Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৩৯

 Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭৩৯


Bengali GK Guide


❖ 1. অলিন্দ যুদ্ধ কত তারিখে সংঘটিত হয় ? 
Ans : 8 ডিসেম্বর, 1930

❖ 2. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত ? 
Ans : কারাকোরাম পর্বতশ্রেণী

❖ 3. কোন বন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত ? 
Ans : কান্ডলা বন্দর

❖ 4. কোনটি 86 তম সংবিধান সংশোধনের ফলে মৌলিক অধিকারের স্বীকৃতি পেয়েছে ? 
Ans : 6-14 বছর বয়সের শিশুদের জন্য শিক্ষার অধিকার

❖ 5. কার্য হলো _______ প্রকারের রাশি ? 
Ans : স্কেলার 

❖ 6. খেয়াল, ধ্রুপদ, তারানা এর মধ্যে কোন সংগীত ধারাটি আমির খসরু প্রবর্তিত নয় ? 
Ans : ধ্রুপদ

❖ 7. কোন ইউরোপীয় ব্যক্তি প্রথম 'ভাগবদগীতা' ইংরেজি ভাষায় অনুবাদ করেন ? 
Ans : চার্লস উইলকিল

❖ 8. ট্রপগ্রাফিক মানচিত্র নির্মাতা 'Survey of India' এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 
Ans : দেরাদুন

❖ 9. চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত ? 
Ans : প্রশান্ত মহাসাগর

❖ 10. 'প্যালেস অন হুইলস' কোন রাজ্যের একটি বিশেষ সজ্জিত ট্রেন ? 
Ans : রাজস্থান











Post a Comment

0 Comments