জেনারেল সায়েন্সের ৬০ টি প্রশ্ন ( পর্ব -১ ) pdf ডাউনলোড খুব গুরুত্বপূর্ণ ফায়ার অপারেটর,রেলের গ্রুপ D এবং ফুড সাব ইন্সপেক্টর এর পরীক্ষার জন্য
Hello বন্ধুরা, জব গাইড সাইটে সবাইকে স্বাগত। যারা সরকারী চাকরী পেতে চাও কিংবা যারা রাত দিন খেটে চলেছ একটা চাকরী পাবার লক্ষ্যে তাদের পাশে জব গাইড সব সময়ই আছে।এই সাইট টির মাধ্যমে তোমরা চাকরী সংক্রান্ত যেকোনো স্টাডি ম্যাটেরিয়ালস পাবে। আমাদের নোটস,কুইজ,pdf এবং প্রশ্ন উত্তর সেট গুলো পাবার জন্য প্রতিদিন ভিসিট করো আমাদের সাইটটা।আশা করবো তোমাদের উপকারই লাগবে।
সামনেই ফায়ার অপারেটর,রেলের গ্রুপ D এবং ফুড সাব ইন্সপেক্টর এর পরীক্ষা।যে পরীক্ষা গুলোতে জেনারেল সায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
তাই আজ জেনারেল সায়েন্সের ৬০ টি প্রশ্ন ( পর্ব -১ ) নিয়ে এসেছি। প্রশ্ন গুলোর নমুনা কিছু দেখে নিন এবং নিচের লিঙ্কে ক্লিক করে Pdf টি নামিয়ে নিন।
1. জলের সঙ্গে লবন মেশালে কি ঘটে ? => হিমাঙ্ক কমে যায়
2. মহাকাশ থেকে আকাশের রঙ কেমন ? =>কালো
3. পৃথিবী থেকে মহাকাশের রঙ নীল দেখায় কেন ? => কারণ অন্যান্য রঙের তুলনায় নীল রঙ বেশি বিচ্ছুরিত হয়ে পড়ে এবং আমাদের চোখে সেই নীল রং প্রদর্শিত হয়
4. মহাকাশের রঙ কালো দেখায় কেন ? => কারন কোন বায়ুমন্ডল থাকে না বলে কোনো রঙ বিচ্ছুরিত হতে পারে না।
5. ধাতুর উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে? => গ্যালভানাইজেশন
6. জিভের অগ্রভাগে কোন স্বাদ কোরক থাকে ? => মিষ্টি
7. জলের বাষ্পীভবনের লীনতাপ কত ? => ৫৩৯ ক্যালোরি / গ্রাম
8. মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ? => লিভার
9. মানব দেহের সব থেকে বড় অঙ্গের নাম কি ? => ত্বক ( চামড়া )
10. মানব দেহের সব থেকে বড় কোষের নাম কি ? => ডিম্বাণু বা ডিম্বাশয়
11. মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম কি ? => শুক্রাণু
12. মায়াটোম পেশী কোন প্রাণীতে থাকে ? => মাছের শরীরে
13. তড়িৎ প্রবাহের একক কি ? => অ্যাম্পিয়ার
14. ভিনিগার কি ? => অ্যাসিটিক অ্যাসিডের দ্রবন
15.উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায় কোন পদ্ধতিতে ? => বাষ্পমোচন
16. মস্তিষ্কের আবরণীকে কি বলে ? => মেনিনজেস
17. ফুসফুসের আবরণী কে কি বলে ? => প্লুরা
18. হৃৎপিণ্ডের আবরণী কে কি বলে ? => পেরিকার্ডিয়াম
19. মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থির নামে কি ? => পিটুইটারী গ্রন্থি
20. মাস্টার গ্ল্যান্ড কাকে বলে ? => পিটুইটারী গ্রন্থি
21. মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি ? => পিটুইটারী গ্রন্থি
22. পিটুইটারী গ্রন্থিটি কোন প্রকার গ্রন্থি ? => অন্ত:ক্ষরা গ্রন্থি
23. পিটুইটারী গ্রন্থি টি কোথায় অবস্থিত ? => মস্তিষ্কে
এমন ৬০ টি প্রশ্ন
Click here to Download :
file type : pdf
file size : 322 kb
location : google drive
এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন
এই লিঙ্কে ক্লিক করে Mock Test এ অংশগ্রহন করুন
এই লিঙ্কে ক্লিক করে ৬০ টি গুরুত্বপূর্ণ কারেন্ট Affairs এর pdf টি ডাউনলোড করুন
এমন এমন আরো নোটস,কুইজ এবং মক টেস্ট পেতে আমাদের সাইটটি রোজ Visit করুন
0 Comments
Please do not share any spam link in the comment box