Monthly Current Affairs in Bengali | Month of October, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of October, 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


October Monthly Current Affairs in Bengali

Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    অক্টোবর মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে October Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 1 লা অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি International Day of Older Persons হিসেবেও পালিত হয়, এবছরের থিম - 'Resilience of Older Persons in a Changing World'

প্রতি বছর 2 রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার (এবছর 3 রা অক্টোবর) World Habitat দিবস পালিত হয়, এবছরের থিম - 'Mind the Gap. Leave No One and Place Behind'

প্রতি বছরের মত এবছরও 2 থেকে 8 ই অক্টোবর পর্যন্ত 68 তম জাতীয় বন্যপ্রাণী সপ্তাহ পালিত হচ্ছে

প্রতি বছর 5 ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়, এবছরের থিম - 'The Transformation of Education Begins with Teachers'

প্রতিবছর 4 - 10 ই অক্টোবর পর্যন্ত বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়, এবছরের থিম - 'Space and Sustainability'

◉ প্রতি বছর অক্টোবর মাসের 01 থেকে 31 তারিখ পর্যন্ত Breast Cancer Awareness মাস পালিত হয়

গত 6 ই অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত হলো, এবছরের থিম - 'Millions of Reasons'

প্রতি বছর 8 ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়, এছাড়া গত 7 ই অক্টোবর বিশ্ব কটন দিবস পালিত হলো, এবছরের থিম - 'Weaving a better future for cotton'

প্রতি বছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়, এবছরের থিম/স্লোগান - 'Make mental health & well-being for all a global priority', গত 9 ই অক্টোবর বিশ্ব পোস্ট দিবস পালিত হলো, এবছরের থিম - 'Post for Planet'
 
প্রতি বছর 11 ই অক্টোবর International Day of the Girl Child পালিত হয়, এবছরের থিম - 'Our time is now - our rights, our future'

প্রতি বছর 12 ই অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালিত হয়, এবছরের থিম - 'It's in your hands, take action'

প্রতি বছর 14 ই অক্টোবর দিনটি তে International E-Waste দিবস পালিত হয়, এবছরের স্লোগান - 'Recycle it all, no matter how small !', এছাড়াও এই দিনটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড দিবস হিসেবে পালিত হয়, এবছরের থিম - 'Shared Vision for a Better World'

প্রতি বছর 15 ই অক্টোবর দিনটি তে ড. এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষ্যে বিশ্ব ছাত্র দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি International Day of Rural Women হিসেবেও পালিত হয়, এবছরের থিম - 'Rural Women Cultivating Good Food for All'

গত 15 ই অক্টোবর গ্লোবাল হ্যান্ডওয়াশিং দিবস পালিত হলো, এবছরের থিম - 'Unite for Universal Hand Hygiene'

প্রতি বছর 17 ই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্রতা দূরীকরণ দিবস পালিত হয়, এবছরের থিম - 'Dignity For All in Practice', এছাড়া গত 16 ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হলো, এবছরের থিম - 'Leave NO ONE behind'



 
 নিয়োগ সমূহ 

অভিনেতা রাম চরণ কে সংস্থার নতুন ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Hero Motocorp

এডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) এর নতুন চেয়ারম্যান পদে এন এস রাজন কে নিযুক্ত করা হলো

ফিনটেক প্লাটফর্ম Stashfin এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে বিজয় জাসুজা কে নিযুক্ত করা হলো

রাজনীত কোহলি কে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো Britannia ইন্ডাস্ট্রিজ

চিফ অফ ডিফেন্স স্টাফ পদে লিউটেন্যান্ট জেনারেল অনিল চৌহান কে নিযুক্ত করলো ভারত সরকার

HPCL এর রিফাইনারিজ এর ডিরেক্টর পদে এস ভারথন কে নিযুক্ত করা হলো

ইন্ডিয়ান আমেরিকান চেম্বার্স অফ কমার্স (IACC) এর ন্যাশনাল প্রেসিডেন্ট পদে ললিত ভাসিন কে নিযুক্ত করা হলো

ইন্টারন্যাশনাল এস্ট্রোনটিক্যাল ফেডারেশনের (IAF) ভাইস-প্রেসিডেন্ট পদে ISRO বিজ্ঞানী অনিল কুমার কে নিযুক্ত করা হলো

CRPF এর নতুন ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিতে চলেছেন সুজয় লাল থাওসেন এবং ITBP - র নতুন ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন অনিশ দয়াল সিং

বর্ষীয়ান আমলা অজয় ভাদো কে ডেপুটি ইলেকশন কমিশনার পদে নিযুক্ত করা হলো

GAIL লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সন্দীপ কুমার গুপ্ত

ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ডিরেক্টর জেনারেল পদে সঞ্জীব কিশোর কে নিযুক্ত করা হলো

ভারতীয় বংশোদ্ভূত সার্জেন জেনারেল ড: বিবেক মূর্তি কে WHO এক্সিকিউটিভ বোর্ডে US রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হলো

Burkina Faso এর রাষ্ট্রপতি হিসেবে ক্যাপ্টেন Ibrahim Traore কে নির্বাচিত করা হলো

জাপানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বর্ষীয়ান ডিপ্লোম্যাট সিবি জর্জ কে নিযুক্ত করা হল

মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন বি ডি মিশ্র

SBI জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর (MD) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে কিশোর কুমার পলুদাসু কে নিযুক্ত করা হলো   


সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 


File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 14


Also Download :

Post a Comment

0 Comments