Monthly Current Affairs in Bengali | Month of October, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
অক্টোবর মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে October Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
◉ প্রতি বছর 2 রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়
◉ প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার (এবছর 3 রা অক্টোবর) World Habitat দিবস পালিত হয়, এবছরের থিম - 'Mind the Gap. Leave No One and Place Behind'
◉ প্রতি বছর অক্টোবর মাসের 01 থেকে 31 তারিখ পর্যন্ত Breast Cancer Awareness মাস পালিত হয়
◉ প্রতি বছর 8 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়, এছাড়া গত 7 ই অক্টোবর বিশ্ব কটন দিবস পালিত হলো, এবছরের থিম - 'Weaving a better future for cotton'
◉ এডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) এর নতুন চেয়ারম্যান পদে এন এস রাজন কে নিযুক্ত করা হলো
◉ ফিনটেক প্লাটফর্ম Stashfin এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে বিজয় জাসুজা কে নিযুক্ত করা হলো
◉ রাজনীত কোহলি কে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো Britannia ইন্ডাস্ট্রিজ
◉ চিফ অফ ডিফেন্স স্টাফ পদে লিউটেন্যান্ট জেনারেল অনিল চৌহান কে নিযুক্ত করলো ভারত সরকার
◉ HPCL এর রিফাইনারিজ এর ডিরেক্টর পদে এস ভারথন কে নিযুক্ত করা হলো
◉ ইন্ডিয়ান আমেরিকান চেম্বার্স অফ কমার্স (IACC) এর ন্যাশনাল প্রেসিডেন্ট পদে ললিত ভাসিন কে নিযুক্ত করা হলো
◉ ইন্টারন্যাশনাল এস্ট্রোনটিক্যাল ফেডারেশনের (IAF) ভাইস-প্রেসিডেন্ট পদে ISRO বিজ্ঞানী অনিল কুমার কে নিযুক্ত করা হলো
◉ CRPF এর নতুন ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিতে চলেছেন সুজয় লাল থাওসেন এবং ITBP - র নতুন ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন অনিশ দয়াল সিং
◉ বর্ষীয়ান আমলা অজয় ভাদো কে ডেপুটি ইলেকশন কমিশনার পদে নিযুক্ত করা হলো
◉ GAIL লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সন্দীপ কুমার গুপ্ত
◉ ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ডিরেক্টর জেনারেল পদে সঞ্জীব কিশোর কে নিযুক্ত করা হলো
◉ ভারতীয় বংশোদ্ভূত সার্জেন জেনারেল ড: বিবেক মূর্তি কে WHO এক্সিকিউটিভ বোর্ডে US রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হলো
◉ Burkina Faso এর রাষ্ট্রপতি হিসেবে ক্যাপ্টেন Ibrahim Traore কে নির্বাচিত করা হলো
◉ জাপানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বর্ষীয়ান ডিপ্লোম্যাট সিবি জর্জ কে নিযুক্ত করা হল
◉ মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন বি ডি মিশ্র
◉ SBI জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে কিশোর কুমার পলুদাসু কে নিযুক্ত করা হলো
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 14



0 Comments
Please do not share any spam link in the comment box