Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব - ৭২৯
❐ 1. মহম্মদ ঘোরী প্রথম তরাইনের যুদ্ধে কার কাছে পরাজিত হন ?
Ans : পৃথ্বীরাজ চৌহান
❐ 2. সিজদা ও পাইবস প্রথা কার আমলে চালু হয় ?
Ans : বলবন
❐ 3. মোঙ্গলদের নিয়ন্ত্রণ করতে ব্লাড এন্ড আয়রন পলিসি কে গ্রহণ করেছিলেন ?
Ans : আলাউদ্দিন খলজী
❐ 4. মির হাসান দেহলভী কোন সম্রাটের সভাকবি ছিলেন ?
Ans : আলাউদ্দিন খলজি
❐ 5. ইতিহাসের পাতায় 'wise fool king' নামে কে বিখ্যাত রয়েছেন ?
Ans : মহম্মদ বিন তুঘলক
❐ 6. কোন সম্রাট কে কাশ্মীরের আকবর বলা হতো ?
Ans : জৈন-উল-আবিদিন
❐ 7. বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজার দরবারে নিকলো-ডি-কন্টি এসেছিলেন ?
Ans : প্রথম দেবরায়
❐ 8. তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ans : 1565 সালে
❐ 9. কোন সম্রাট রাজধানী গুলবর্গ থেকে বিদারে স্থানান্তরিত করেন ?
Ans : আহমেদ শাহ ওয়ালি
❐ 10. বিজপুরে গোল গম্বুজ কে নির্মাণ করেন ?
Ans : মহম্মদ আদিল শাহ

0 Comments
Please do not share any spam link in the comment box