Important Environment Science Question-Answer for WBSSC/WBCS/RAIL/WBP/TET | আগামী WBSSC,WBP, Rail, TET পরীক্ষাগুলির জন্য পরিবেশের উপর ১০০ টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন-উত্তর |

  

Important Environment Science Question-Answer for WBSSC/WBCS/RAIL/WBP/TET | আগামী WBSSC,WBP, Rail, TET পরীক্ষাগুলির জন্য পরিবেশের উপর ১০০ টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন-উত্তর |             

Important Environment Science Question-Answer for WBSSC/WBCS/RAIL/WBP/TET

হ্যালো বন্ধুরা , 

                    জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | 

তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি পরিবেশের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটি পিডিএফ যেগুলি আগামী TET/WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :- 

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো - 

1. পৃথিবীর আদিমতম অবস্থা থেকে বর্তমান কাল পর্যন্ত সময়ের দৈর্ঘ্যকে কি বলে ?
Ans : ভূতাত্ত্বিক কাল বা জিওলজিক্যাল টাইম

2. মাইক্রোস্ফিয়ার নামটি প্রথম কে ব্যবহার করেন ?
Ans : বিজ্ঞানী সিডনি ফক্স

3. মাইক্রোপ্লাজমা হল একধরণের__ আদি প্রকৃতির জীব ?
Ans : এককোশী

4. কোয়াসারভেট নামটি প্রথম কে ব্যবহার করেন ?
Ans : ওপারিন

5. আদিম পৃথিবীতে ক্লোরোফিলবিহীন যে এককোশী উদ্ভিদের আবির্ভাব হয় তার নাম কি ?
Ans : ছত্রাক

6. যে ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয় তা হল -
Ans : কার্বনিফেরাস

7. বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে ?
Ans : স্ট্রাটোস্ফিয়ার

8. কোনটি কে বায়ুমন্ডলের শীতলতম স্থান বলা হয় ?
Ans : মেসোপজ

9. সিয়াল প্রকৃত সিলিকন ও কোন মৌল দিয়ে গঠিত ?
Ans : অ্যালুমিনিয়াম

10. সিমা হল প্রকৃত সিলিকন ও কোন মৌলের মিশ্রণ ?
Ans : ম্যাগনেশিয়াম

11. বেলেপাথর, চুনাপাথর, কয়লা - কোন শিলার উদাহরণ ?
Ans : পাললিক শিলা

12. আবহবিকার - এর প্রভাবে ভুত্বকের ওপরে চূর্ণ-বিচূর্ণ নিয়োজিত শিলার শিথিল স্তর কে কি বলে ?
Ans : রেগোলিথ

13. মাটিতে হিউমাস গঠন প্রক্রিয়া কে কি বলে ?
Ans : হিউমিফিকেশন

14. কোন অঞ্চলে বগ মাটি দেখা যায় ?
Ans : জলাভূমি অঞ্চলে

15. গ্রানাইট শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয় ?
Ans : বেলে মাটি 

আরো পড়ুন :-

16. ব্যাসল্ট শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয় ?
Ans : এঁটেল মাটি

17. এন্টিসল কি ?
Ans : কম উর্বর অপরিণত নবীন মাটি

18. কোন প্রকৃতির মৃত্তিকা ভার্টিসল এর উদাহরণ ?
Ans : কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা

19. কোন প্রকৃতির মৃত্তিকা অক্সিসল এর উদাহরণ ?
Ans : ল্যাটেরাইট মৃত্তিকা

20. ভারতের কোন রাজ্যে এরিডিসল দেখা যায় ?
Ans : রাজস্থান

21. পৃথিবীর প্রায় 93% কোন গ্যাস সমুদ্রজলে মিশে রয়েছে ?
Ans : কার্বন ডাই অক্সাইড

22. ঘনীভবন, বর্ষণ - কোন চক্রের প্রধান অংশ ?
Ans : জলচক্র

23. যে স্থানে কোনো একটি জীব বা জীব
গোষ্ঠী স্বাভাবিকভাবে বেঁচে থাকে বা দল বেঁধে বসবাস করে ?
Ans : বাসভূমি বা হ্যাবিটাট

24. হ্রদ সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয় ?
Ans : লিমনোলজি

25. __ হল জলে ভাসমান ক্ষুদ্র জীবকণা ?
Ans : প্লাঙ্কটন

26. হাঙর, সামুদ্রিক কাঁকড়া কে বলা হয় __ জীব ?
Ans : নেকটন

27. পৃথিবীর সর্ববৃহৎ স্থলভাগের বাসভূমি কোনটি ?
Ans : তৈগা বনভূমি

28. পাম, তৃণ, বাঁশ - এগুলি কোন প্রকৃতির অরণ্যে জন্মায় ?
Ans : ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের অরণ্য

29. সুন্দরী, গরাণ - এগুলি কোন প্রকৃতির অরণ্যে জন্মায় ?
Ans : ম্যানগ্রোভ অরণ্য

30. পাইন, ফার - এগুলি কোন প্রকৃতির অরণ্যে জন্মায় ?
Ans : সরলবর্গীয় বৃক্ষের অরণ্য বা তৈগা অরণ্য 
31. যে প্রাণী তার বাসভূমির যে এলাকা থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে সেটাই তার ?
Ans : নিচ বা নিসে

32. উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে কি বলে ?
Ans : বায়োম

33. কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম দেখা যায় ?
Ans : নিরক্ষরেখা থেকে উত্তরে 23 1/2° উত্তর অক্ষাংশ এবং দক্ষিণে 23 1/2° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

34. পার্গা কি ?
Ans : শীতকালের প্রবল তুষার ঝড়

35. এস্কিমোরা যে বরফের তৈরি ঘরের মধ্যে বাস করে তাকে কি বলে ?
Ans : ইগলু

36. এস্কিমোরা গ্রীষ্মকালে যে চামড়ার তাবুতে বাস করে সেগুলিকে কি বলে ?
Ans : টিউপিক

37. কোন প্রকৃতির মেঘে সবচেয়ে বেশি বৃষ্টি হয় ?
Ans : কিউমুলোনিম্বাস

38. শীতকালে কোন মেঘ সবচেয়ে বেশি দেখা যায় ?
Ans : কিউমুলাস ও সিরাস

39. ভারত কে __ জলবায়ুর দেশ বলা হয় ?
Ans : মৌসুমী

40. শিলামন্ডল ও গুরুমন্ডলের সীমানাকে কি বলে ?
Ans : মোহো বিযুক্তি

41. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের সীমানাকে কি বলা হয় ?
Ans : গুটেনবার্গ বিযুক্তি

42. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা যায় ?
Ans : অ্যানিমোমিটার

43. কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমান পরিমাপ করা যায় ?
Ans : রেন-গজ

44. ফেলসপার ও কোয়ার্টজ সমৃদ্ধ আগ্নেয় শিলা কোনটি ?
Ans : ফেলসিক শিলা

45. ম্যাফিক শিলার উদাহরণ কি কি ?
Ans : গ্যাব্রো, ব্যাসল্ট

46. পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা ভৌম জল ?
Ans : 1.69%

47. কোন পুষ্টি মৌলের অভাবে গাছের পাতা হলুদ হয় ?
Ans : নাইট্রোজেন

48. ভূপৃষ্ঠ বরাবর মাটির স্তর কে কি বলা হয় ?
Ans : এপিপেডন

49. কোন পুষ্টি মৌল উদ্ভিদকে শিকড় তৈরির ক্ষমতা দেয় ?
Ans : পটাশিয়াম

50. কোন পুষ্টি মৌলের অভাবে গাছ খর্বাকৃতি হয় ?
Ans : পটাশিয়াম ও ফরফরাস 



  বাকি প্রশ্ন সহ নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ টি সংগ্রহ করে নাও - 


File Details :

File Type : PDF 
File Location : Google Drive 
No. of pages : 04 
File Size : 500 kb


Also Download ::

Post a Comment

0 Comments