    ডার্মাটাইটিস
    কলেরা





Answer key :

1.C   2.C   3.D  4.B  5.C  6.B  7.A  8. A  9.D  10.A  11.B  12.D  13.C  14.C  15.C

এমন আরো আরও মক টেস্ট পেতে ,নোটস পেতে আমাদের সাইট টি রোজ ফলো  করুন 

Post a Comment

0 Comments