Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭১০
🎯 1. ভালকানাইজেশন পদ্ধতিতে রাবার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয় ?
Ans : সালফার
🎯 2. মিল্ক অফ ম্যাগনেশিয়া কে রাসায়নিক ভাবে কি বলা হয় ?
Ans : ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড
🎯 3. হ্যালোজেন মৌল পরিবারের প্রথম সদস্য কোন মৌল ?
Ans : ফ্লুরিন
🎯 4. ক্যালসিয়াম কার্বাইডের উপর বিন্দু বিন্দু জল যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় ?
Ans : এসিটিলিন
🎯 5. ডালডার মতো ভেজিটেবল ঘি অনুঘটকের সহায়তায় ______ বিক্রিয়া করে ?
Ans : হাইড্রোজেনেশন
🎯 6. লোহার মরিচা পড়ার প্রধান কারণ হলো _____ বিক্রিয়া ?
Ans : জারণ
🎯 7. প্রত্যেকটি জীবিত প্রাণী ______ বিক্রিয়ার মাধ্যমে শ্বসন প্রক্রিয়া চালায় ?
Ans : জারণ
🎯 8. একটি তেজস্ক্রিয় তরল ধাতুর উদাহরণ হলো ?
Ans : ফ্রান্সিয়াম
🎯 9. গ্রীনোকাইট কোন মৌলের আকরিক ?
Ans : ক্যাডমিয়াম
🎯 10. এলুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও সোনার মধ্যে সর্বাধিক সক্রিয় মৌল হল ?
Ans : পটাশিয়াম

0 Comments
Please do not share any spam link in the comment box