Monthly Current Affairs in Bengali | Month of February, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
ফেব্রুয়ারি মাস শেষ 1 থেকে 28 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে February Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
➥ প্রতি বছর 2 রা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস দিবস পালিত হয়, এবছরের থিম - 'It’s Time for Wetlands Restoration'
➥ প্রতি বছর 4 ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয়, এবছরের থিম - 'Close The Care Gap'
➥ প্রতিবছর 13 ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়, এবছরের থিম - 'Radio and Peace', এছাড়া প্রতিবছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার (এবছর 13 ই ফেব্রুয়ারি) আন্তর্জাতিক এপিলেপ্সি দিবস পালিত হয়
➥ ভারতীয় রিজার্ভ ব্যাংকের 'Financial Literacy Week' পালিত হবে 13 থেকে 17 ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবছরের থিম - 'Good Financial Behaviour - Your Saviour'
➥ প্রতিবছর 17 ই ফেব্রুয়ারি Global Tourism Resilience দিবস পালন করা হয়
➥ প্রতিবছর 18 ই ফেব্রুয়ারি World Pangolin Day পালিত হয়
➥ গত 19 শে ফেব্রুয়ারি Soil Health Card দিবস পালন করা হলো
➥ প্রতি বছর 22 শে ফেব্রুয়ারি World Thinking Day পালিত হয়, এবছরের থিম - 'Our World, Our Peaceful Future', এছাড়া এই দিনটি World Scout Day হিসেবে পালিত হলো
➥ Equatorial Guinea দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Manuela Roka Botey কে নিযুক্ত করা হলো
➥ SIFL, SEFL এর উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে ভি রামচন্দ্র কে নিযুক্ত করলো RBI
➥ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর কে Puma India এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো
➥ চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন কে সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো NMDC
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 12



0 Comments
Please do not share any spam link in the comment box