Monthly Current Affairs in Bengali | Month of April, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
এপ্রিল মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে April Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
✪ ভারত সরকার প্রতিবছর 1 - 7 ই এপ্রিল পর্যন্ত Prevention of Blindness সপ্তাহের আয়োজন করে, এছাড়া গত 2 রা এপ্রিল World Autism Awareness দিবস পালিত হলো, এ বছরের বিষয় - 'Contribution of Autistic Individuals at Home, at Work, in the Arts, and Policymaking'
✪ প্রতিবছর 18 ই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালিত হয়, এবছরের থিম - 'Heritage Changes'
✪ ভারতীয় বংশোদ্ভূত রোবোটিক্স ইঞ্জিনিয়ার Amit Kshatriya NASA -র নব-গঠিত Moon to Mars Programme এর নেতৃত্ব দিতে চলেছে
✪ ইউএস সেনেট রিচার্ড ভার্মা কে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ফর ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স পদে নিযুক্ত করলো
✪ Sumil Vikamsey কে ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে নিযুক্ত করলো Hitachi Payment Services
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13



0 Comments
Please do not share any spam link in the comment box