বিভিন্ন রাজ্যের রাজ্যপাল || Pdf ডাউনলোড || গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |


রাজ্যের রাজ্যপাল Pdf ডাউনলোড গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



নমস্কার বন্ধুরা,   আপনারা কেমন আছেন ? আশা করবো ভালোই আছেন। আপনাদের প্রত্যেককে জব গাইড সাইটে স্বাগত। জব গাইড একটি ফ্রেন্ডলি সাইট যার মাধ্যমে আপনারা কেন্দ্রীয় কিংবা রাজ্য স্তরের যেকোনো চাকরী পরিক্ষার জন্য স্টাডি মেটিরিয়ালস আপনারা পেয়ে থাকেন।আমরা চেষ্টা করি সেগুলো সবসময় যাতে আপনাদের উপকারে লাগে।
 
        সামনেই রেলের গ্রুপ D,তারপরে আসছে ফুড সাব ইন্সপেক্টর এবং স্কুল ইন্সপেক্টর এর পরীক্ষা। হাতে সময় খুব ই কম।তাই আজ আমরা নিয়ে এসেছি বিভিন্ন রাজ্যের রাজ্যপালের নামের Pdf। এই বিষয়টি থেকে দেখা গেছে ১/২ টি প্ৰশ্ন পরীক্ষায় আসে।তাই আপনার উত্তর দিতে পারেন তার জন্যই এই Pdf টি।
       Pdf টি আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তবে তার আগে কিছু নমুনা দেখে নিন।



1. অন্ধ্রপ্রদেশ এর রাজ্যপাল কে ? => ই.এস.এল নরসিমহান ( E.S.L. Narasimhan). 

 2. অরুণাচল প্রদেশের রাজ্যপাল কে ? => বি.ডি. মিশ্র ( B.D. Mishra ) 

 3. আসামের রাজ্যপাল কে ? => জগদীশ মুখী ( Jagdish Mukhi ) 

 4. বিহারের রাজ্যপাল কে ? => লাল জি ট্যান্ডন ( Lal Ji Tandon ) 

 5. ছত্তিশগড়ের রাজ্যপাল কে ? => আনন্দীবেন প্যাটেল ( Anandiben Patel ) 

 6. গোয়ার রাজ্যপাল কে ? => মৃদুলা সিনহা ( Mridula Sinha ) 

 7. গুজরাটের রাজ্যপাল কে ? => ওম প্ৰকাশ কোহলি ( Om Prakash Kohli ) 

 8. হরিয়ানার রাজ্যপাল কে ? => সত্যদেব নারায়ণ আরিয়া ( Satyadev Narayan Arya ) 

 9. হিমাচল প্রদেশের রাজ্যপাল কে ? => আচার্য দেব ভ্রাট ( Acharya Dev Vrat ) 

 10. জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল কে ? => সত্য পাল মালিক( Satya Pal Malik ) 

 11. ঝাড়খণ্ডের রাজ্যপাল কে ? => দ্রৌপদী মুরমু ( Draupadi Murmu ) 

 12. কর্ণাটকের রাজ্যপাল কে ? => ভাজুভাই রুদাভাই ভালা ( Vajubhai Rudabhai Vala ) 

 13. কেরালার রাজ্যপাল কে ? => পি. সথাসিভম ( P. Sathasivam ) 


 14. মধ্যপ্রদেশের রাজ্যপাল কে ? => আনন্দীবেন প্যাটেল ( Anandiben Patel ) 

 15. মহারাষ্ট্রের রাজ্যপাল কে ? => সি. বিদ্যাসাগর রাও ( C. Vidyasagar Rao ) 
www.jobguidee.com
 16. মণিপুরের রাজ্যপাল কে ? => নাজমা. এ. হেপতুল্লা ( Najma. A. Heptulla ) 

 17. মেঘালয়ের রাজ্যপাল কে ? => তথাগত রায় ( Tathagata Roy ) 

 18. মিজোরামের রাজ্যপাল কে ? => কুম্মানাম রাজসেখারান ( কুম্মারাম Rajsekharan ) 

 19. নাগাল্যান্ডের রাজ্যপাল কে ? => পদ্মনভ আচার্য ( Padmanabha Acharya )

 20. ওড়িশার রাজ্যপাল কে ? => এস.সি. জামির ( S.C. Jamir ) 

 21. পাঞ্জাবের রাজ্যপাল কে ? => ভি.পি. সিং বাদনর ( V P Singh Badnore ) 

 22. রাজস্থানের রাজ্যপাল কে ? => কল্যাণ সিং ( Kalyan Singh ) 

 23. সিকিমের রাজ্যপাল কে ? => গঙ্গা প্রসাদ ( Ganga Prasad ) 

 24. তামিল নাড়ুর রাজ্যপাল কে ? => বানআরিলাল পুরহিত ( Banwarilal Purohit ) 

25. তেলেঙ্গানার রাজ্যপাল কে ? => ই.এস.এল নরসিমহান ( E.S.L. Narasimhan ) 

 26. ত্রিপুরার রাজ্যপাল কে ? => কাপ্তান সিং সোলানকি ( Kaptan Singh Solanki )
www.jobguidee.com
 27. উত্তরপ্রদেশের রাজ্যপাল কে ? => রাম নায়েক ( Ram Naik ) 

 28. উত্তরাখণ্ডের রাজ্যপাল কে ? => বেবি রানী মৌর্য ( Baby Rani Maurya ) 

 29. পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ? => কেশরী নাথ ত্রিপাঠি ( Keshari Nath Tripathi ) 


 এবার আমরা ৭ টি কেন্দ্র শাসিত রাজ্যের রাজ্যপালের নাম গুলো 

 1. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের রাজ্যপাল কে ? => ডি. কে . জোশী ( D.K. Joshi ) 

 2. দিল্লীর রাজ্যপাল কে ? => অনিল বাইজল ( Anil Baijal ) 

 3. পন্ডিচেরির রাজ্যপাল কে ? => কিরণ বেদী ( Kiran Bedi ) 
www.jobguidee.com
 4. চণ্ডীগড়ের রাজ্যপাল কে ? => ভি. পি. সিং বাদনর ( V.P.Singh Badnore ) 

 5. দাদরা ও নগর হাভেলির রাজ্যপাল কে ? => প্রফুল খোরা প্যাটেল ( Praful Khoda Patel ) 

 6. দমন ও দিউ এর রাজ্যপাল কে ? => প্রফুল খোরা প্যাটেল ( Praful Khoda Patel ) 

 7. লাক্ষাদীপ পুঞ্জের রাজ্যপাল কে ? => ফারুক খান ( Farooq Khan ) 

 ● কিছু গুরুত্বপূর্ণ তথ্য : 
 ■ কোনো ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল সরজিনী নাইডু ।
■ ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হলেন দ্রৌপদী মুরমু ।
■ এ.কে. কিদওয়াই সব থেকে দীর্ঘদিন ধরে কর্মরত রাজ্যপাল ।
■ সংবিধানের আর্টিকেল ১৫৭ এবং ১৫৮ এ তে রাজ্যপাল এর প্রয়োজনীয়তা এবং অনান্য রাজ্যপাল সংক্রান্ত তথ্য নথিভুক্ত আছে ।
■ রাজ্যপাল হতে গেলে
    ● ভারতীয় নাগরিক হতে হবে
    ● বয়েস ৩৫ বছর কিংবা তার বেশি হতে হবে 
    ● M.P বা MLA হলে হবে না
    ● Profit আছে এমন কোনো পদের দায়িত্বে থাকলে হবে না ।

File Details :

File Type : pdf
file size : 543 kb
Location : Google drive

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন

Post a Comment

0 Comments