Nobel Prize 2021 Winner List | নোবেল পুরস্কার 2021 সমস্ত বিজয়ীদের নাম এবং অবদানের তালিকা | [PDF]

 

Nobel Prize 2021 Winner List | নোবেল পুরস্কার 2021 সমস্ত বিজয়ীদের নাম এবং অবদানের তালিকা | [PDF]



Nobel Prize 2021 Winner List


হ্যালো বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা তোমরা জানো ভালো করেই আমরা তোমাদের চাকরি প্রস্তুতির সুবিধার্থে যথাসম্ভব সাহায্য করে থাকি , যেকোনো বিগত বছরের প্রশ্নপত্র হোক কিংবা স্টাডি ম্যাটেরিয়াল | আজ তাই নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি Nobel Prize 2021 Winner List ( নোবেল পুরস্কার  ২০২১ এর বিজয়ীদের নাম এবং অবদানের তালিকা  ) PDF  | 

                         এই তালিকা টি আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-

বিজয়ীদের নাম এবং অবদানের তালিকা :-


বিভাগ / ক্ষেত্র

নোবেল বিজয়ীদের নাম এবং নাগরিকত্ব

অবদান

চিকিত্সা বিজ্ঞান

ডেভিড জুলিয়াস ( মার্কিন যুক্তরাষ্ট্র ) এবং আর্দেম প্যাটাপৌসিয়ান ( লেবানন )

চিকিত্সা বিজ্ঞানে তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিস্কার এর জন্য এই সম্মান পেলেন

পদার্থ বিজ্ঞান

সিউকুরো মানাবে ( জাপান ), ক্লাউস হ্যাসেলম্যান ( জার্মানি ) এবং জর্জিও প্যারিসি ( ইতালি )

বৈশ্বিক উষ্ণায়নে পূর্বভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য

রসায়ন বিজ্ঞান

বেঞ্জামিন লিস্ট ( জার্মানি ) এবং ডেভিড ডাব্লিউ সি ম্যাকমিলন ( যুক্তরাজ্য )

জৈব অনুঘটন বিক্রিয়া আবিস্কারের জন্য

সাহিত্য

আব্দুল রাজাক গুনরাহ ( তানজানিয়া )

ঔপনিবেশিকতা অনুপ্রবেশের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে শরণার্থীদের সমস্যার কথা সাহসের সঙ্গে তুলে ধরার জন্য এই সম্মান পেলেন

শান্তি

মারিয়া রেসা ( ফিলিপিন্স ) এবং দিমিত্রি মুরাতভ ( রাশিয়া )

মতপ্রকাশের স্বাধীনতা, যেটা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য এবছর নোবেল পেয়েছেন এই দুজন সাংবাদিক

অর্থনীতি বিজ্ঞান

ডেভিড কার্ড ( কানাডা ), জোগুয়া ডি অ্যাঙ্গরিস্ট ( মার্কিন যুক্তরাষ্ট্র ) এবং গুইডো ডাব্লিউ ইমবেনস ( নেদারল্যান্ড )

শ্রম অর্থনীতির গবেষণায় অনবদ্য অবদান রাখার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন অর্থনীতিবিদ ডেভিড কার্ড। অপরদিকে ক্যাজুয়াল সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য পুরস্কারের বাকি অর্ধেক অর্থ যৌথভাবে ভাগ করে নেবেন জোশুয়া ডি. অ্যাংগ্রিস্ট ও নেদারল্যান্ডের অর্থনীতিবিদ গুইডো ডব্লিউ. ইমবেন্স



File Details ::

File Type : PDF 
File Location : Google Drive 
File size : 500 kb 
No. of Pages : 01 


Post a Comment

0 Comments