Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৪০

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৪০


Bengali GK Guide


🎯 1. প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুর কথা বলেন ? 
Ans : কনাদ

🎯 2. মহাজাগতিক রশ্মি সংক্রান্ত 'ক্যাসকেড তত্ত্ব' কার আবিষ্কার ? 
Ans : ওয়াল্টার হাইটলার ও হোমি জাহাঙ্গীর ভাবা 

🎯 3. থিওরি অব থার্মাল আয়োনাইজেশন কার আবিষ্কার ? 
Ans : মেঘনাদ সাহা 

🎯 4. মারকিউরাস নাইট্রাইট - কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ? 
Ans : প্রফুল্লচন্দ্র রায়

🎯 5. কালজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন - কে আবিষ্কার করেন ? 
Ans : উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

🎯 6. সূর্য যে স্থির এবং তা ঘোরে না - একথা প্রথম ঘোষণা করেন ? 
Ans : আর্যভট্ট

🎯 7. পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম ঘোষণা করেন ? 
Ans : পিথাগোরাস

🎯 8. বিন্দু, রেখা, তল সম্মন্ধে প্রথম আলোকপাত কে করেন ? 
Ans : প্লেটো 

🎯 9. বাষ্পচালিত রেল ইঞ্জিন - কে আবিষ্কার করেন ? 
Ans : জর্জ স্টিফেনসন

🎯 10. নিরাপত্তা বাতি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ? 
Ans : হামফ্রে ডেভি












Post a Comment

0 Comments